জমি নিয়ে বিবাদ ময়মনসিংহে প্রতিপক্ষের হামলায় আহত ৫

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ এলাকার ফুলিয়ামারী ব্যাপারীপাড়ায় প্রতিপক্ষের হামলায় এক পরিবারের ৫ নারী পুরুষ আহত হয়েছেন। আহতরা বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহতরা হলেন আতিক মিয়া, শিপন মিয়া, ছমিরুন আক্তার, হানিফ ব্যাপারী ও শফিকুল ইসলাম। পরে আহত শফিকুল ইসলাম হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এ ব্যাপারে কোতোয়ালি থানায় হামলায় আহত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিয়েছেন। শফিকুল ইসলাম জানান, আসামিদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ আছে। এর আগেও এ বিষয়ে থানা পুলিশ এবং এলাকাবাসী নিয়ে দেন দরবার হয়েছে। কিন্তু প্রতিপক্ষের এসব দেন দরবারের তোয়াক্কা না করে সব সময় তাদের হুমকি দিয়ে আসছিল। এ বিষয়ে ১৭ মে তারা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরিও করেন। ডায়েরি করার পরদিন ১৮ মে মঙ্গলবার সকাল ১০টার দিকে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ লোকজন নিয়ে তাদের ওপর হামলা চালায়।

শফিকুল ইসলাম জানান, আলী হোসেন (৫৫), রাসেল মিয়া (২৩), সোহেল মিয়া (২১), আলী আকবর (৫০), জুয়েল মিয়া (২০), ফজলুল হক (৪৫), নূর ইসলাম (২০), হীরা মিয়া (২১) অজ্ঞাত আরও ৩-৪ জন এ হামলায় অংশ নেয়। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। কোতোয়ালি থানা ওসি ফিরোজ তালুকদার বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বেলাবতে সন্ত্রাসী হামলার

পরও মামলা নেয়নি

পুলিশ : আতঙ্কে পরিবার

প্রতিনিধি, বেলাব (নরসিংদী)

নরসিংদীর বেলাব উপজেলার পাটুলী পূর্বপাড়া গ্রামে এক নিরীহ পরিবারের ওপর একের পর এক হামলা, প্রাণনাশের হুমকি ও বাগানের কলা কেটে নেয়ার ঘটনায় আতঙ্কিত ওই পরিবারের সদস্যরা।

থানা মামলা না নেয়ায় প্রতিপক্ষরা আরও বেপরোয়া হয়ে উঠছে। জানা যায়, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী সুনীল বর্মনের ছেলে স্বপন বর্মণ (৩২) সন্ত্রাসীদের সহযোগিতায় যোগেন্দ্র বর্মণের ছেলে নিতাই বর্মণের ওপর গত ২ এপ্রিল হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা নিতাইয়ের ছেলে জয় এবং তার স্ত্রী আহত হয়। খবর পেয়ে এসআই মাহফুজ ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পান। নিতাই বর্মণকে চিকিৎসাধীন রেখে একাধিক বৈঠকে বিষয়টি সুরাহার চেষ্টা করলেও প্রতিপক্ষ প্রভাবশালীদের ছত্র ছায়ায় থাকায় সালিশ অগ্রাহ্য করে।

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে এলে প্রতিপক্ষ বেপরোয়া হয়ে উঠে এবং তাকে বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি দেয়। নিতাই বলেন,থানায় মামলা করতে গেলে পাত্তাই দিচ্ছেনা পুলিশ। এ ব্যাপারে থানার এসআই মাহফুজ জানান, এ মামলা প্রক্রিয়াধীন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব।

শনিবার, ২২ মে ২০২১ , ৮ জ্যৈষ্ঠ ১৪২৮ ৯ শাওয়াল ১৪৪২

জমি নিয়ে বিবাদ ময়মনসিংহে প্রতিপক্ষের হামলায় আহত ৫

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ এলাকার ফুলিয়ামারী ব্যাপারীপাড়ায় প্রতিপক্ষের হামলায় এক পরিবারের ৫ নারী পুরুষ আহত হয়েছেন। আহতরা বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহতরা হলেন আতিক মিয়া, শিপন মিয়া, ছমিরুন আক্তার, হানিফ ব্যাপারী ও শফিকুল ইসলাম। পরে আহত শফিকুল ইসলাম হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এ ব্যাপারে কোতোয়ালি থানায় হামলায় আহত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিয়েছেন। শফিকুল ইসলাম জানান, আসামিদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ আছে। এর আগেও এ বিষয়ে থানা পুলিশ এবং এলাকাবাসী নিয়ে দেন দরবার হয়েছে। কিন্তু প্রতিপক্ষের এসব দেন দরবারের তোয়াক্কা না করে সব সময় তাদের হুমকি দিয়ে আসছিল। এ বিষয়ে ১৭ মে তারা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরিও করেন। ডায়েরি করার পরদিন ১৮ মে মঙ্গলবার সকাল ১০টার দিকে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ লোকজন নিয়ে তাদের ওপর হামলা চালায়।

শফিকুল ইসলাম জানান, আলী হোসেন (৫৫), রাসেল মিয়া (২৩), সোহেল মিয়া (২১), আলী আকবর (৫০), জুয়েল মিয়া (২০), ফজলুল হক (৪৫), নূর ইসলাম (২০), হীরা মিয়া (২১) অজ্ঞাত আরও ৩-৪ জন এ হামলায় অংশ নেয়। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। কোতোয়ালি থানা ওসি ফিরোজ তালুকদার বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বেলাবতে সন্ত্রাসী হামলার

পরও মামলা নেয়নি

পুলিশ : আতঙ্কে পরিবার

প্রতিনিধি, বেলাব (নরসিংদী)

নরসিংদীর বেলাব উপজেলার পাটুলী পূর্বপাড়া গ্রামে এক নিরীহ পরিবারের ওপর একের পর এক হামলা, প্রাণনাশের হুমকি ও বাগানের কলা কেটে নেয়ার ঘটনায় আতঙ্কিত ওই পরিবারের সদস্যরা।

থানা মামলা না নেয়ায় প্রতিপক্ষরা আরও বেপরোয়া হয়ে উঠছে। জানা যায়, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী সুনীল বর্মনের ছেলে স্বপন বর্মণ (৩২) সন্ত্রাসীদের সহযোগিতায় যোগেন্দ্র বর্মণের ছেলে নিতাই বর্মণের ওপর গত ২ এপ্রিল হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা নিতাইয়ের ছেলে জয় এবং তার স্ত্রী আহত হয়। খবর পেয়ে এসআই মাহফুজ ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পান। নিতাই বর্মণকে চিকিৎসাধীন রেখে একাধিক বৈঠকে বিষয়টি সুরাহার চেষ্টা করলেও প্রতিপক্ষ প্রভাবশালীদের ছত্র ছায়ায় থাকায় সালিশ অগ্রাহ্য করে।

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে এলে প্রতিপক্ষ বেপরোয়া হয়ে উঠে এবং তাকে বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি দেয়। নিতাই বলেন,থানায় মামলা করতে গেলে পাত্তাই দিচ্ছেনা পুলিশ। এ ব্যাপারে থানার এসআই মাহফুজ জানান, এ মামলা প্রক্রিয়াধীন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব।