সরকারি ক্রয়ে মিতব্যয়িতা ও স্বচ্ছতার নির্দেশ

করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারি ক্রয়ে মিতব্যয়িতা ও স্বচ্ছতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। গত সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ ইসমাঈল স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা দেয়া হয়েছে।

পরিপত্রে বলা হয়, দেশের চলমান করোনাভাইরাসজনিত অভিঘাত মোকাবিলায় স্বাস্থ্যখাত, সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক ব্যবস্থাপনাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সে পরিপ্রেক্ষিতে সব মন্ত্রণালয় বিভাগকে তাদের প্রয়োজনীয় কেনাকাটার বিষয়ে আরও মিতব্যয়ী হওয়ার জন্য অনুরোধ করা হলো। এছাড়া সরকারি ক্রয়ের ক্ষেত্রে পিপিএ, পিপিআর যথাযথভাবে অনুসরণ ও ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বুধবার, ১৯ মে ২০২১ , ৫ জ্যৈষ্ঠ ১৪২৮ ৬ শাওয়াল ১৪৪২

সরকারি ক্রয়ে মিতব্যয়িতা ও স্বচ্ছতার নির্দেশ

অর্থনৈতিক বার্তা পরিবেশক

করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারি ক্রয়ে মিতব্যয়িতা ও স্বচ্ছতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। গত সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ ইসমাঈল স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা দেয়া হয়েছে।

পরিপত্রে বলা হয়, দেশের চলমান করোনাভাইরাসজনিত অভিঘাত মোকাবিলায় স্বাস্থ্যখাত, সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক ব্যবস্থাপনাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সে পরিপ্রেক্ষিতে সব মন্ত্রণালয় বিভাগকে তাদের প্রয়োজনীয় কেনাকাটার বিষয়ে আরও মিতব্যয়ী হওয়ার জন্য অনুরোধ করা হলো। এছাড়া সরকারি ক্রয়ের ক্ষেত্রে পিপিএ, পিপিআর যথাযথভাবে অনুসরণ ও ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।