তিনদিন পর ফের করোনা শনাক্ত মৃত্যু বেড়েছে

নমুনা পরীক্ষা বৃদ্ধি পাওয়া দেশে ফের করোনা শনাক্তের সংখ্যা বেড়েছে। তিন দিন পর আবার মৃত্যুও বেড়েছে। গতকাল সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৩২ জনের মৃত্যু হয়েছে; এই সময়ে ৬৯৮ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর গতকাল জানিয়েছে, গত একদিনে শনাক্ত রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল সাত লাখ ৮০ হাজার ৮৫৭ জনে। আর গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া লোকজনকে নিয়ে মোট ১২ হাজার ১৮১ জনের মৃত্যু হলো।

ঈদের ছুটির পর দুই দিনে নমুনা পরীক্ষা এক-চতুর্থাংশে নেমে আসে। গত ১৫ মে শনাক্ত রোগীর সংখ্যা এক ধাক্কায় নেমে এসেছিল ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। ওইদিন সারাদেশে তিন হাজার ৭৫৮টি নমুনা পরীক্ষা করে ২৬১ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এর পরদিন নমুনা পরীক্ষার সংখ্যা কিছুটা বেড়ে পাঁচ হাজার ৫০৮ হয়; তাতে ৩৬৩ জনের করোনা শনাক্ত হয়।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগের দিন দশ হাজার ৩৪৭টি নমুনা পরীক্ষা করে ৬৯৮ জন নতুন রোগী শনাক্ত করা হয়েছে। গত একদিনে সুস্থ হয়েছেন এক হাজার ৫৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন সাত লাখ ২৩ হাজার ৯৪ জন। শনাক্ত বিবেচনায় মোট সুস্থতার হার ৯২ দশমিক ৬০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে সারাদেশে ৪৬৬টি ল্যাবে ১০ হাজার ৩৪৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৫৭ লাখ ১৮ হাজার ৬৩টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৬ দশমিক ৭৫ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৬ শতাংশ। গত একদিনে মৃত্যু হওয়া লোকজনের মধ্যে পুরুষ ২৩ জন এবং নারী ৯ জন। তাদের ১৯ জন সরকারি হাসপাতালে, ১১ জন বেসরকারি হাসপাতালে এবং দুইজনের মৃত্যু হয়েছে বাড়িতে। এর মধ্যে ১৭ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, সাতজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, চারজনের বয়স ৪১ থেকে ৫০ বছর, তিনজনের বয়স ৩১ থেকে ৪০ বছর এবং একজনের বয়স ছিল ২১ থেকে ৩০ বছরের মধ্যে।

করোনায় মোট মারা যাওয়া ১২ হাজার ১৮১ জনের মধ্যে পুরুষ আট হাজার ৮২০ জন এবং নারী তিন হাজার ৩৬১ জন।

মঙ্গলবার, ১৮ মে ২০২১ , ৪ জ্যৈষ্ঠ ১৪২৮ ৫ শাওয়াল ১৪৪২

তিনদিন পর ফের করোনা শনাক্ত মৃত্যু বেড়েছে

নিজস্ব বার্তা পরিবেশক

image

নমুনা পরীক্ষা বৃদ্ধি পাওয়া দেশে ফের করোনা শনাক্তের সংখ্যা বেড়েছে। তিন দিন পর আবার মৃত্যুও বেড়েছে। গতকাল সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৩২ জনের মৃত্যু হয়েছে; এই সময়ে ৬৯৮ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর গতকাল জানিয়েছে, গত একদিনে শনাক্ত রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল সাত লাখ ৮০ হাজার ৮৫৭ জনে। আর গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া লোকজনকে নিয়ে মোট ১২ হাজার ১৮১ জনের মৃত্যু হলো।

ঈদের ছুটির পর দুই দিনে নমুনা পরীক্ষা এক-চতুর্থাংশে নেমে আসে। গত ১৫ মে শনাক্ত রোগীর সংখ্যা এক ধাক্কায় নেমে এসেছিল ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। ওইদিন সারাদেশে তিন হাজার ৭৫৮টি নমুনা পরীক্ষা করে ২৬১ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এর পরদিন নমুনা পরীক্ষার সংখ্যা কিছুটা বেড়ে পাঁচ হাজার ৫০৮ হয়; তাতে ৩৬৩ জনের করোনা শনাক্ত হয়।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগের দিন দশ হাজার ৩৪৭টি নমুনা পরীক্ষা করে ৬৯৮ জন নতুন রোগী শনাক্ত করা হয়েছে। গত একদিনে সুস্থ হয়েছেন এক হাজার ৫৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন সাত লাখ ২৩ হাজার ৯৪ জন। শনাক্ত বিবেচনায় মোট সুস্থতার হার ৯২ দশমিক ৬০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে সারাদেশে ৪৬৬টি ল্যাবে ১০ হাজার ৩৪৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৫৭ লাখ ১৮ হাজার ৬৩টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৬ দশমিক ৭৫ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৬ শতাংশ। গত একদিনে মৃত্যু হওয়া লোকজনের মধ্যে পুরুষ ২৩ জন এবং নারী ৯ জন। তাদের ১৯ জন সরকারি হাসপাতালে, ১১ জন বেসরকারি হাসপাতালে এবং দুইজনের মৃত্যু হয়েছে বাড়িতে। এর মধ্যে ১৭ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, সাতজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, চারজনের বয়স ৪১ থেকে ৫০ বছর, তিনজনের বয়স ৩১ থেকে ৪০ বছর এবং একজনের বয়স ছিল ২১ থেকে ৩০ বছরের মধ্যে।

করোনায় মোট মারা যাওয়া ১২ হাজার ১৮১ জনের মধ্যে পুরুষ আট হাজার ৮২০ জন এবং নারী তিন হাজার ৩৬১ জন।