গৌরনদীতে সর. জমি দখলের মহোৎসব

কোন নিয়মনীতির তোয়াক্কা না করে উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের মহোৎসব শুরু হয়েছে। সরেজমিনে দেখা গেছে, বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী গয়নাঘাটা ব্রিজের উত্তর পার্শ্বের ঢালে স্থানীয় একাধিক ব্যক্তি মহাসড়কের পাশে সরকারি জমি দখল করে একাধিক স্থাপনা নির্মাণ করেছেন।

সরেজমিনে আরও দেখা গেছে, মাহিলাড়া বাজারের দক্ষিণ পার্শ্বে ভীমেরপাড় এলাকায় স্থানীয় দুই ব্যক্তি সরকারি জমিতে একাধিক স্থাপনা নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। স্থানীয়রা জানান, গত কয়েক বছরপূর্বে ইউনিয়ন পরিষদের মাধ্যমে মাহিলাড়া বাজারের পশ্চিম পার্শ্ব দিয়ে সরকারি ভাবে নিরাপদ সড়ক নির্মাণ করা হয়।

সড়কটি নির্মাণের পরপরই সড়কের পাশের সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে আসছে স্থানীয় প্রভাবশালীরা। সরকারি জমিতে গড়ে ওঠা এসব স্থাপনা মোটা অংকের টাকার বিনিময়ে ইতিমধ্যে প্রভাবশালীদের কাছে ভাড়া দিয়ে দেয়া হয়েছে।

অপরদিকে বাটাজোর ইউনিয়নের শাহীপার্ক সংলগ্ন এলাকায় সরকারি রাস্তার পাশে নালা ভরাট করে একাধিক স্থাপনা নির্মান করা হয়েছে। এছাড়াও গত দুইদিন যাবত ওই এলাকায় নালা ভরাট করে স্থাপনা নির্মাণ কাজ অব্যাহত থাকায় বর্ষার দিনে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় সচেতন বাসিন্দারা জানান, বাঁধাহীনভাবে সরকারি জমিতে একের পর এক স্থাপনা নির্মাণের ফলে সরকারি জমি দখলের প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে। ফলে সরকারি জমিতে স্থাপনা নির্মাণ বৃদ্ধি পাচ্ছে।

এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন নাগরিকরা।

বুধবার, ১৯ মে ২০২১ , ৫ জ্যৈষ্ঠ ১৪২৮ ৬ শাওয়াল ১৪৪২

গৌরনদীতে সর. জমি দখলের মহোৎসব

প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)

image

কোন নিয়মনীতির তোয়াক্কা না করে উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের মহোৎসব শুরু হয়েছে। সরেজমিনে দেখা গেছে, বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী গয়নাঘাটা ব্রিজের উত্তর পার্শ্বের ঢালে স্থানীয় একাধিক ব্যক্তি মহাসড়কের পাশে সরকারি জমি দখল করে একাধিক স্থাপনা নির্মাণ করেছেন।

সরেজমিনে আরও দেখা গেছে, মাহিলাড়া বাজারের দক্ষিণ পার্শ্বে ভীমেরপাড় এলাকায় স্থানীয় দুই ব্যক্তি সরকারি জমিতে একাধিক স্থাপনা নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। স্থানীয়রা জানান, গত কয়েক বছরপূর্বে ইউনিয়ন পরিষদের মাধ্যমে মাহিলাড়া বাজারের পশ্চিম পার্শ্ব দিয়ে সরকারি ভাবে নিরাপদ সড়ক নির্মাণ করা হয়।

সড়কটি নির্মাণের পরপরই সড়কের পাশের সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে আসছে স্থানীয় প্রভাবশালীরা। সরকারি জমিতে গড়ে ওঠা এসব স্থাপনা মোটা অংকের টাকার বিনিময়ে ইতিমধ্যে প্রভাবশালীদের কাছে ভাড়া দিয়ে দেয়া হয়েছে।

অপরদিকে বাটাজোর ইউনিয়নের শাহীপার্ক সংলগ্ন এলাকায় সরকারি রাস্তার পাশে নালা ভরাট করে একাধিক স্থাপনা নির্মান করা হয়েছে। এছাড়াও গত দুইদিন যাবত ওই এলাকায় নালা ভরাট করে স্থাপনা নির্মাণ কাজ অব্যাহত থাকায় বর্ষার দিনে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় সচেতন বাসিন্দারা জানান, বাঁধাহীনভাবে সরকারি জমিতে একের পর এক স্থাপনা নির্মাণের ফলে সরকারি জমি দখলের প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে। ফলে সরকারি জমিতে স্থাপনা নির্মাণ বৃদ্ধি পাচ্ছে।

এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন নাগরিকরা।