দুই বছর পর উপস্থাপনায় আনজাম মাসুদ

ঈদের একটি অনুষ্ঠানের উপস্থাপনার মধ্যদিয়ে দুই বছর পর উপস্থাপনায় ফিরেছেন জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদ। আনজাম মাসুদ বিটিভিতে ‘পরিবর্তন’ নামের একটি ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনা করেছেন সর্বশেষ। এরপর নতুন পরিকল্পনা নিয়ে ফেরার প্রস্তুতি নেয়ার সময়েই করোনাকাল শুরু হয়। তাই নতুন উদ্যোগ বাস্তবায়নে বিলম্ব হয় তার। তবে সেই বিরতি ভেঙে উপস্থাপনায় ফিরলেন আনজাম মাসুদ। অনুষ্ঠানের নাম ‘আমি কথা বলতে চাই’। এটি মূলত একটি প্রতিযোগিতামূলক টক শো। অনুষ্ঠানে ১৫ জন উপস্থাপকের পাশাপাশি চারটি নাটিকায় ৯ জন অভিনয়শিল্পীও অংশগ্রহণ করেছেন। এটি এটিএন বাংলার ঈদ আয়োজনে আজ (২২ মে) রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে। উপস্থাপনার পাশাপাশি অনুষ্ঠানটি পরিকল্পনা, গ্রন্থনা এবং নির্দেশনাও দিয়েছেন আনজাম মাসুদ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দীর্ঘদিন পর পর্দায় ফিরলাম। আগেই ভাবনায় ছিল ভিন্ন আঙ্গিকে কিছু নিয়ে ফিরব। আমি কথা বলতে চাই অনুষ্ঠানটি সত্যিকার অর্থেই ভিন্নধর্মী। আমার মনে হয় এতজন উপস্থাপক নিয়ে এর আগে কেউ এ ধরনের অনুষ্ঠান করেনি। একই নামে অনুষ্ঠানটি নিয়মিত করার ইচ্ছে আছে। তবে সেগমেন্টে আরও অনেক পরিবর্তন আসবে। সে লক্ষ্যেই কাজ করছি এখন। আশা করছি দর্শকরা অনুষ্ঠানটি উপভোগ করবেন।’

শনিবার, ২২ মে ২০২১ , ৮ জ্যৈষ্ঠ ১৪২৮ ৯ শাওয়াল ১৪৪২

দুই বছর পর উপস্থাপনায় আনজাম মাসুদ

বিনোদন প্রতিবেদক |

image

ঈদের একটি অনুষ্ঠানের উপস্থাপনার মধ্যদিয়ে দুই বছর পর উপস্থাপনায় ফিরেছেন জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদ। আনজাম মাসুদ বিটিভিতে ‘পরিবর্তন’ নামের একটি ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনা করেছেন সর্বশেষ। এরপর নতুন পরিকল্পনা নিয়ে ফেরার প্রস্তুতি নেয়ার সময়েই করোনাকাল শুরু হয়। তাই নতুন উদ্যোগ বাস্তবায়নে বিলম্ব হয় তার। তবে সেই বিরতি ভেঙে উপস্থাপনায় ফিরলেন আনজাম মাসুদ। অনুষ্ঠানের নাম ‘আমি কথা বলতে চাই’। এটি মূলত একটি প্রতিযোগিতামূলক টক শো। অনুষ্ঠানে ১৫ জন উপস্থাপকের পাশাপাশি চারটি নাটিকায় ৯ জন অভিনয়শিল্পীও অংশগ্রহণ করেছেন। এটি এটিএন বাংলার ঈদ আয়োজনে আজ (২২ মে) রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে। উপস্থাপনার পাশাপাশি অনুষ্ঠানটি পরিকল্পনা, গ্রন্থনা এবং নির্দেশনাও দিয়েছেন আনজাম মাসুদ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দীর্ঘদিন পর পর্দায় ফিরলাম। আগেই ভাবনায় ছিল ভিন্ন আঙ্গিকে কিছু নিয়ে ফিরব। আমি কথা বলতে চাই অনুষ্ঠানটি সত্যিকার অর্থেই ভিন্নধর্মী। আমার মনে হয় এতজন উপস্থাপক নিয়ে এর আগে কেউ এ ধরনের অনুষ্ঠান করেনি। একই নামে অনুষ্ঠানটি নিয়মিত করার ইচ্ছে আছে। তবে সেগমেন্টে আরও অনেক পরিবর্তন আসবে। সে লক্ষ্যেই কাজ করছি এখন। আশা করছি দর্শকরা অনুষ্ঠানটি উপভোগ করবেন।’