বিশালের কথা ও মুনতাসিরের সুরে শ্রীকান্তের ‘তোমার ভালো মন্দে’

ঈদ আয়োজনে বাংলাদেশ থেকে প্রকাশ পাচ্ছে উপমহাদেশের নন্দিত সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্যের গান। শিরোনাম ‘তোমার ভালো মন্দে’। ওমর ফারুক বিশাল’র গীতিকবিতায় গানটির সুর-সংগীতায়োজন করেছেন মুনতাসির তুষার। গত সোমবার (১৭ মে) বিকেল ৩টায় দেশের শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ থেকে প্রকাশ পেয়েছে শ্রীকান্তের কণ্ঠের এই গান। কাপ্তাই ও চট্টগ্রামের মনোরম দৃশ্যায়নে নির্মিত হয়েছে এই গানের গল্পনির্ভর ভিডিও। এটি নির্মাণ করেছেন শিহাব শিকদার। এতে মডেল হয়েছেন তানভীর রিদম ও ইভা। আছে শ্রীকান্ত আচার্যের উপস্থিতিও।

‘তোমার ভালো মন্দে’ শিরোনামের গানটি গাওয়া প্রসঙ্গে সংগীতজ্ঞ শ্রীকান্ত আচার্য বলেন, ‘করোনা পরিস্থিতিতে কোনও ধরনের রেকর্ডিং করবো না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। বেশ কিছু গানের অফার ফিরিয়েও দিয়েছি। এর মধ্যে এই গানটিও একটি। কিন্তু পরবর্তীতে গানটির কথা-সুর নিয়ে অনেক ভেবেছি এবং একটা মুগ্ধতা তৈরি হয়। এককথায়, চমৎকার কথা-সুরের গান ‘তোমার ভালো মন্দে’। গানটির গীতিকবি ও সুরকার দু’জনের জন্যই আমার শুভকামনা।’

এই গান প্রসঙ্গে মুনতাসির তুষার বলেন, ‘গীতিকবি বিশাল’র এ লিরিকটি আমারও বেশ পছন্দের। আমি পড়ামাত্রই বুঝতে পেরেছিলাম শ্রীকান্তদা পছন্দ করবেন। এরপর আমিও চেষ্টা করেছি দাদাকে ভেবে সুর করার।’

শ্রীকান্ত আচার্যের সঙ্গে কাজ করতে পারায় ভীষণ উচ্ছ্বসিত গীতিকবি ওমর ফারুক বিশাল।

মঙ্গলবার, ১৮ মে ২০২১ , ৪ জ্যৈষ্ঠ ১৪২৮ ৫ শাওয়াল ১৪৪২

বিশালের কথা ও মুনতাসিরের সুরে শ্রীকান্তের ‘তোমার ভালো মন্দে’

বিনোদন প্রতিবেদক |

image

ঈদ আয়োজনে বাংলাদেশ থেকে প্রকাশ পাচ্ছে উপমহাদেশের নন্দিত সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্যের গান। শিরোনাম ‘তোমার ভালো মন্দে’। ওমর ফারুক বিশাল’র গীতিকবিতায় গানটির সুর-সংগীতায়োজন করেছেন মুনতাসির তুষার। গত সোমবার (১৭ মে) বিকেল ৩টায় দেশের শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ থেকে প্রকাশ পেয়েছে শ্রীকান্তের কণ্ঠের এই গান। কাপ্তাই ও চট্টগ্রামের মনোরম দৃশ্যায়নে নির্মিত হয়েছে এই গানের গল্পনির্ভর ভিডিও। এটি নির্মাণ করেছেন শিহাব শিকদার। এতে মডেল হয়েছেন তানভীর রিদম ও ইভা। আছে শ্রীকান্ত আচার্যের উপস্থিতিও।

‘তোমার ভালো মন্দে’ শিরোনামের গানটি গাওয়া প্রসঙ্গে সংগীতজ্ঞ শ্রীকান্ত আচার্য বলেন, ‘করোনা পরিস্থিতিতে কোনও ধরনের রেকর্ডিং করবো না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। বেশ কিছু গানের অফার ফিরিয়েও দিয়েছি। এর মধ্যে এই গানটিও একটি। কিন্তু পরবর্তীতে গানটির কথা-সুর নিয়ে অনেক ভেবেছি এবং একটা মুগ্ধতা তৈরি হয়। এককথায়, চমৎকার কথা-সুরের গান ‘তোমার ভালো মন্দে’। গানটির গীতিকবি ও সুরকার দু’জনের জন্যই আমার শুভকামনা।’

এই গান প্রসঙ্গে মুনতাসির তুষার বলেন, ‘গীতিকবি বিশাল’র এ লিরিকটি আমারও বেশ পছন্দের। আমি পড়ামাত্রই বুঝতে পেরেছিলাম শ্রীকান্তদা পছন্দ করবেন। এরপর আমিও চেষ্টা করেছি দাদাকে ভেবে সুর করার।’

শ্রীকান্ত আচার্যের সঙ্গে কাজ করতে পারায় ভীষণ উচ্ছ্বসিত গীতিকবি ওমর ফারুক বিশাল।