‘জ্যৈষ্ঠ মাস’ হোক মধুময়

জৈষ্ঠ্যমাস সমাগত, আর তাই গাছে গাছে পাকতে শুরু করেছে আম, জাম, কাঁঠাল, লিচু। বাজারেও আসতে শুরু করেছে এসব ফল। বছরের অন্যান্য যে কোন সময় হতে এ সময়ে বাজারে আসা ফলের পরিমাণ অনেক বেশি। সকলেই স্বাদ নিতে মুখিয়ে থাকেন এসব মৌসুমি ফলের। আর তাই এসব ফলের চাহিদাও থাকে তুঙ্গে। কিছু অসাধু লোক ব্যবসায়ী সেজে এ চাহিদাকে অতি মুনাফার হাতিয়ার বংানান। বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে দ্রুত ফল পাকানোর চেষ্টা করেন। আর এই বিষাক্ত রাসায়নিকযুক্ত ফল খেয়ে মানবদেহে বাসা বাঁধছে অন্ধত্ব, বন্ধ্যাত্ব, ক্যান্সারসহ নানা জটিল রোগ। তাই এই অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য রুখতে প্রশাসনিক নজরদারি জরুরি। তেমনি ফল কেনা এবং খাওয়ার ব্যপারে আমাদের সচেতন হতে হবে। যে ফলে মাছি বসে না সে ফল কেনা যাবে না।

মইনুল হক খান

বুধবার, ১৯ মে ২০২১ , ৫ জ্যৈষ্ঠ ১৪২৮ ৬ শাওয়াল ১৪৪২

‘জ্যৈষ্ঠ মাস’ হোক মধুময়

image

জৈষ্ঠ্যমাস সমাগত, আর তাই গাছে গাছে পাকতে শুরু করেছে আম, জাম, কাঁঠাল, লিচু। বাজারেও আসতে শুরু করেছে এসব ফল। বছরের অন্যান্য যে কোন সময় হতে এ সময়ে বাজারে আসা ফলের পরিমাণ অনেক বেশি। সকলেই স্বাদ নিতে মুখিয়ে থাকেন এসব মৌসুমি ফলের। আর তাই এসব ফলের চাহিদাও থাকে তুঙ্গে। কিছু অসাধু লোক ব্যবসায়ী সেজে এ চাহিদাকে অতি মুনাফার হাতিয়ার বংানান। বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে দ্রুত ফল পাকানোর চেষ্টা করেন। আর এই বিষাক্ত রাসায়নিকযুক্ত ফল খেয়ে মানবদেহে বাসা বাঁধছে অন্ধত্ব, বন্ধ্যাত্ব, ক্যান্সারসহ নানা জটিল রোগ। তাই এই অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য রুখতে প্রশাসনিক নজরদারি জরুরি। তেমনি ফল কেনা এবং খাওয়ার ব্যপারে আমাদের সচেতন হতে হবে। যে ফলে মাছি বসে না সে ফল কেনা যাবে না।

মইনুল হক খান