ইসরায়েলি বর্বরতা

জিল্লুর রহমান

ইসরাইল বরাবরই যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রভাবশালী দেশগুলোর আস্কারা পেয়ে মানবাধিকার লঙ্ঘন করে আসছে। এবারও যুক্তরাষ্ট্র ইসরাইলের পক্ষাবলম্বন করেছে। বিস্ময়ের ব্যাপার হচ্ছে, যে যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিস্তর অভিযোগ আনে, কথায় কথায় মানুষকে গণতন্ত্র ও মানবাধিকারের সবক দেয়, সেই রাষ্ট্রটি এখন ইসরাইলের পাখির মতো গুলি করে এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ফিলিস্তিনের নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করার নিন্দার বদলে পৃষ্ঠপোষকতা করেছে, তাদের পক্ষে সাফাই গাইছে।

জাতিসংঘ উভয় পক্ষকে শান্ত থাকার কথা বলেছে। কিন্তু এতে বর্বর ইসরাইলের তেমন কিছু যায় আসে না। সে তার মতো করেই গুলি ও বিমান হামলা অব্যাহত রেখে নিরস্ত্র ও নিরীহ ফিলিস্তিনিদের হত্যা এবং বিভিন্ন স্থাপনা ধুলোয় মিশিয়ে দেয়ার কাজ করে যাচ্ছে। তাদের এ নির্লিপ্ততা নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর এমন বর্বর হামলা বিশ্ববাসীকে হতবাক করেছে।

আমরা এ নিরপরাধ মানুষকে গণহত্যা ও শিশু হত্যার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। ইসরাইল নারী-শিশুসহ নিরস্ত্র মানুষের ওপর যে নারকীয় গণহত্যা চালাচ্ছে, তা যুক্তরাষ্ট্রসহ তার মিত্রদেশগুলোর প্রশ্রয়ের কারণেই হচ্ছে। এ অন্যায় মেনে নেয়া যায় না। ইসরাইলি বাহিনীর বর্বরতা বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

[লেখক: ব্যাংকার]

image
আরও খবর

বুধবার, ১৯ মে ২০২১ , ৫ জ্যৈষ্ঠ ১৪২৮ ৬ শাওয়াল ১৪৪২

ইসরায়েলি বর্বরতা

জিল্লুর রহমান

image

ইসরাইল বরাবরই যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রভাবশালী দেশগুলোর আস্কারা পেয়ে মানবাধিকার লঙ্ঘন করে আসছে। এবারও যুক্তরাষ্ট্র ইসরাইলের পক্ষাবলম্বন করেছে। বিস্ময়ের ব্যাপার হচ্ছে, যে যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিস্তর অভিযোগ আনে, কথায় কথায় মানুষকে গণতন্ত্র ও মানবাধিকারের সবক দেয়, সেই রাষ্ট্রটি এখন ইসরাইলের পাখির মতো গুলি করে এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ফিলিস্তিনের নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করার নিন্দার বদলে পৃষ্ঠপোষকতা করেছে, তাদের পক্ষে সাফাই গাইছে।

জাতিসংঘ উভয় পক্ষকে শান্ত থাকার কথা বলেছে। কিন্তু এতে বর্বর ইসরাইলের তেমন কিছু যায় আসে না। সে তার মতো করেই গুলি ও বিমান হামলা অব্যাহত রেখে নিরস্ত্র ও নিরীহ ফিলিস্তিনিদের হত্যা এবং বিভিন্ন স্থাপনা ধুলোয় মিশিয়ে দেয়ার কাজ করে যাচ্ছে। তাদের এ নির্লিপ্ততা নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর এমন বর্বর হামলা বিশ্ববাসীকে হতবাক করেছে।

আমরা এ নিরপরাধ মানুষকে গণহত্যা ও শিশু হত্যার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। ইসরাইল নারী-শিশুসহ নিরস্ত্র মানুষের ওপর যে নারকীয় গণহত্যা চালাচ্ছে, তা যুক্তরাষ্ট্রসহ তার মিত্রদেশগুলোর প্রশ্রয়ের কারণেই হচ্ছে। এ অন্যায় মেনে নেয়া যায় না। ইসরাইলি বাহিনীর বর্বরতা বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

[লেখক: ব্যাংকার]