স্বেচ্ছায় কারাবরণের আবেদন এক দল সাংবাদিকের

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে ডকুমেন্ট চুরির মামলা ও গ্রেপ্তার করে জেলে পাঠানোর প্রতিবাদে স্বেচ্ছা কারাবরণের আবেদন জানিয়েছে একদল সাংবাদিক। প্রিন্ট ও ইলেকট্র্রনিক মিডিয়ার ২০ জনের বেশি সাংবাদিক এ বিষয়ে শাহবাগ থানায় আবেদন করেছেন। তারা বলছেন, হয় রোজিনা ইসলামকে মুক্তি দিতে হবে না হয় তাদেরও জেলে পাঠাতে হবে।

বেসরকারি টেলিভিশন ৭১ টিভির জ্যেষ্ঠ সাংবাদিক পারভেজ রেজা জানান, অনুসন্ধানী সাংবাদিকতা করেন এমন একদল সাংবাদিক লিখিতভাবে স্বেচ্ছা কারাবরণের আবেদন নিয়ে গতকাল বিকেল থেকে শাহবাগ থানায় যান। তারা মনে করেন, রোজিনা ইসলাম সংবাদ সংগ্রহ করতে গিয়ে যদি দোষী সাব্যস্ত হন তাহলে তারাও দোষী। কারণ অনুসন্ধানী সাংবাদিকতা করতে গিয়ে অনেক নথি তারা সংগ্রহ করেছেন বিভিন্ন উপায়ে।

একাত্তর টিভির এই সিনিয়র সাংবাদিক তার আবেদনে বলেন, ‘আমি মহিম মিজান একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার। আমি একজন অনুসন্ধানী সাংবাদিক। পেশাগত দায়িত্ব পালন করার জন্য অনিয়ম- দুর্নীতি নিয়ে অনেক প্রতিবেদন করেছি। প্রতিবেদনগুলো করতে গিয়ে তথ্য-প্রমাণ হিসেবে অনেক নথি জোগার করতে হয়েছে। জনস্বার্থে প্রকাশ করা জরুরি হওয়ায় এবং অনুসন্ধানের স্বার্থে সেই নথিগুলোর কোন কোনটি আমি লুকিয়েও সংগ্রহ করেছি। প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে যে কথিত অভিযোগ আনা হয়েছে, আমি মনে করি সব অনুসন্ধানী প্রতিবেদক একই দোষে দোষী। এই বিবেচনায় আমি নিজেও স্বেচ্ছায় কারাবরণ করতে চাই।

স্বেচ্ছায় কারাবরণ করার আবেদন জানানো সাংবাদিকরা বলছেন, গতকাল বিকেলে স্বেচ্ছায় কারাবরণের আবেদন নিয়ে তারা শাহবাগ থানায় যান। অনুসন্ধানী সাংবাদিকরা জনস্বার্থে এমন গোপন নথির মাধ্যমে দুর্নীতি উম্মোচন করে থাকেন। তাই তারা স্বেচ্ছায় কারাবরণের আবেদন নিয়ে থানায় এসেছেন। স্বেচ্ছায় কারাবরণ করার আবেদনকারীদের মধ্যে ছিলেন সাংবাদিক বদরুদ্দোজা বাবু, মিল্টন আনোয়ার, ৭১ টেলিভিশনের মহিম মিজান, পারভেজ রেজা, সাংবাদিক মুনজুরুল করিম, যমুনা টেলিভিশনের আবদুল্লাহ তুহিন, সময় টেলিভিশনের খান মোহাম্মদ রুমেল, অপূর্ব আলাউদ্দিন, আবদুল্লাহ আল ইমরান, নয়ন আদিত্য, নিউ এজ পত্রিকার মুক্তাদির রশিদ রোমিও, এসএম নুরুজ্জামান শাহনাজ পারভীর কাওসার সোহেলী প্রমুখ।

শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, স্বেচ্ছায় কারাবরণের আবেদন নিয়ে একদল সাংবাদিক বিকেলে শাহবাগ থানায় এসেছেন। তারা এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮টা) থানার সামনে অবস্থান করছিলেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলছেন।

