পিরোজপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থীদের সংঘর্ষ : আহত ২০

পিরোজপুরে বিবাদমান দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ওসিসহ ২ চেয়ারম্যান প্রার্থীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গত শনিবার রাতে পিরোজপুর সদর উপজেলার কদমতলা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের পিরোজপুর জেলাসহ নাজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর লোকজন বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনাও ঘটিয়েছে বলে স্বতন্ত্র প্রার্থী ও তার আহত কর্মীরা দাবি করছেন। হামলায় আহত স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা চিকিৎসা নিতে জেলা হাসপাতালে যেতে চাইলে নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন তাদের বাধা দেয় বলে অভিযোগ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কদমতলা ইনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মো. হানিফ খান এবং একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী মো. সিহাব হোসেনের সমর্থকদের মধ্যে পুরানো বিরোধের জের ধরে এ সংঘর্ষ হয়। এতে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. সোবাহান হোসেন ও এক পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছেন।

সোমবার, ১৭ মে ২০২১ , ৩০ বৈশাখ ১৪২৮ ৩০ রমজান ১৪৪২

পিরোজপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থীদের সংঘর্ষ : আহত ২০

প্রতিনিধি, পিরোজপুর

পিরোজপুরে বিবাদমান দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ওসিসহ ২ চেয়ারম্যান প্রার্থীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গত শনিবার রাতে পিরোজপুর সদর উপজেলার কদমতলা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের পিরোজপুর জেলাসহ নাজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর লোকজন বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনাও ঘটিয়েছে বলে স্বতন্ত্র প্রার্থী ও তার আহত কর্মীরা দাবি করছেন। হামলায় আহত স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা চিকিৎসা নিতে জেলা হাসপাতালে যেতে চাইলে নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন তাদের বাধা দেয় বলে অভিযোগ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কদমতলা ইনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মো. হানিফ খান এবং একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী মো. সিহাব হোসেনের সমর্থকদের মধ্যে পুরানো বিরোধের জের ধরে এ সংঘর্ষ হয়। এতে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. সোবাহান হোসেন ও এক পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছেন।