তৃণমূল নেতা শোভন দেবের ইস্তফা, মমতা প্রার্থী হচ্ছেন

ভবানীপুর আসনে বিধায়ক পদে ইস্তফা দিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। আর সেইসঙ্গে স্পষ্ট হয়ে গেল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পুরনো কেন্দ্র ভবানীপুর আসনের উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হওয়ার বিষয়টি। এ বছর শোভনদেব ভবানীপুর বিধানসভা আসন থেকে তৃণমূলের টিকিটে প্রার্থী হন। তিনি বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষকে বিপুল ভোটে পরাজিত করেন। তৃণমূল সূত্রের খবর, দলের সভানেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর আসন থেকে লড়তে পারেন। অন্যদিকে, নিজের ইচ্ছা ও দলের নির্দেশেই ইস্তফা দিয়েছেন বলে জানিয়েছেন শোভনদেব।

এবারের নির্বাচনে তৃণমূল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় ফিরেছে। যদিও নন্দীগ্রামের হাইভোল্টেজ লড়াই বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে হারতে হয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

গত ৫ মার্চ তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা কিন্তু নিয়ম অনুযায়ী, মুখ্যমন্ত্রী পদে থাকতে হলে তাকে ছয় মাসের মধ্যে বিধানসভায় নির্বাচিত হতে হবে। শোভনদেব বিধায়ক পদে ইস্তফা দেয়ায় ভবানীপুর আসনে উপনির্বাচন হবে। শোভনদেবের ইস্তফায় মমতার পুরানো কেন্দ্রে ফেরার পথই প্রশস্ত হলো। বিধায়ক পদে ইস্তফার পর শোভনদেব চট্টোপাধ্যয় বলেছেন, এই মুহূর্তে রাজ্যের প্রয়োজন বাংলার মেয়ে মমতা বন্দ্যোয়াপাধ্যাকে। তিনি যাতে ভবানীপুর আসন থেকে লড়াই করতে পারেন, সেজন্য তিনি বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন। তৃণমূল সূত্রে খবর, মমতা ভবানীপুর আসনেই প্রার্থী হবেন।

অন্যদিকে শোভনদেবের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়। তিনি এবার রাজ্যের কৃষিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। নিয়ম অনুযায়ী, বিধায়ক না থাকলেও আগামী ছয় মাস তার মন্ত্রী পদে থাকার ক্ষেত্রে কোন বাধা নেই। এরমধ্যে অন্য কোন আসন থেকে জিতে এলেই হবে। কিন্তু জল্পনা শুরু হয়, তৃণমূল তাকে কৃষিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রাজ্যসভায় পাঠাতে পারে। রাজ্যসভায় তৃণমূলের দুটি আসন ফাঁকা রয়েছে।

কিন্তু পদত্যাগের পর শোভনদেব জানিয়েছেন, রাজ্যসভায় যেতে তিনি আগ্রহী নন। রাজ্য রাজনীতিতে থাকতেই তিনি আগ্রহী। তবে দল এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

এরইমধ্যে তৃণমূল সূত্রে খবর, শোভনদেব খড়দা আসনের উপনির্বাচনে প্রার্থী হতে পারেন। এই আসনে তৃণমূল জয়ী হয়েছে। কিন্তু ভোটের ফল প্রকাশের আগেই করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন বিজয়ী তৃণমূল প্রার্থী কাজল সিনহা। শোনা যাচ্ছিল, এই আসনে উপনির্বাচনে প্রার্থী হতে পারেন অর্থমন্ত্রী অমিত মিত্র। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি ভোটের লড়াইয়ের ব্যাপারে আগ্রহী নন বলে খবর। এই অবস্থায় শোভনদেব এই আসন থেকে প্রার্থী হতে পারেন বলে তৃণমূল সূত্রে খবর। এ ব্যাপারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভনদেবের কথা হয়েছে বলেও সূত্রের খবর। এই সূত্রের খবর অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় তার পুরনো কেন্দ্রে ভবানীপুর থেকে ও শোভনদেব খড়দা থেকে উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন।

