দেশে করোনা পরিস্থিতি

মৃত্যু কমেছে বেড়েছে সংক্রমণ

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ২৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সংক্রমণ শনাক্ত হয়েছে ১ হাজার ৫৪০ জনের শরীরে। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ ৭ লাখ ৮৬ হাজার পেড়িয়ে গেল। করোনায় মৃত্যু ছাড়িয়েছে ১২ হাজার তিনশ’ জন। আগের দিন করোনা সংক্রমণ নিয়ে মারা গিয়েছিলেন ৩৬ জন, নতুন করে আক্রান্ত হয়েছিল ১ হাজার ৪৫৭ জন। সে হিসাবে আগের দিনের তুলনায় মৃত্যু ও সংক্রমণ কমেছে। একই সময়ের ব্যবধানে নমুনা পরীক্ষা কমলেও নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার এদিন বেড়েছে।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৫২৯ জন। দেশে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ২৯ হাজার ৩৯ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ৩৯৯টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ২৯৪টি। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৯ হাজার ৪৩৭টি। মোট ৫৭ লাখ ৯৩ হাজার ১৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪২ লাখ ৩৮ হাজার ৭২২টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৫ লাখ ৫৪ হাজার ৪৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার আগের দিন ছিল ৭ দশমিক ৫০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় এই হার বেড়ে হয়েছে ৮ দশমিক ২২ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৭ শতাংশ এবং মৃত্যুহার এক দশমিক ৫৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১৯ জন পুরুষ এবং নারী ৭ জন। মোট পুরুষ মারা গেছেন ৮ হাজার ৯০৩ জন এবং নারী মারা গেছেন ৩ হাজার ৪০৭ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৬ জনের মধ্যে ৬০ ঊর্ধ্ব ১৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের একজন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগের ৩ জন, চট্টগ্রাম বিভাগের ৬ জন, রাজশাহী বিভাগের ৪ জন, খুলনা বিভাগের ১০ জন এবং সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের একজন করে রয়েছেন।

২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ২৩ জন এবং বেসরকারি হাসপাতালে ৩ জন। এ পর্যন্ত মৃত ১২ হাজার ৩১০ জনের মধ্যে ৮ হাজার ৯০৩ জন পুরুষ এবং ৩ হাজার ৪০৭ জন নারী। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৪৩৪ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫৬২ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ ৩০ হাজার ১৬০ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন এক লাখ ১২ হাজার ৫০১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৭ হাজার ৬৫৯ জন।

শনিবার, ২২ মে ২০২১ , ৮ জ্যৈষ্ঠ ১৪২৮ ৯ শাওয়াল ১৪৪২

দেশে করোনা পরিস্থিতি

মৃত্যু কমেছে বেড়েছে সংক্রমণ

নিজস্ব বার্তা পরিবেশক

image

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ২৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সংক্রমণ শনাক্ত হয়েছে ১ হাজার ৫৪০ জনের শরীরে। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ ৭ লাখ ৮৬ হাজার পেড়িয়ে গেল। করোনায় মৃত্যু ছাড়িয়েছে ১২ হাজার তিনশ’ জন। আগের দিন করোনা সংক্রমণ নিয়ে মারা গিয়েছিলেন ৩৬ জন, নতুন করে আক্রান্ত হয়েছিল ১ হাজার ৪৫৭ জন। সে হিসাবে আগের দিনের তুলনায় মৃত্যু ও সংক্রমণ কমেছে। একই সময়ের ব্যবধানে নমুনা পরীক্ষা কমলেও নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার এদিন বেড়েছে।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৫২৯ জন। দেশে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ২৯ হাজার ৩৯ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ৩৯৯টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ২৯৪টি। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৯ হাজার ৪৩৭টি। মোট ৫৭ লাখ ৯৩ হাজার ১৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪২ লাখ ৩৮ হাজার ৭২২টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৫ লাখ ৫৪ হাজার ৪৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার আগের দিন ছিল ৭ দশমিক ৫০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় এই হার বেড়ে হয়েছে ৮ দশমিক ২২ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৭ শতাংশ এবং মৃত্যুহার এক দশমিক ৫৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১৯ জন পুরুষ এবং নারী ৭ জন। মোট পুরুষ মারা গেছেন ৮ হাজার ৯০৩ জন এবং নারী মারা গেছেন ৩ হাজার ৪০৭ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৬ জনের মধ্যে ৬০ ঊর্ধ্ব ১৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের একজন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগের ৩ জন, চট্টগ্রাম বিভাগের ৬ জন, রাজশাহী বিভাগের ৪ জন, খুলনা বিভাগের ১০ জন এবং সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের একজন করে রয়েছেন।

২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ২৩ জন এবং বেসরকারি হাসপাতালে ৩ জন। এ পর্যন্ত মৃত ১২ হাজার ৩১০ জনের মধ্যে ৮ হাজার ৯০৩ জন পুরুষ এবং ৩ হাজার ৪০৭ জন নারী। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৪৩৪ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫৬২ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ ৩০ হাজার ১৬০ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন এক লাখ ১২ হাজার ৫০১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৭ হাজার ৬৫৯ জন।