আজ আসছে অভির কথা-সুরে তিন্নির ‘শত শত রাত’

আজ বেলা ৩টায় একই সঙ্গে দুটি ইউটিউব চ্যানেলে ‘অভিনন্দন’ ও ‘ওয়াই বিটস’এ প্রকাশ পেতে যাচ্ছে সেরাকণ্ঠ’খ্যাত সংগীতশিল্পী কানিজ খাদিজা তিন্নির একক মৌলিক গান ‘শত শত রাত’। গানটি লিখেছেন ও সুর করেছেন সাংবাদিক অভি মঈনুদ্দীন। গানটির সংগীত পরিচালনা করেছেন ইউসুফ আহমেদ খান। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন অভি মঈনুদ্দীন। গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে আছেন আসিফ খান রাজ।

‘শত শত রাত’ প্রকাশ প্রসঙ্গে তিন্নি বলেন, ‘এই গানের সৃষ্টি আমার বাবা কাওছার ইমামের কারণে। তিনিই মূলত অভি ভাইকে আমার জন্য একটি গান করতে বলেছিলেন। যে কারণে পরবর্তীতে অভি ভাইয়ের এই গান লেখা এবং সুর করা। ইউসুফ ভাই ভীষন আন্তরিকতা নিয়ে গানটির সংগীত পরিচালনা করেছেন। সব মিলিয়ে আমার কাছে এই গান বলা যেতে পারে অনেক ভালোবাসা, অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক আকাঙ্খা, অনেক আশা’র গান।’ গানটি প্রসঙ্গে অভি মঈনুদ্দীন বলেন, ‘গান আমি হৃদয়ে লালন করি, গান শুনতে যেমন ভালোবাসি, গান গাইতেও ভালোলাগে আমার। তবে গান লেখা এবং সুর করাও যে হয়ে উঠবে, সেটা কখনোই ভাবনায় ছিল না। এই গানের কথা এবং সুর কীভাবে আমার কাছ থেকে সৃষ্টি হয়েছে তা আমার নিজেরই মাঝে মধ্যে বোধগম্য হয়ে উঠে না। তারপরও আশা রাখি গানটি সবার ভালো লাগবে।’

আসিফ খান রাজ বলেন, ‘শত শত রাত গানটির একটি অংশ হতে পেরেছি, এটাই অনেক বড় প্রাপ্তি। ধন্যবাদ অভি ভাই, ইউসুফ ভাই, তিন্নি’সহ সবাইকে।’

বুধবার, ২৬ মে ২০২১ , ১২ জ্যৈষ্ঠ ১৪২৮ ১৩ শাওয়াল ১৪৪২

আজ আসছে অভির কথা-সুরে তিন্নির ‘শত শত রাত’

বিনোদন প্রতিবেদক |

image

আজ বেলা ৩টায় একই সঙ্গে দুটি ইউটিউব চ্যানেলে ‘অভিনন্দন’ ও ‘ওয়াই বিটস’এ প্রকাশ পেতে যাচ্ছে সেরাকণ্ঠ’খ্যাত সংগীতশিল্পী কানিজ খাদিজা তিন্নির একক মৌলিক গান ‘শত শত রাত’। গানটি লিখেছেন ও সুর করেছেন সাংবাদিক অভি মঈনুদ্দীন। গানটির সংগীত পরিচালনা করেছেন ইউসুফ আহমেদ খান। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন অভি মঈনুদ্দীন। গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে আছেন আসিফ খান রাজ।

‘শত শত রাত’ প্রকাশ প্রসঙ্গে তিন্নি বলেন, ‘এই গানের সৃষ্টি আমার বাবা কাওছার ইমামের কারণে। তিনিই মূলত অভি ভাইকে আমার জন্য একটি গান করতে বলেছিলেন। যে কারণে পরবর্তীতে অভি ভাইয়ের এই গান লেখা এবং সুর করা। ইউসুফ ভাই ভীষন আন্তরিকতা নিয়ে গানটির সংগীত পরিচালনা করেছেন। সব মিলিয়ে আমার কাছে এই গান বলা যেতে পারে অনেক ভালোবাসা, অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক আকাঙ্খা, অনেক আশা’র গান।’ গানটি প্রসঙ্গে অভি মঈনুদ্দীন বলেন, ‘গান আমি হৃদয়ে লালন করি, গান শুনতে যেমন ভালোবাসি, গান গাইতেও ভালোলাগে আমার। তবে গান লেখা এবং সুর করাও যে হয়ে উঠবে, সেটা কখনোই ভাবনায় ছিল না। এই গানের কথা এবং সুর কীভাবে আমার কাছ থেকে সৃষ্টি হয়েছে তা আমার নিজেরই মাঝে মধ্যে বোধগম্য হয়ে উঠে না। তারপরও আশা রাখি গানটি সবার ভালো লাগবে।’

আসিফ খান রাজ বলেন, ‘শত শত রাত গানটির একটি অংশ হতে পেরেছি, এটাই অনেক বড় প্রাপ্তি। ধন্যবাদ অভি ভাই, ইউসুফ ভাই, তিন্নি’সহ সবাইকে।’