উৎসবের উদ্বেগ

দুঃখকে অতিক্রম করে যে আনন্দ আমাদের কাছে আসে সেটাই প্রকৃত আনন্দ। করোনার মতো ভয়ংকর মহামারী বিশ্বব্যাপী তাড়া করে ফিরলেও এখনো ভালোবাসা আর আনন্দ অনুভূতি মুছে যায়নি মানুষের হৃদয় থেকে। করোনার ক্লান্তি মুছিয়ে দিতে ঈদ এসেছিল আনন্দের পসরা সাজিয়ে। অসাম্প্রদায়িক এই বাংলাদেশে ঈদুল ফিতর মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব হলেও, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মনেই এই উৎসব আনন্দের ঢেউ জাগিয়ে যায়।

ঈদ মানেই কাজের সন্ধানে, পড়াশোনার খাতিরে পরিবার থেকে দূরে থাকা মানুষটিরও শেকড়ের সন্ধানে বাড়ি ছুটে যাওয়ার প্রয়াস। প্রিয় মানুষগুলোকে এক নজর দেখার আকুলতা। আবার কর্মস্থলে ফেরা। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে কোভিড ভয়ংকর রূপ ধারণ করেছে। চলছে মৃত্যুর মিছিল। আমাদের দেশও লকডাউনের শেকলে বন্দি। গণপরিবহনগুলো সীমিত আকারে চলার নির্দেশ দিয়েছে সরকার। কিন্তু বেশিরভাগ মানুষই সে নির্দেশ মানছে না।

মানুষের এই অসংযত আচরণের ফলে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে দেশজুড়ে। উৎসবের আনন্দ পরিণত হতে পারে শোকের মাতমে। এ ব্যাপারে মানুষকে সতর্ক থাকতে হবে।

ফারজানা অনন্যা

বুধবার, ১৯ মে ২০২১ , ৫ জ্যৈষ্ঠ ১৪২৮ ৬ শাওয়াল ১৪৪২

উৎসবের উদ্বেগ

দুঃখকে অতিক্রম করে যে আনন্দ আমাদের কাছে আসে সেটাই প্রকৃত আনন্দ। করোনার মতো ভয়ংকর মহামারী বিশ্বব্যাপী তাড়া করে ফিরলেও এখনো ভালোবাসা আর আনন্দ অনুভূতি মুছে যায়নি মানুষের হৃদয় থেকে। করোনার ক্লান্তি মুছিয়ে দিতে ঈদ এসেছিল আনন্দের পসরা সাজিয়ে। অসাম্প্রদায়িক এই বাংলাদেশে ঈদুল ফিতর মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব হলেও, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মনেই এই উৎসব আনন্দের ঢেউ জাগিয়ে যায়।

ঈদ মানেই কাজের সন্ধানে, পড়াশোনার খাতিরে পরিবার থেকে দূরে থাকা মানুষটিরও শেকড়ের সন্ধানে বাড়ি ছুটে যাওয়ার প্রয়াস। প্রিয় মানুষগুলোকে এক নজর দেখার আকুলতা। আবার কর্মস্থলে ফেরা। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে কোভিড ভয়ংকর রূপ ধারণ করেছে। চলছে মৃত্যুর মিছিল। আমাদের দেশও লকডাউনের শেকলে বন্দি। গণপরিবহনগুলো সীমিত আকারে চলার নির্দেশ দিয়েছে সরকার। কিন্তু বেশিরভাগ মানুষই সে নির্দেশ মানছে না।

মানুষের এই অসংযত আচরণের ফলে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে দেশজুড়ে। উৎসবের আনন্দ পরিণত হতে পারে শোকের মাতমে। এ ব্যাপারে মানুষকে সতর্ক থাকতে হবে।

ফারজানা অনন্যা