সড়কে ঝরল ৫ প্রাণ

ঈদের ছুটিতে ও ঈদোত্তর পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জেলায় ৫ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে সিলেটে মা ও ছেলে, সাতক্ষীরায় ২ মোটর আরোহী এবং লালমনিরহাটে আরও এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারায়। প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

সিলেট : ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমা সাতমাইল নামক স্থানে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় অন্তত আরও ৫ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গোপেশ রায়ের স্ত্রী বিউটি রায় ও তার দুই বছরের ছেলে রূপক রায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুর দেড়টার দিকে ঢাকাগামী একটি বাস ও সিলেটগামী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেট কারটি দুমড়ে- মুচড়ে যায়। এতে এক নারী ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে তার শিশু পুত্র মারা যায়। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।

কালীগঞ্জ (সাতক্ষীরা) : কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেকে তৌহিদুল ইসলাম (২৫) ও গোলাম রসুল (১৭) নামে দুইজন নিহত হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে শাহিনুর রহমান (১৬)। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা ৩টার দিকে কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের গোলখালী শ্মশানঘাট এলাকায়।

নিহত তৌহিদুল ইসলাম আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাছিমাবাদ গ্রামের হামিদ মোড়লের ছেলে এবং গোলাম রসুল একই গ্রামের ফজর মোল্ল্যার ছেলে। আহত শাহিনুর রহমান নাছিমাবাদ আবু সাঈদ মোড়লের ছেলে।

থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই ৩ যুবক একটি মোটরসাইকেলযোগে দ্রুতগতিতে জেলার শ্যামনগর উপজেলা সদর থেকে ভেতর রাস্তা দিয়ে আশাশুনির দিকে যাচ্ছিলেন।

পথিমধ্যে কালীগঞ্জের গোলখালী শ্মশানঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বাবলা গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এ সময় ঘটনাস্থলে মোটরসাইকেল চালক তৌহিদুল ইসলামের মৃত্যু হয়। স্থানীয়রা অন্য দুইজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর গোলাম রসুল মৃত্যুবরণ করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রণজিৎ মন্ডল জানান, বেলা ৩টার দিকে তিন যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে একজন আগেই মৃত্যুবরণ করেছিল। অন্য দুইজনের মধ্যে থেকে একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কালিগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় অনুপ কুমার বাপ্পী (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন।

গত বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেয়ার সময় অনুপের মৃত্যু হয়। নিহত অনুপ কুমার জেলা মোটর মালিক সমিতির কোষাধ্যক্ষ ও আরজি পরিবহনের মালিক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় মোটরসাইকেলে করে ওই দম্পতি নতুন বাসা খোঁজার জন্য রংপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথে কাকিনা-রংপুর সড়কের সিরাজুল মার্কেট এলাকায় এলে একটি মাইক্রোবাস অনুপের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে রমেক হাসপাতালে নেয়ার পথেই অনুপের মৃত্যু হয়। নিহতের স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় রমেক হাসপাতালে ভর্তি করা হয়।

কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সোমবার, ১৭ মে ২০২১ , ৩০ বৈশাখ ১৪২৮ ৩০ রমজান ১৪৪২

সড়কে ঝরল ৫ প্রাণ

সংবাদ ডেস্ক

ঈদের ছুটিতে ও ঈদোত্তর পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জেলায় ৫ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে সিলেটে মা ও ছেলে, সাতক্ষীরায় ২ মোটর আরোহী এবং লালমনিরহাটে আরও এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারায়। প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

সিলেট : ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমা সাতমাইল নামক স্থানে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় অন্তত আরও ৫ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গোপেশ রায়ের স্ত্রী বিউটি রায় ও তার দুই বছরের ছেলে রূপক রায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুর দেড়টার দিকে ঢাকাগামী একটি বাস ও সিলেটগামী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেট কারটি দুমড়ে- মুচড়ে যায়। এতে এক নারী ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে তার শিশু পুত্র মারা যায়। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।

কালীগঞ্জ (সাতক্ষীরা) : কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেকে তৌহিদুল ইসলাম (২৫) ও গোলাম রসুল (১৭) নামে দুইজন নিহত হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে শাহিনুর রহমান (১৬)। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা ৩টার দিকে কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের গোলখালী শ্মশানঘাট এলাকায়।

নিহত তৌহিদুল ইসলাম আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাছিমাবাদ গ্রামের হামিদ মোড়লের ছেলে এবং গোলাম রসুল একই গ্রামের ফজর মোল্ল্যার ছেলে। আহত শাহিনুর রহমান নাছিমাবাদ আবু সাঈদ মোড়লের ছেলে।

থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই ৩ যুবক একটি মোটরসাইকেলযোগে দ্রুতগতিতে জেলার শ্যামনগর উপজেলা সদর থেকে ভেতর রাস্তা দিয়ে আশাশুনির দিকে যাচ্ছিলেন।

পথিমধ্যে কালীগঞ্জের গোলখালী শ্মশানঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বাবলা গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এ সময় ঘটনাস্থলে মোটরসাইকেল চালক তৌহিদুল ইসলামের মৃত্যু হয়। স্থানীয়রা অন্য দুইজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর গোলাম রসুল মৃত্যুবরণ করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রণজিৎ মন্ডল জানান, বেলা ৩টার দিকে তিন যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে একজন আগেই মৃত্যুবরণ করেছিল। অন্য দুইজনের মধ্যে থেকে একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কালিগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় অনুপ কুমার বাপ্পী (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন।

গত বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেয়ার সময় অনুপের মৃত্যু হয়। নিহত অনুপ কুমার জেলা মোটর মালিক সমিতির কোষাধ্যক্ষ ও আরজি পরিবহনের মালিক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় মোটরসাইকেলে করে ওই দম্পতি নতুন বাসা খোঁজার জন্য রংপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথে কাকিনা-রংপুর সড়কের সিরাজুল মার্কেট এলাকায় এলে একটি মাইক্রোবাস অনুপের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে রমেক হাসপাতালে নেয়ার পথেই অনুপের মৃত্যু হয়। নিহতের স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় রমেক হাসপাতালে ভর্তি করা হয়।

কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।