খুলনায় অসহায় ও দুস্থদের মাঝে নৌবাহিনীর খাদ্যসামগ্রী প্রদান

খুলনার বিভিন্ন এলাকায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে নৌবাহিনী। গতকাল এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া বরগুনা ও পিরোজপুর জেলার বিভিন্ন অঞ্চলেও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে করোনা মোকাবিলায় দেশব্যাপী অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ পরবর্তী নৌবাহিনীর নগদ অর্থ ও মানবিক সহায়তা অব্যাহত রয়েছে। চলমান লকডাউনে দেশের প্রত্যন্ত অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে নৌবাহিনীর সদস্যরা। ঈদ পরবর্তী মানবিক সহায়তার অংশ হিসেবে গতকাল খুলনা জেলায় চালনা, বারণপাড়া, উজবুনিয়া, বটিয়াঘাটসহ বিভিন্ন এলাকায় কর্মহীন ও অভাবী শ্রমিক, রিকশাচালক, ছিন্নমূল মানুষ ও জেলেদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করে। এছাড়া, বরগুনা জেলার নলটুনা, গুটাবাছা, ফুলঝুড়ি, মোকামিয়া, বামনা এবং পিরোজপুর জেলার কাউখালী, শিয়ালকাঠি, বেকুটিয়া এলাকায় ১২০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ১০ দিনের চাল, ডাল, আটা, ছোলা, লবণ ও নগদ অর্থসহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

উল্লেখ্য, করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ শুরুর পর থেকেই মোংলাস্থ কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট এর তত্ত্বাবধানে দেশের সুন্দরবনসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় প্রত্যন্ত এলাকায় মানবিক সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে বরিশাল, বরগুনা, বাগেরহাট, খুলনা ও পিরোজপুর জেলার প্রায় ৭০০০ পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি করোনায় উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় নৌসদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও নৌবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

রবিবার, ২৩ মে ২০২১ , ৯ জ্যৈষ্ঠ ১৪২৮ ১০ শাওয়াল ১৪৪২

খুলনায় অসহায় ও দুস্থদের মাঝে নৌবাহিনীর খাদ্যসামগ্রী প্রদান

নিজস্ব বার্তা পরিবেশক

খুলনার বিভিন্ন এলাকায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে নৌবাহিনী। গতকাল এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া বরগুনা ও পিরোজপুর জেলার বিভিন্ন অঞ্চলেও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে করোনা মোকাবিলায় দেশব্যাপী অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ পরবর্তী নৌবাহিনীর নগদ অর্থ ও মানবিক সহায়তা অব্যাহত রয়েছে। চলমান লকডাউনে দেশের প্রত্যন্ত অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে নৌবাহিনীর সদস্যরা। ঈদ পরবর্তী মানবিক সহায়তার অংশ হিসেবে গতকাল খুলনা জেলায় চালনা, বারণপাড়া, উজবুনিয়া, বটিয়াঘাটসহ বিভিন্ন এলাকায় কর্মহীন ও অভাবী শ্রমিক, রিকশাচালক, ছিন্নমূল মানুষ ও জেলেদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করে। এছাড়া, বরগুনা জেলার নলটুনা, গুটাবাছা, ফুলঝুড়ি, মোকামিয়া, বামনা এবং পিরোজপুর জেলার কাউখালী, শিয়ালকাঠি, বেকুটিয়া এলাকায় ১২০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ১০ দিনের চাল, ডাল, আটা, ছোলা, লবণ ও নগদ অর্থসহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

উল্লেখ্য, করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ শুরুর পর থেকেই মোংলাস্থ কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট এর তত্ত্বাবধানে দেশের সুন্দরবনসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় প্রত্যন্ত এলাকায় মানবিক সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে বরিশাল, বরগুনা, বাগেরহাট, খুলনা ও পিরোজপুর জেলার প্রায় ৭০০০ পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি করোনায় উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় নৌসদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও নৌবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।