বুধবার, ১৯ মে ২০২১ , ৫ জ্যৈষ্ঠ ১৪২৮ ৬ শাওয়াল ১৪৪২

স্বেচ্ছায় কারাবরণের আবেদন এক দল সাংবাদিকের

নিজস্ব বার্তা পরিবেশক

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে ডকুমেন্ট চুরির মামলা ও গ্রেপ্তার করে জেলে পাঠানোর প্রতিবাদে স্বেচ্ছা কারাবরণের আবেদন জানিয়েছে একদল সাংবাদিক। প্রিন্ট ও ইলেকট্র্রনিক মিডিয়ার ২০ জনের বেশি সাংবাদিক এ বিষয়ে শাহবাগ থানায় আবেদন করেছেন। তারা বলছেন, হয় রোজিনা ইসলামকে মুক্তি দিতে হবে না হয় তাদেরও জেলে পাঠাতে হবে।

বেসরকারি টেলিভিশন ৭১ টিভির জ্যেষ্ঠ সাংবাদিক পারভেজ রেজা জানান, অনুসন্ধানী সাংবাদিকতা করেন এমন একদল সাংবাদিক লিখিতভাবে স্বেচ্ছা কারাবরণের আবেদন নিয়ে গতকাল বিকেল থেকে শাহবাগ থানায় যান। তারা মনে করেন, রোজিনা ইসলাম সংবাদ সংগ্রহ করতে গিয়ে যদি দোষী সাব্যস্ত হন তাহলে তারাও দোষী। কারণ অনুসন্ধানী সাংবাদিকতা করতে গিয়ে অনেক নথি তারা সংগ্রহ করেছেন বিভিন্ন উপায়ে।

একাত্তর টিভির এই সিনিয়র সাংবাদিক তার আবেদনে বলেন, ‘আমি মহিম মিজান একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার। আমি একজন অনুসন্ধানী সাংবাদিক। পেশাগত দায়িত্ব পালন করার জন্য অনিয়ম- দুর্নীতি নিয়ে অনেক প্রতিবেদন করেছি। প্রতিবেদনগুলো করতে গিয়ে তথ্য-প্রমাণ হিসেবে অনেক নথি জোগার করতে হয়েছে। জনস্বার্থে প্রকাশ করা জরুরি হওয়ায় এবং অনুসন্ধানের স্বার্থে সেই নথিগুলোর কোন কোনটি আমি লুকিয়েও সংগ্রহ করেছি। প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে যে কথিত অভিযোগ আনা হয়েছে, আমি মনে করি সব অনুসন্ধানী প্রতিবেদক একই দোষে দোষী। এই বিবেচনায় আমি নিজেও স্বেচ্ছায় কারাবরণ করতে চাই।

স্বেচ্ছায় কারাবরণ করার আবেদন জানানো সাংবাদিকরা বলছেন, গতকাল বিকেলে স্বেচ্ছায় কারাবরণের আবেদন নিয়ে তারা শাহবাগ থানায় যান। অনুসন্ধানী সাংবাদিকরা জনস্বার্থে এমন গোপন নথির মাধ্যমে দুর্নীতি উম্মোচন করে থাকেন। তাই তারা স্বেচ্ছায় কারাবরণের আবেদন নিয়ে থানায় এসেছেন। স্বেচ্ছায় কারাবরণ করার আবেদনকারীদের মধ্যে ছিলেন সাংবাদিক বদরুদ্দোজা বাবু, মিল্টন আনোয়ার, ৭১ টেলিভিশনের মহিম মিজান, পারভেজ রেজা, সাংবাদিক মুনজুরুল করিম, যমুনা টেলিভিশনের আবদুল্লাহ তুহিন, সময় টেলিভিশনের খান মোহাম্মদ রুমেল, অপূর্ব আলাউদ্দিন, আবদুল্লাহ আল ইমরান, নয়ন আদিত্য, নিউ এজ পত্রিকার মুক্তাদির রশিদ রোমিও, এসএম নুরুজ্জামান শাহনাজ পারভীর কাওসার সোহেলী প্রমুখ।

শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, স্বেচ্ছায় কারাবরণের আবেদন নিয়ে একদল সাংবাদিক বিকেলে শাহবাগ থানায় এসেছেন। তারা এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮টা) থানার সামনে অবস্থান করছিলেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলছেন।