সড়কে ঝরলো ৭ প্রাণ

পৃথক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম ও মানিকগঞ্জে ৭ জন নিহত ও ২ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে চট্টগ্রামের বাঁশখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে শিশুসহ ৩ এবং চট্টগ্রাম শহরে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী প্রাণ হারায়। অন্য এক ঘটনায় মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় আরও দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়। স্থানীয় প্রতিনিধি ও ব্যুরো থেকে পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

বাঁশখালী (চট্টগ্রাম) : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও দমদমার দিঘীরপাড় এলাকার প্রধান সড়কে ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ সিএনজি অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গুরুতর আহত সিএনজি অটোকিশরার ড্রাইভারসহ অন্য এক যাত্রীকে দ্রুত হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) হুমায়ুন কবির, বাঁশখালী থানার ওসি মোহাম্মদ সফিউল কবীর ও সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দীন চৌধুরী খোকা।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম শহর থেকে একটি সিএনজি অটোরিকশা বাঁশখালী প্রধান সড়ক হয়ে চকরিয়া যাওয়ার পথে উপজেলার সাধনপুর ইউনিয়নের দমদমার দিঘীরপাড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছুটে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় সিএনজি অটোরিকশায় থাকা শিশুসহ ৩ জন। গুরুতর আহত অবস্থায় সিএনজি অটেরিকশার ড্রাইভার ও অন্য ১ যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়।

সাধনপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেন বলেন, ‘চট্টগ্রাম শহর থেকে সিমেন্ট নিয়ে আসা একটি ট্রাক বাঁশখালীতে সিমেন্ট খালাস করে চট্টগ্রাম শহরে পুনরায় ফিরে যাওয়ার সময় ওই সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিহত সিএনজি অটোরিকশার যাত্রীরা চকরিয়া উপজেলার বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহতের সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) হুমায়ুন কবির বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমি এবং বাঁশখালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যাই। দুর্ঘটনার পরপর ট্রাক ড্রাইভার পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে দুর্ঘটনায় পতিত ট্রাক ও সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে। নিহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে।’

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দু’জনের মৃত্যু হয়েছে। গত রোববার সন্ধ্যায় নগরীর বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার প্রবেশমুখে শাহ আমানত সেতু সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. আবু বক্কর (২৯) ও মো. মফিজ উদ্দিন (৫০)। নিহতদের মধ্যে একজন ভোগ্যপণ্য ব্যবসায়ী এবং আরেকজন মসজিদের ইমাম বলে পুলিশ জানিয়েছে।

বাকলিয়া থানার ওসি মুহাম্মদ রুহুল আমীন জানান, দুজন মোটরসাইকেলে খাতুনগঞ্জ থেকে বের হয়ে শাহ আমানত সেতুর দিকে যাচ্ছিলেন। আবু বক্কর মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় এস আলম সার্ভিসের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। দুজন মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন, ঘটনাস্থলে আবু বক্করের মৃত্যু হয়। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মফিজকে মৃত ঘোষণা করেন বলেও জানিয়েছেন ওসি।

পুলিশ জানিয়েছে, আবু বক্করের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহলা-করলডেঙ্গা ইউনিয়নের শেখ চৌধুরীপাড়া এলাকায়। তিনি খাতুনগঞ্জে পাইকারি বাজারে ভোগ্যপণ্যের ব্যবসা করেন। মফিজ উদ্দিন খাতুনগঞ্জে একটি মসজিদের ইমাম। তার বাড়ি চন্দনাইশ উপজেলার কানাইমাদারী গ্রামে।

মানিকগঞ্জ

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের পুখুরিয়া এলাকায় গতকাল সকালে ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলরা গ্রামের মোটরসাইকেল চালক মো. রুবেল হোসেন এবং মোটরসাইকেল যাত্রী মাগুরা জেলার নুরে আলম।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক রিয়াদ মাহমুদ জানান, সকাল ৮টার দিকে ঘিওরের উপজেলার পুখুরিয়া এলাকায় ট্রাকেচাপায় ওই দুই ব্যক্তি নিহত হন। নুরে আলম নামে ওই ব্যক্তি রুবেলকে তার ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে পাটুরিয়া ঘাট এলাকার দিকে যাচ্ছিলেন। পুকুরিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তারা দুজন নিহত হন। নিহতদের মরদেহ মানিকগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।

