নির্মাণ শ্রমিক হাসান আলী আশায় ছিলেন, এ বছর আবার পুরোদমে কাজ শুরু করতে পারবেন। কিন্তু তার আশায় বড় ধাক্কা দিয়েছে করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ। এখন সময়-সুযোগ অনুযায়ী একেক রকম কাজ করে সংসার বাঁচানোর চেষ্টায় আছেন হাসান আলী। তিনি বলেন, ‘গত বছর থেকেই ইনকাম নাই। টুকটাক কাজ পাইলেও আগের মতো মজুরি দেয় না। জমানো কিছু টাকা ছিল, সেগুলা আগেই শেষ। এখন বইসা থাকার চেয়ে কিছু না কিছু করা তো ভালো।’ হাসান আলীর মতো অনেক শ্রমিকের ভাগ্যেই অনিশ্চয়তা নিয়ে এসেছে করোনাভাইরাসের দ্বিতীয় দফার সংক্রমণ।
কঠোর বিধিনিষেধের কারণে কৃষক তার উৎপাদিত সবজি বিক্রি করতে পারছে না। মানুষের পুষ্টির অন্যতম উপাদান দুধ, ডিম, মুরগি উৎপাদনকারী খামারিরা পরেছেন বিপাকে। মিল কারখানা বন্ধের কারণে দুধ বিক্রি কমে গেছে। বিধিনিষেধের সময় যত বাড়ছে তাদের বিপদ তত বাড়ছে। এ সময় নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে হবে। তাদের যথাযথ সহায়তা দিতে হবে।
স্মিতা জান্নাত
শিক্ষার্থী, আধুনিক ভাষা ইনস্টিটিউট
জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার, ১৮ মে ২০২১ , ৪ জ্যৈষ্ঠ ১৪২৮ ৫ শাওয়াল ১৪৪২
নির্মাণ শ্রমিক হাসান আলী আশায় ছিলেন, এ বছর আবার পুরোদমে কাজ শুরু করতে পারবেন। কিন্তু তার আশায় বড় ধাক্কা দিয়েছে করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ। এখন সময়-সুযোগ অনুযায়ী একেক রকম কাজ করে সংসার বাঁচানোর চেষ্টায় আছেন হাসান আলী। তিনি বলেন, ‘গত বছর থেকেই ইনকাম নাই। টুকটাক কাজ পাইলেও আগের মতো মজুরি দেয় না। জমানো কিছু টাকা ছিল, সেগুলা আগেই শেষ। এখন বইসা থাকার চেয়ে কিছু না কিছু করা তো ভালো।’ হাসান আলীর মতো অনেক শ্রমিকের ভাগ্যেই অনিশ্চয়তা নিয়ে এসেছে করোনাভাইরাসের দ্বিতীয় দফার সংক্রমণ।
কঠোর বিধিনিষেধের কারণে কৃষক তার উৎপাদিত সবজি বিক্রি করতে পারছে না। মানুষের পুষ্টির অন্যতম উপাদান দুধ, ডিম, মুরগি উৎপাদনকারী খামারিরা পরেছেন বিপাকে। মিল কারখানা বন্ধের কারণে দুধ বিক্রি কমে গেছে। বিধিনিষেধের সময় যত বাড়ছে তাদের বিপদ তত বাড়ছে। এ সময় নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে হবে। তাদের যথাযথ সহায়তা দিতে হবে।
স্মিতা জান্নাত
শিক্ষার্থী, আধুনিক ভাষা ইনস্টিটিউট
জগন্নাথ বিশ্ববিদ্যালয়।