ফিরহাদ, সুব্রত, শোভন, মদনকে গৃহবন্দীর নির্দেশ হাইকোর্টের

গতকাল জামিনে ছাড়া পেলেন না চারজন মন্ত্রী বিধায়ক। তবে নারদ মামলায় জেল হেফাজত থেকে মুক্ত করে ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জী, শোভন দেব চট্টোপাদ্যায় ও মদন মিত্রকে গৃহবন্দী রাকার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই চার নেতার শারিরীক অবস্থার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে চার নেতার অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন নিয়ে দুই বিচারপতির মধ্যে বেশ মতভেদ তৈরি হয়। প্রথমে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করলেও ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেস বিন্দাল তার বিরোধিতা করেন। তবে শুনানি শেষে বেঞ্চের দুই বিচারপতি ১০ মিনিটের সময় বিরতি নেন। এই বিরতির মধ্যে দুই বিচারপতি এ নিয়ে আলোচনা করে নিজেদের মধ্যে মতভেদ মিটিয়ে নেয়ার চেষ্টা করছেন। ১০ মিনিট পর রায় ঘোষণা করেন যৌথ বিচারক। রায়ে তারা চার মন্ত্রী মেয়র বিধায়ককে জেল হেফাজত থেকে মুক্তি দিয়ে গৃহবন্দী রাখার নির্দেশ দেন। তবে আদালত তাদের অর্ন্তবর্তীজামিন মঞ্জুর করেনি।

যদিও সিবিআই জেল হেফাজতেই রাখতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছে। কিন্তু চার নেতার শারিরীক অবস্থা ভালো নেই। শোভন চট্টোপাধ্যায়ের লিভার সিরোসিস ধরা পড়েছে। সুব্রত মুখোপাধ্যায়ের ভোকাল কডে সমস্যা দেখা দিয়েছে। সে কারণেই তাদের গৃহবন্দী রাখার নির্দেশ দেয়া হয়।

শনিবার, ২২ মে ২০২১ , ৮ জ্যৈষ্ঠ ১৪২৮ ৯ শাওয়াল ১৪৪২

ভবানীপুরের বিধায়ক থেকে

তৃণমূল নেতা শোভন দেবের ইস্তফা, মমতা প্রার্থী হচ্ছেন

দীপক মুখার্জী, কলকাতা

ভবানীপুর আসনে বিধায়ক পদে ইস্তফা দিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। আর সেইসঙ্গে স্পষ্ট হয়ে গেল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পুরনো কেন্দ্র ভবানীপুর আসনের উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হওয়ার বিষয়টি। এ বছর শোভনদেব ভবানীপুর বিধানসভা আসন থেকে তৃণমূলের টিকিটে প্রার্থী হন। তিনি বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষকে বিপুল ভোটে পরাজিত করেন। তৃণমূল সূত্রের খবর, দলের সভানেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর আসন থেকে লড়তে পারেন। অন্যদিকে, নিজের ইচ্ছা ও দলের নির্দেশেই ইস্তফা দিয়েছেন বলে জানিয়েছেন শোভনদেব।

এবারের নির্বাচনে তৃণমূল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় ফিরেছে। যদিও নন্দীগ্রামের হাইভোল্টেজ লড়াই বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে হারতে হয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

গত ৫ মার্চ তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা কিন্তু নিয়ম অনুযায়ী, মুখ্যমন্ত্রী পদে থাকতে হলে তাকে ছয় মাসের মধ্যে বিধানসভায় নির্বাচিত হতে হবে। শোভনদেব বিধায়ক পদে ইস্তফা দেয়ায় ভবানীপুর আসনে উপনির্বাচন হবে। শোভনদেবের ইস্তফায় মমতার পুরানো কেন্দ্রে ফেরার পথই প্রশস্ত হলো। বিধায়ক পদে ইস্তফার পর শোভনদেব চট্টোপাধ্যয় বলেছেন, এই মুহূর্তে রাজ্যের প্রয়োজন বাংলার মেয়ে মমতা বন্দ্যোয়াপাধ্যাকে। তিনি যাতে ভবানীপুর আসন থেকে লড়াই করতে পারেন, সেজন্য তিনি বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন। তৃণমূল সূত্রে খবর, মমতা ভবানীপুর আসনেই প্রার্থী হবেন।