মঙ্গলবার, ১১ মে ২০২১ , ২৮ বৈশাখ ১৪২৮ ২৮ রমজান ১৪৪২

সড়কে ঝরলো ৭ প্রাণ

সংবাদ ডেস্ক

পৃথক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম ও মানিকগঞ্জে ৭ জন নিহত ও ২ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে চট্টগ্রামের বাঁশখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে শিশুসহ ৩ এবং চট্টগ্রাম শহরে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী প্রাণ হারায়। অন্য এক ঘটনায় মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় আরও দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়। স্থানীয় প্রতিনিধি ও ব্যুরো থেকে পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

বাঁশখালী (চট্টগ্রাম) : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও দমদমার দিঘীরপাড় এলাকার প্রধান সড়কে ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ সিএনজি অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গুরুতর আহত সিএনজি অটোকিশরার ড্রাইভারসহ অন্য এক যাত্রীকে দ্রুত হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) হুমায়ুন কবির, বাঁশখালী থানার ওসি মোহাম্মদ সফিউল কবীর ও সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দীন চৌধুরী খোকা।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম শহর থেকে একটি সিএনজি অটোরিকশা বাঁশখালী প্রধান সড়ক হয়ে চকরিয়া যাওয়ার পথে উপজেলার সাধনপুর ইউনিয়নের দমদমার দিঘীরপাড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছুটে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় সিএনজি অটোরিকশায় থাকা শিশুসহ ৩ জন। গুরুতর আহত অবস্থায় সিএনজি অটেরিকশার ড্রাইভার ও অন্য ১ যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়।

সাধনপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেন বলেন, ‘চট্টগ্রাম শহর থেকে সিমেন্ট নিয়ে আসা একটি ট্রাক বাঁশখালীতে সিমেন্ট খালাস করে চট্টগ্রাম শহরে পুনরায় ফিরে যাওয়ার সময় ওই সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিহত সিএনজি অটোরিকশার যাত্রীরা চকরিয়া উপজেলার বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহতের সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) হুমায়ুন কবির বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমি এবং বাঁশখালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যাই। দুর্ঘটনার পরপর ট্রাক ড্রাইভার পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে দুর্ঘটনায় পতিত ট্রাক ও সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে। নিহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে।’

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দু’জনের মৃত্যু হয়েছে। গত রোববার সন্ধ্যায় নগরীর বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার প্রবেশমুখে শাহ আমানত সেতু সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. আবু বক্কর (২৯) ও মো. মফিজ উদ্দিন (৫০)। নিহতদের মধ্যে একজন ভোগ্যপণ্য ব্যবসায়ী এবং আরেকজন মসজিদের ইমাম বলে পুলিশ জানিয়েছে।

বাকলিয়া থানার ওসি মুহাম্মদ রুহুল আমীন জানান, দুজন মোটরসাইকেলে খাতুনগঞ্জ থেকে বের হয়ে শাহ আমানত সেতুর দিকে যাচ্ছিলেন। আবু বক্কর মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় এস আলম সার্ভিসের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। দুজন মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন, ঘটনাস্থলে আবু বক্করের মৃত্যু হয়। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মফিজকে মৃত ঘোষণা করেন বলেও জানিয়েছেন ওসি।

পুলিশ জানিয়েছে, আবু বক্করের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহলা-করলডেঙ্গা ইউনিয়নের শেখ চৌধুরীপাড়া এলাকায়। তিনি খাতুনগঞ্জে পাইকারি বাজারে ভোগ্যপণ্যের ব্যবসা করেন। মফিজ উদ্দিন খাতুনগঞ্জে একটি মসজিদের ইমাম। তার বাড়ি চন্দনাইশ উপজেলার কানাইমাদারী গ্রামে।

মানিকগঞ্জ

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের পুখুরিয়া এলাকায় গতকাল সকালে ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলরা গ্রামের মোটরসাইকেল চালক মো. রুবেল হোসেন এবং মোটরসাইকেল যাত্রী মাগুরা জেলার নুরে আলম।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক রিয়াদ মাহমুদ জানান, সকাল ৮টার দিকে ঘিওরের উপজেলার পুখুরিয়া এলাকায় ট্রাকেচাপায় ওই দুই ব্যক্তি নিহত হন। নুরে আলম নামে ওই ব্যক্তি রুবেলকে তার ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে পাটুরিয়া ঘাট এলাকার দিকে যাচ্ছিলেন। পুকুরিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তারা দুজন নিহত হন। নিহতদের মরদেহ মানিকগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।