নতুন লোগো আর ফিচার নিয়ে টালিখাতা অ্যাপ

টালিখাতা অ্যাপ তাদের নতুন লোগো উন্মোচন করেছে। পাশাপাশি ব্যবসার হিসাবনিকাশ রাখার দেশীয় এই অ্যাপটিতে বেশকিছু নতুন সুবিধাসহ টালিখাতা ৩.০ রিলিজ করা হয়েছে। এ পর্যন্ত ৩৫ লাখেরও বেশি ডাউনলোড হওয়া অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড বা আপডেট করা যাবে। গত বছরে টালিখাতা ২.০ রিলিজ হওয়ার পর থেকেই ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে অ্যাপটি বেশ জনপ্রিয় হয়ে উঠে।

উল্লেখ্য টালিখাতা অ্যাপ প্রগতি সিস্টেমস লিমিটেডের একটি অন্যতম সেবা। টালিখাতা সম্পর্কে প্রগতি সিস্টেমসের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহাদাত খান বলেন, “আমরা বাংলাদেশের সব ব্যবসায়ীর কাছে আধুনিক ডিজিটাল প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে চাই। সারাদেশে এক কোটির অধিক ছোট ব্যবসায়ী আছেন। আমরা তাদের জন্য টালিখাতা নামে একটি বাংলা বিজনেস অ্যাপ তৈরি করেছি।”

টালিখাতা ৩.০ অ্যাপে নতুন যেসব ফিচার যোগ হয়েছে তা হলো; বাকি আদায়ের জন্য যেকোনো সময় তাগাদা মেসেজ পাঠানো, নতুন কাস্টমার যোগ করলে এসএমএস পাঠানো, কাস্টমার লিস্ট ফিল্টার ইত্যাদি। এছাড়া অটো লগ-আউট ফিচার যোগ করে অ্যাপ-এর ব্যবহার আরও নিরাপদ করা হয়েছে। পাশাপাশি আগের ভার্সনের বেশ কিছু ফিচার সমৃদ্ধ করা হয়েছে।

টালিখাতা অ্যাপটি সম্পূর্ণ বাংলায় তৈরি। সহজ ‘দিলাম-পেলাম’ এন্ট্রির মাধ্যমে ব্যবসায়ীরা নগদ অথবা বাকিতে বেচাকেনা এবং খরচের হিসাব রাখছেন। অ্যাপটিতে অটোমেটিক হিসাব তৈরি হয় এবং আয়-ব্যয়ের রিপোর্ট দেখা যায়। বরাবরের মতোই টালিখাতা অ্যাপ সম্পূর্ণ ফ্রি এবং ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যায়। সংবাদ বিজ্ঞপ্তি।

রবিবার, ২৩ মে ২০২১ , ৯ জ্যৈষ্ঠ ১৪২৮ ১০ শাওয়াল ১৪৪২

নতুন লোগো আর ফিচার নিয়ে টালিখাতা অ্যাপ

image

টালিখাতা অ্যাপ তাদের নতুন লোগো উন্মোচন করেছে। পাশাপাশি ব্যবসার হিসাবনিকাশ রাখার দেশীয় এই অ্যাপটিতে বেশকিছু নতুন সুবিধাসহ টালিখাতা ৩.০ রিলিজ করা হয়েছে। এ পর্যন্ত ৩৫ লাখেরও বেশি ডাউনলোড হওয়া অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড বা আপডেট করা যাবে। গত বছরে টালিখাতা ২.০ রিলিজ হওয়ার পর থেকেই ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে অ্যাপটি বেশ জনপ্রিয় হয়ে উঠে।

উল্লেখ্য টালিখাতা অ্যাপ প্রগতি সিস্টেমস লিমিটেডের একটি অন্যতম সেবা। টালিখাতা সম্পর্কে প্রগতি সিস্টেমসের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহাদাত খান বলেন, “আমরা বাংলাদেশের সব ব্যবসায়ীর কাছে আধুনিক ডিজিটাল প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে চাই। সারাদেশে এক কোটির অধিক ছোট ব্যবসায়ী আছেন। আমরা তাদের জন্য টালিখাতা নামে একটি বাংলা বিজনেস অ্যাপ তৈরি করেছি।”

টালিখাতা ৩.০ অ্যাপে নতুন যেসব ফিচার যোগ হয়েছে তা হলো; বাকি আদায়ের জন্য যেকোনো সময় তাগাদা মেসেজ পাঠানো, নতুন কাস্টমার যোগ করলে এসএমএস পাঠানো, কাস্টমার লিস্ট ফিল্টার ইত্যাদি। এছাড়া অটো লগ-আউট ফিচার যোগ করে অ্যাপ-এর ব্যবহার আরও নিরাপদ করা হয়েছে। পাশাপাশি আগের ভার্সনের বেশ কিছু ফিচার সমৃদ্ধ করা হয়েছে।

টালিখাতা অ্যাপটি সম্পূর্ণ বাংলায় তৈরি। সহজ ‘দিলাম-পেলাম’ এন্ট্রির মাধ্যমে ব্যবসায়ীরা নগদ অথবা বাকিতে বেচাকেনা এবং খরচের হিসাব রাখছেন। অ্যাপটিতে অটোমেটিক হিসাব তৈরি হয় এবং আয়-ব্যয়ের রিপোর্ট দেখা যায়। বরাবরের মতোই টালিখাতা অ্যাপ সম্পূর্ণ ফ্রি এবং ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যায়। সংবাদ বিজ্ঞপ্তি।