বাজারে ওয়ালটনের নতুন গেমিং স্মার্টফোন প্রিমো আরএইট

বাংলাদেশি প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন বাজারে ছেড়েছে নতুন স্মার্টফোন। যার মডেল ‘প্রিমো আরএইট’। স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে শক্তিশালী প্রসেসর, র‌্যাম, রম, ব্যাটারি ও ক্যামেরা, টাইপ-সি চার্জিং পোর্টসহ আকর্ষণীয় বিভিন্ন ফিচার। ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, ‘প্রিমো আরএইট’ মডেলের ফোনটি ওশেন গ্রিন, গ্রাডিয়েন্ট পার্পল এবং ম্যাজিক ব্লু এই তিনটি আকর্ষণীয় রঙে বাজারে এসেছে। এর দাম ১০,৬৯৯ টাকা। দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইল ব্র্যান্ড ও রিটেইল আউটলেটের পাশাপাশি ঘরে বসেই ওয়ালটনের নিজস্ব অনলাইন শপ ই-প্লাজা (eplaza.waltonbd.com) থেকে ফোনটি কেনা যাচ্ছে।

স্মার্টফোনটির উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে ৬.৫ ইঞ্চির ২০.৯ রেশিওর ডিউ-ড্রপ এইচডি প্লাস ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম, হাইপারএঞ্জিন প্রযুক্তির ২.৩ গিগাহার্টজ গতির ১২ ন্যানোমিটারের হেলিও জি৩৫ এসওসি অক্টাকোর প্রসেসর, ৪ জিবি র‌্যাম, পাওয়ার ভিআর জিই৮৩২০ গ্রাফিক্স, ১২৮ গিগাবাইট মাইক্রো এসডি কার্ড সাপোর্টসহ ৬৪ জিবি মেমোরি, ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, এলইডি ফ্ল্যাশযুক্ত এফ ১.৮ অ্যাপারচার সমৃদ্ধ পিডিএএফ প্রযুক্তির এআই অটোফোকাস ডুয়াল রিয়ার ক্যামেরা, এফ ২.২ অ্যাপারচারের ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ভিওএলটিই বা ভোল্টি সাপোর্টসহ ডুয়াল ফোরজি সিম, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক, ওটিজি ইত্যাদি। বাংলাদেশে তৈরি এই স্মার্টফোনে ৩০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধাসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন গ্রাহক। সংবাদ বিজ্ঞপ্তি।

বুধবার, ১৯ মে ২০২১ , ৫ জ্যৈষ্ঠ ১৪২৮ ৬ শাওয়াল ১৪৪২

বাজারে ওয়ালটনের নতুন গেমিং স্মার্টফোন প্রিমো আরএইট

image

বাংলাদেশি প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন বাজারে ছেড়েছে নতুন স্মার্টফোন। যার মডেল ‘প্রিমো আরএইট’। স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে শক্তিশালী প্রসেসর, র‌্যাম, রম, ব্যাটারি ও ক্যামেরা, টাইপ-সি চার্জিং পোর্টসহ আকর্ষণীয় বিভিন্ন ফিচার। ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, ‘প্রিমো আরএইট’ মডেলের ফোনটি ওশেন গ্রিন, গ্রাডিয়েন্ট পার্পল এবং ম্যাজিক ব্লু এই তিনটি আকর্ষণীয় রঙে বাজারে এসেছে। এর দাম ১০,৬৯৯ টাকা। দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইল ব্র্যান্ড ও রিটেইল আউটলেটের পাশাপাশি ঘরে বসেই ওয়ালটনের নিজস্ব অনলাইন শপ ই-প্লাজা (eplaza.waltonbd.com) থেকে ফোনটি কেনা যাচ্ছে।

স্মার্টফোনটির উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে ৬.৫ ইঞ্চির ২০.৯ রেশিওর ডিউ-ড্রপ এইচডি প্লাস ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম, হাইপারএঞ্জিন প্রযুক্তির ২.৩ গিগাহার্টজ গতির ১২ ন্যানোমিটারের হেলিও জি৩৫ এসওসি অক্টাকোর প্রসেসর, ৪ জিবি র‌্যাম, পাওয়ার ভিআর জিই৮৩২০ গ্রাফিক্স, ১২৮ গিগাবাইট মাইক্রো এসডি কার্ড সাপোর্টসহ ৬৪ জিবি মেমোরি, ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, এলইডি ফ্ল্যাশযুক্ত এফ ১.৮ অ্যাপারচার সমৃদ্ধ পিডিএএফ প্রযুক্তির এআই অটোফোকাস ডুয়াল রিয়ার ক্যামেরা, এফ ২.২ অ্যাপারচারের ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ভিওএলটিই বা ভোল্টি সাপোর্টসহ ডুয়াল ফোরজি সিম, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক, ওটিজি ইত্যাদি। বাংলাদেশে তৈরি এই স্মার্টফোনে ৩০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধাসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন গ্রাহক। সংবাদ বিজ্ঞপ্তি।