হেফাজতে মৃত্যু মানবাধিকারের চরম লঙ্ঘন মির্জা ফখরুল

বর্তমান সরকারের আমলে কারাগারে থাকা অবস্থায় মৃত্যুর ঘটনা একের পর এক ঘটেই চলেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিরোধী দল ও ভিন্ন মতের মানুষের ক্ষেত্রে এই ঘটনা ঘটছে। এর দায় সরকারকেই নিতে হবে। হেফাজতে মৃত্যুর ঘটনা ভয়ঙ্কর এবং মানবাধিকারের চরম লঙ্ঘন।

গতকাল এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। কারাগারে আটক থাকা অবস্থায় খেলাফত মজলিসের নেতা মাওলানা ইকবাল হোসেনের মৃত্যুতে উদ্বেগ ও শোক প্রকাশ করে দেয়া বিবৃতিতে মির্জা ফখরুল আরও বলেন, আগেও বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি নাসির উদ্দিন আহমেদ পিন্টু, লেখক মোস্তাক আহমেদসহ অসংখ্য ভিন্নমতালম্বী মানুষের কারাগারে আটক থাকা অবস্থায় রহস্যজনকভাবে মৃত্যু ঘটেছে। এ ধরনের ঘটনা ঘটতে থাকলেও সরকারের পক্ষ থেকে বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য কোন তদন্ত বা সন্তোষজনক বক্তব্য নেই। বিবৃতিতে মাওলানা ইকবাল হোসেনের মৃত্যুর বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন তিনি।

আরও খবর
মাছ চাষের মাধ্যমে যুবসমাজকে স্বাবলম্বী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৪৮তম বার্ষিকী আজ
ফুটপাত ব্যবসায়ীদের জন্য বাজেটে সহায়তা বরাদ্দ চাই
‘বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে জ্বালানির সাশ্রয়ী ব্যবহার জরুরি’
ওবায়দুল কাদেরের সঙ্গে অভিমানের অবসান কাদের মির্জার
রোজিনার মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ অব্যাহত
রোজিনার মামলা তদন্তে জব্দ মোবাইল যাচ্ছে ফরেনসিকে
ব্ল্যাক ফাঙ্গাসে বিপাকে পশ্চিমবঙ্গ
গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ
দূরপাল্লার বাস ও লঞ্চ চালুর দাবি মালিক-শ্রমিকদের
করোনায় ৬০ হাজার কোটি টাকার ক্ষতি দাবি হোটেল ব্যবসায়ীদের

রবিবার, ২৩ মে ২০২১ , ৯ জ্যৈষ্ঠ ১৪২৮ ১০ শাওয়াল ১৪৪২

হেফাজতে মৃত্যু মানবাধিকারের চরম লঙ্ঘন মির্জা ফখরুল

নিজস্ব বার্তা পরিবেশক

বর্তমান সরকারের আমলে কারাগারে থাকা অবস্থায় মৃত্যুর ঘটনা একের পর এক ঘটেই চলেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিরোধী দল ও ভিন্ন মতের মানুষের ক্ষেত্রে এই ঘটনা ঘটছে। এর দায় সরকারকেই নিতে হবে। হেফাজতে মৃত্যুর ঘটনা ভয়ঙ্কর এবং মানবাধিকারের চরম লঙ্ঘন।

গতকাল এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। কারাগারে আটক থাকা অবস্থায় খেলাফত মজলিসের নেতা মাওলানা ইকবাল হোসেনের মৃত্যুতে উদ্বেগ ও শোক প্রকাশ করে দেয়া বিবৃতিতে মির্জা ফখরুল আরও বলেন, আগেও বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি নাসির উদ্দিন আহমেদ পিন্টু, লেখক মোস্তাক আহমেদসহ অসংখ্য ভিন্নমতালম্বী মানুষের কারাগারে আটক থাকা অবস্থায় রহস্যজনকভাবে মৃত্যু ঘটেছে। এ ধরনের ঘটনা ঘটতে থাকলেও সরকারের পক্ষ থেকে বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য কোন তদন্ত বা সন্তোষজনক বক্তব্য নেই। বিবৃতিতে মাওলানা ইকবাল হোসেনের মৃত্যুর বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন তিনি।