ঈদে ৩ দিন অস্ত্রবিরতি তালেবানের

ঘোষণার আগেই বাসে বোমা হামলা : নিহত ১১

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ৩ দিনের অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে আফগানিস্তানের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী তালেবান। আফগান তালেবানের মুখপাত্র সুহাইল শাহীন বলেন, সব তালেবান যোদ্ধাকে সব ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

আমাদের ভাই-বোনরা যেন ধর্মীয় উৎসবটি শান্তিতে এবং মনের আনন্দে উদযাপন করতে পারেন, সেজন্য তাদের নিরাপদ পরিবেশের নিশ্চয়তা দিতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। আরবি শাওয়াল মাসের চাঁদ দেখাসাপেক্ষে বুধ অথবা বৃহস্পতিবার শুরু হবে এ অস্ত্রবিরতি। চলবে ঈদের ছুটিজুড়ে। আরব নিউজ

এদিকে এ ঘোষণা আসার কয়েক ঘণ্টা আগেই আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় জাবুল প্রদেশে একটি বাসে বোমা হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১১ জন বেসামরিক নাগরিক।

ওই হামলায় আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন নারী ও শিশুসহ আরও প্রায় ২৫ জন। এখনও এ হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। হামলার জন্য আফগান সরকার তালেবানকে দায়ী করলেও অভিযোগ প্রত্যাখ্যান করেছে গোষ্ঠীটি।

এক দিন আগেই রাজধানী কাবুলের একটি স্কুলের বাইরে আর একটি বোমা হামলায় প্রাণ হারায় কমপক্ষে ৬০ জন, যাদের বেশিরভাগই ১১ থেকে ১৫ বছর বয়সী স্কুল-পড়ুয়া শিশু-কিশোর। এ হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

১১ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ সেনা প্রত্যাহারের ঘোষণার পরই সহিংসতা তীব্র হয়েছে আফগানিস্তানে।

পূর্ব ঘোষণা অনুযায়ী ১ মে’র মধ্যে বিদেশি সেনা সরিয়ে না নিলে শান্তিচুক্তি মানবে না বলে আগেই ঘোষণা দিয়েছে তালেবান। এ অবস্থায় চলতি মাস থেকেই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক প্রতিরক্ষা জোট ন্যাটো।

মঙ্গলবার, ১১ মে ২০২১ , ২৮ বৈশাখ ১৪২৮ ২৮ রমজান ১৪৪২

ঈদে ৩ দিন অস্ত্রবিরতি তালেবানের

ঘোষণার আগেই বাসে বোমা হামলা : নিহত ১১

image

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ৩ দিনের অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে আফগানিস্তানের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী তালেবান। আফগান তালেবানের মুখপাত্র সুহাইল শাহীন বলেন, সব তালেবান যোদ্ধাকে সব ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

আমাদের ভাই-বোনরা যেন ধর্মীয় উৎসবটি শান্তিতে এবং মনের আনন্দে উদযাপন করতে পারেন, সেজন্য তাদের নিরাপদ পরিবেশের নিশ্চয়তা দিতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। আরবি শাওয়াল মাসের চাঁদ দেখাসাপেক্ষে বুধ অথবা বৃহস্পতিবার শুরু হবে এ অস্ত্রবিরতি। চলবে ঈদের ছুটিজুড়ে। আরব নিউজ

এদিকে এ ঘোষণা আসার কয়েক ঘণ্টা আগেই আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় জাবুল প্রদেশে একটি বাসে বোমা হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১১ জন বেসামরিক নাগরিক।

ওই হামলায় আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন নারী ও শিশুসহ আরও প্রায় ২৫ জন। এখনও এ হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। হামলার জন্য আফগান সরকার তালেবানকে দায়ী করলেও অভিযোগ প্রত্যাখ্যান করেছে গোষ্ঠীটি।

এক দিন আগেই রাজধানী কাবুলের একটি স্কুলের বাইরে আর একটি বোমা হামলায় প্রাণ হারায় কমপক্ষে ৬০ জন, যাদের বেশিরভাগই ১১ থেকে ১৫ বছর বয়সী স্কুল-পড়ুয়া শিশু-কিশোর। এ হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

১১ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ সেনা প্রত্যাহারের ঘোষণার পরই সহিংসতা তীব্র হয়েছে আফগানিস্তানে।

পূর্ব ঘোষণা অনুযায়ী ১ মে’র মধ্যে বিদেশি সেনা সরিয়ে না নিলে শান্তিচুক্তি মানবে না বলে আগেই ঘোষণা দিয়েছে তালেবান। এ অবস্থায় চলতি মাস থেকেই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক প্রতিরক্ষা জোট ন্যাটো।