দেশে করোনায় একদিনে আরও ৩৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ২৮৪ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৫৭ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ লাখ ৮৫ হাজার ১৯৪ জনে। আগের দিন করোনা সংক্রমণ নিয়ে মারা গিয়েছিলেন ৩৭ জন, নতুন আক্রান্ত ছিল ১ হাজার ৬০৮ জন। সে হিসাবে আগের দিনের তুলনায় মৃত্যু ও সংক্রমণ কমেছে। একই সময়ের ব্যবধানে অবশ্য কমেছে করোনার নমুনা পরীক্ষাও। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৩৭৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৭ হাজার ৫১০ জন।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৪৮২টি পরীক্ষাগারে ১৯ হাজার ৪২৫টি নমুনা সংগ্রহ করা হয়। আগের নমুনাসহ এদিন মোট পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৪৩৭টি নমুনা। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২০ হাজার ৪২৮টি। এ নিয়ে দেশে মোট ৫৭ লাখ ৭৪ হাজার ৮৮৩টি নমুনা পরীক্ষা হলো। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৭ দশমিক ৫০ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ২৬ জন পুরুষ এবং নারী ১০ জন। এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেছেন ৮ হাজার ৮৮৪ জন এবং নারী ৩ হাজার ৪০০ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় মৃত ৩৬ জনের মধ্যে ৬০ ঊর্ধ্ব ১৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন, ৩১ থেকে ৪০ বছরের ১ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২ জন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগের ১২ জন, চট্টগ্রামের ১৪ জন, খুলনার ২ জন, বরিশালের ১ জন, সিলেটের ৩ জন এবং ময়মনসিংহের ১ জন। ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ২৫ জন, বেসরকারি হাসপাতালে ১০ জন এবং বাসায় ১ জন। দেশে এ পর্যন্ত মৃত ১২ হাজার ২৪৮ জনের মধ্যে ৮ হাজার ৮৮৪ জন পুরুষ এবং ৩ হাজার ৪০০ জন নারী।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৫৫২ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩৮১ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ১ লাখ ২৯ হাজার ৭২৬ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ১১ হাজার ৯৩৯ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৭ হাজার ৭৮৭ জন।

শুক্রবার, ২১ মে ২০২১ , ৭ জ্যৈষ্ঠ ১৪২৮ ৮ শাওয়াল ১৪৪২

দেশে করোনায় একদিনে আরও ৩৬ জনের মৃত্যু

নিজস্ব বার্তা পরিবেশক

image

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ২৮৪ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৫৭ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ লাখ ৮৫ হাজার ১৯৪ জনে। আগের দিন করোনা সংক্রমণ নিয়ে মারা গিয়েছিলেন ৩৭ জন, নতুন আক্রান্ত ছিল ১ হাজার ৬০৮ জন। সে হিসাবে আগের দিনের তুলনায় মৃত্যু ও সংক্রমণ কমেছে। একই সময়ের ব্যবধানে অবশ্য কমেছে করোনার নমুনা পরীক্ষাও। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৩৭৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৭ হাজার ৫১০ জন।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৪৮২টি পরীক্ষাগারে ১৯ হাজার ৪২৫টি নমুনা সংগ্রহ করা হয়। আগের নমুনাসহ এদিন মোট পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৪৩৭টি নমুনা। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২০ হাজার ৪২৮টি। এ নিয়ে দেশে মোট ৫৭ লাখ ৭৪ হাজার ৮৮৩টি নমুনা পরীক্ষা হলো। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৭ দশমিক ৫০ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ২৬ জন পুরুষ এবং নারী ১০ জন। এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেছেন ৮ হাজার ৮৮৪ জন এবং নারী ৩ হাজার ৪০০ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় মৃত ৩৬ জনের মধ্যে ৬০ ঊর্ধ্ব ১৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন, ৩১ থেকে ৪০ বছরের ১ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২ জন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগের ১২ জন, চট্টগ্রামের ১৪ জন, খুলনার ২ জন, বরিশালের ১ জন, সিলেটের ৩ জন এবং ময়মনসিংহের ১ জন। ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ২৫ জন, বেসরকারি হাসপাতালে ১০ জন এবং বাসায় ১ জন। দেশে এ পর্যন্ত মৃত ১২ হাজার ২৪৮ জনের মধ্যে ৮ হাজার ৮৮৪ জন পুরুষ এবং ৩ হাজার ৪০০ জন নারী।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৫৫২ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩৮১ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ১ লাখ ২৯ হাজার ৭২৬ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ১১ হাজার ৯৩৯ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৭ হাজার ৭৮৭ জন।