বাজেট অধিবেশন বসছে ২ জুন

একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন (বাজেট অধিবেশন) বসছে আগামী ২ জুন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। গতকাল সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ অধিবেশনে নতুন (২০২১-২২) অর্থবছরের বাজেট পেশ করা হবে। ২ জুন বিকেল পাঁচটায় অধিবেশন শুরু হবে। বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অধিবেশনজুড়ে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। অধিবেশনের শেষ দিকে নতুন অর্থবছরের বাজেট পাস করা হবে।

গত বছর বাজেট অধিবেশন শুরু হয়েছিল ১০ জুন। সংক্ষিপ্ত ওই অধিবেশনে চলতি ২০২০-২১ অর্থবছরের জন্য পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেছিলেন অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল। পরে ৩০ জুন আকার ঠিক রেখে ওই বাজেট পাস হয় সংসদে।

ওই বাজেট আগের (২০১৯-২০) অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১৩ দশমিক ২৪ শতাংশ বেশি ছিল। বাজেট অধিবেশন সাধারণ দীর্ঘ হয়। তবে করোনাভাইরাস মহামারীর মধ্যে গত বছর বাজেট অধিবেশন সংক্ষিপ্ত হয়। নয় কার্যদিবসের ওই অধিবেশন ছিল ইতিহাসের সংক্ষিপ্ততম বাজেট অধিবেশন।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় এই অধিবেশনও সম্প্রতি অধিবেশনগুলোর মতো স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে।

বুধবার, ১২ মে ২০২১ , ২৯ বৈশাখ ১৪২৮ ২৯ রমজান ১৪৪২

বাজেট অধিবেশন বসছে ২ জুন

নিজস্ব বার্তা পরিবেশক

একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন (বাজেট অধিবেশন) বসছে আগামী ২ জুন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। গতকাল সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ অধিবেশনে নতুন (২০২১-২২) অর্থবছরের বাজেট পেশ করা হবে। ২ জুন বিকেল পাঁচটায় অধিবেশন শুরু হবে। বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অধিবেশনজুড়ে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। অধিবেশনের শেষ দিকে নতুন অর্থবছরের বাজেট পাস করা হবে।

গত বছর বাজেট অধিবেশন শুরু হয়েছিল ১০ জুন। সংক্ষিপ্ত ওই অধিবেশনে চলতি ২০২০-২১ অর্থবছরের জন্য পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেছিলেন অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল। পরে ৩০ জুন আকার ঠিক রেখে ওই বাজেট পাস হয় সংসদে।

ওই বাজেট আগের (২০১৯-২০) অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১৩ দশমিক ২৪ শতাংশ বেশি ছিল। বাজেট অধিবেশন সাধারণ দীর্ঘ হয়। তবে করোনাভাইরাস মহামারীর মধ্যে গত বছর বাজেট অধিবেশন সংক্ষিপ্ত হয়। নয় কার্যদিবসের ওই অধিবেশন ছিল ইতিহাসের সংক্ষিপ্ততম বাজেট অধিবেশন।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় এই অধিবেশনও সম্প্রতি অধিবেশনগুলোর মতো স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে।