আজ থেকে আরটিভিতে হিমু আকরামের ‘শান্তি মলম ১০ টাকা’

আজ থেকে আরটিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘শান্তি মলম ১০টাকা’। হিমু আকরামের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন- সালাহউদ্দিন লাভলু, ডাক্তার এজাজ, সিদ্দিকুর রহমান , আরফান আহমেদ, প্রাণ রায়, মুকিত জাকারিয়া, ফারুক আহমেদ, আমিন আজাদ, উর্মিলা শ্রাবন্তি কর, তানজিকা আমিন, মুনিরা মিঠু, তাহমিনা সুলতানা মৌ, হোসনেয়ারা পুতুল, মাসুদ রানা মিঠু, শফিক খান দিলু প্রমুখ। আজ ২৬ মে থেকে আরটিভিতে প্রতিদিন রাত ৯টা ২০ মিনিটে নাটকটি প্রচার হবে।

সর্বশেষ তার রচিত ও পরিচালিত ‘চম্পাকলি টকিজ’ নাটকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচারিত হয়ে প্রশংসিত হয়েছে।

নাট্য নির্মাতা হিমু আকরাম দীর্ঘ সময় মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন। তিনি দেশটির নাগরিকত্বও পেয়েছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রে বসেই রচনা করেছেন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘শান্তি মলম ১০ টাকা’। হিমু আকরাম এর আগে ‘বিদেশি পাড়া’, ‘কঙ্কাবতীর চিঠি’, ‘নজিরবিহীন নজর আলী’, ‘নূর আলমের ক্যাসেট’, ‘হ্যালো মিস্টার স্যাম’, ‘জলছাপ’, ‘টিপু সুলতানের হাতি’ ইত্যাদি নাটকগুলো উপহার দিয়েছেন। সর্বশেষ তার রচিত ও পরিচালিত নাট ‘চম্পাকলি টকিজ’ আরটিভিতেই প্রচার হয়।

বুধবার, ২৬ মে ২০২১ , ১২ জ্যৈষ্ঠ ১৪২৮ ১৩ শাওয়াল ১৪৪২

আজ থেকে আরটিভিতে হিমু আকরামের ‘শান্তি মলম ১০ টাকা’

বিনোদন প্রতিবেদক |

image

আজ থেকে আরটিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘শান্তি মলম ১০টাকা’। হিমু আকরামের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন- সালাহউদ্দিন লাভলু, ডাক্তার এজাজ, সিদ্দিকুর রহমান , আরফান আহমেদ, প্রাণ রায়, মুকিত জাকারিয়া, ফারুক আহমেদ, আমিন আজাদ, উর্মিলা শ্রাবন্তি কর, তানজিকা আমিন, মুনিরা মিঠু, তাহমিনা সুলতানা মৌ, হোসনেয়ারা পুতুল, মাসুদ রানা মিঠু, শফিক খান দিলু প্রমুখ। আজ ২৬ মে থেকে আরটিভিতে প্রতিদিন রাত ৯টা ২০ মিনিটে নাটকটি প্রচার হবে।

সর্বশেষ তার রচিত ও পরিচালিত ‘চম্পাকলি টকিজ’ নাটকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচারিত হয়ে প্রশংসিত হয়েছে।

নাট্য নির্মাতা হিমু আকরাম দীর্ঘ সময় মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন। তিনি দেশটির নাগরিকত্বও পেয়েছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রে বসেই রচনা করেছেন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘শান্তি মলম ১০ টাকা’। হিমু আকরাম এর আগে ‘বিদেশি পাড়া’, ‘কঙ্কাবতীর চিঠি’, ‘নজিরবিহীন নজর আলী’, ‘নূর আলমের ক্যাসেট’, ‘হ্যালো মিস্টার স্যাম’, ‘জলছাপ’, ‘টিপু সুলতানের হাতি’ ইত্যাদি নাটকগুলো উপহার দিয়েছেন। সর্বশেষ তার রচিত ও পরিচালিত নাট ‘চম্পাকলি টকিজ’ আরটিভিতেই প্রচার হয়।