অন্যদিকে শোভনদেবের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়। তিনি এবার রাজ্যের কৃষিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। নিয়ম অনুযায়ী, বিধায়ক না থাকলেও আগামী ছয় মাস তার মন্ত্রী পদে থাকার ক্ষেত্রে কোন বাধা নেই। এরমধ্যে অন্য কোন আসন থেকে জিতে এলেই হবে। কিন্তু জল্পনা শুরু হয়, তৃণমূল তাকে কৃষিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রাজ্যসভায় পাঠাতে পারে। রাজ্যসভায় তৃণমূলের দুটি আসন ফাঁকা রয়েছে।

কিন্তু পদত্যাগের পর শোভনদেব জানিয়েছেন, রাজ্যসভায় যেতে তিনি আগ্রহী নন। রাজ্য রাজনীতিতে থাকতেই তিনি আগ্রহী। তবে দল এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

এরইমধ্যে তৃণমূল সূত্রে খবর, শোভনদেব খড়দা আসনের উপনির্বাচনে প্রার্থী হতে পারেন। এই আসনে তৃণমূল জয়ী হয়েছে। কিন্তু ভোটের ফল প্রকাশের আগেই করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন বিজয়ী তৃণমূল প্রার্থী কাজল সিনহা। শোনা যাচ্ছিল, এই আসনে উপনির্বাচনে প্রার্থী হতে পারেন অর্থমন্ত্রী অমিত মিত্র। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি ভোটের লড়াইয়ের ব্যাপারে আগ্রহী নন বলে খবর। এই অবস্থায় শোভনদেব এই আসন থেকে প্রার্থী হতে পারেন বলে তৃণমূল সূত্রে খবর। এ ব্যাপারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভনদেবের কথা হয়েছে বলেও সূত্রের খবর। এই সূত্রের খবর অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় তার পুরনো কেন্দ্রে ভবানীপুর থেকে ও শোভনদেব খড়দা থেকে উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন।

ফিরহাদ, সুব্রত, শোভন, মদনকে গৃহবন্দীর নির্দেশ হাইকোর্টের

গতকাল জামিনে ছাড়া পেলেন না চারজন মন্ত্রী বিধায়ক। তবে নারদ মামলায় জেল হেফাজত থেকে মুক্ত করে ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জী, শোভন দেব চট্টোপাদ্যায় ও মদন মিত্রকে গৃহবন্দী রাকার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই চার নেতার শারিরীক অবস্থার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে চার নেতার অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন নিয়ে দুই বিচারপতির মধ্যে বেশ মতভেদ তৈরি হয়। প্রথমে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করলেও ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেস বিন্দাল তার বিরোধিতা করেন। তবে শুনানি শেষে বেঞ্চের দুই বিচারপতি ১০ মিনিটের সময় বিরতি নেন। এই বিরতির মধ্যে দুই বিচারপতি এ নিয়ে আলোচনা করে নিজেদের মধ্যে মতভেদ মিটিয়ে নেয়ার চেষ্টা করছেন। ১০ মিনিট পর রায় ঘোষণা করেন যৌথ বিচারক। রায়ে তারা চার মন্ত্রী মেয়র বিধায়ককে জেল হেফাজত থেকে মুক্তি দিয়ে গৃহবন্দী রাখার নির্দেশ দেন। তবে আদালত তাদের অর্ন্তবর্তীজামিন মঞ্জুর করেনি।

যদিও সিবিআই জেল হেফাজতেই রাখতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছে। কিন্তু চার নেতার শারিরীক অবস্থা ভালো নেই। শোভন চট্টোপাধ্যায়ের লিভার সিরোসিস ধরা পড়েছে। সুব্রত মুখোপাধ্যায়ের ভোকাল কডে সমস্যা দেখা দিয়েছে। সে কারণেই তাদের গৃহবন্দী রাখার নির্দেশ দেয়া হয়।