গোয়েন্দা পুলিশের অভিযানে আটক ১৬ জুয়াড়ি

রাজশাহী নগর গোয়েন্দা পুলিশ নিজস্ব গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে নগরীর বিভিন্ন স্থানে গত রোববার দিনগত রাতে অভিযান চালিয়ে ১৩ জন জুয়াড়ি ও চোলাইমদসহ ৩ জনকে আটক করেছে। বোয়ালিয়া মডেল থানার হাদীর মোড় বৌবাজার এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় তাস ও নগদ টাকাসহ ৮ জনকে আটক করে।

এয়ারপোট থানার কুসম্বী সিন্দুর গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৫ জনকে আটক করে।

এছাড়াও গোয়েন্দা পুলিশের অন্য একটি টিম একুই দিন রাতে দামকুড়া থানার আন্দারকোঠা মিশন গ্রামে অভিযান চালিয়ে চোলাইমদসহ ৩জনকে আটক করে।

আটককৃতরা হলেনÑ নগরীর মাসুদ রানা (৪০), সোয়েব বিন আব্দুল্লাহ (৩৪), সোহাগ (২৮), মো. নয়ন ইসলাম (২২), মাহমুদুল হাসান জীবন (২০), গৌরব চৌধুরী, কামরুল এহেসান (১৭), সোজেদুল ইসলাম (১৪), এয়ারপোট থানার এলাকার আনারুল (৩৮), হাসান (৩৮), সেন্টু (৩৭), সুজন (৩২), গিয়াস (৩২), দামকুড়া থানার আন্দার কোঠার স্বপন বিশ্বাস (৪৪), আব্দুল আলীম (৪২) ও আজিজুল ইসলাম (৫৫)। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস জানান।

বুধবার, ১৯ মে ২০২১ , ৫ জ্যৈষ্ঠ ১৪২৮ ৬ শাওয়াল ১৪৪২

গোয়েন্দা পুলিশের অভিযানে আটক ১৬ জুয়াড়ি

প্রতিনিধি, রাজশাহী

রাজশাহী নগর গোয়েন্দা পুলিশ নিজস্ব গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে নগরীর বিভিন্ন স্থানে গত রোববার দিনগত রাতে অভিযান চালিয়ে ১৩ জন জুয়াড়ি ও চোলাইমদসহ ৩ জনকে আটক করেছে। বোয়ালিয়া মডেল থানার হাদীর মোড় বৌবাজার এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় তাস ও নগদ টাকাসহ ৮ জনকে আটক করে।

এয়ারপোট থানার কুসম্বী সিন্দুর গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৫ জনকে আটক করে।

এছাড়াও গোয়েন্দা পুলিশের অন্য একটি টিম একুই দিন রাতে দামকুড়া থানার আন্দারকোঠা মিশন গ্রামে অভিযান চালিয়ে চোলাইমদসহ ৩জনকে আটক করে।

আটককৃতরা হলেনÑ নগরীর মাসুদ রানা (৪০), সোয়েব বিন আব্দুল্লাহ (৩৪), সোহাগ (২৮), মো. নয়ন ইসলাম (২২), মাহমুদুল হাসান জীবন (২০), গৌরব চৌধুরী, কামরুল এহেসান (১৭), সোজেদুল ইসলাম (১৪), এয়ারপোট থানার এলাকার আনারুল (৩৮), হাসান (৩৮), সেন্টু (৩৭), সুজন (৩২), গিয়াস (৩২), দামকুড়া থানার আন্দার কোঠার স্বপন বিশ্বাস (৪৪), আব্দুল আলীম (৪২) ও আজিজুল ইসলাম (৫৫)। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস জানান।