মায়ানমার বিমানবন্দর থেকে মার্কিন সাংবাদিক আটক

মায়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ফ্রন্টিয়ার মায়ানমারের এক মার্কিন ব্যবস্থাপনা সম্পাদক ড্যানি ফেন্সটারকে আটক করেছে জান্তা সরকার। সংবাদমাধ্যমটি জানায়, ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ইয়াঙ্গুনের কুখ্যাত ইনসেইন কারাগারে পাঠানো হয়। এএফপি

ফ্রন্টিয়ার মায়ানমার জানিয়েছে, আমরা জানি না কেন ড্যানিকে আটক করা হয়েছে। সকাল থেকে আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। তাকে নিয়ে আমরা উদ্বিগ্ন এবং দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি। আমাদের অগ্রাধিকার হলো তিনি যে নিরাপদ আছেন তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সহযোগিতা করা। মায়ানমারের যুক্তরাষ্ট্র দূতাবাসের মন্তব্য জানতে চাইলে তারা জানায়, গোপনীয়তার বিবেচনায় আমরা বিস্তারিত জানাতে পারছি না। ড্যানি যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটভিত্তিক সাময়িকী মেট্রো ডেট্রয়টেও সাংবাদিক হিসেবে কাজ করেন।

৩৭ বছর বয়সী ড্যানি ফেন্সটার ফ্রন্টিয়ার মায়ানমারে প্রায় এক বছর ধরে কর্মরত আছেন। সংবাদমাধ্যমটির চিফ এডিটর থমাস কিন জানান, পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে ড্যানি বাড়ি যাচ্ছিলেন। ফ্রন্টিয়ার মায়ানমার ইংরেজি ও বার্মিজ দুই ভাষায় সংবাদ প্রকাশ করে। এটি মায়ানমার অন্যতম শীর্ষ স্বতন্ত্র সংবাদ মাধ্যম হিসেবে বেশ পরিচিত। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ড্যানি ফেন্সটারের গ্রেপ্তার সম্পর্কে অবগত আছে এবং বিষয়টির ওপর গভীর নজর রাখছে। এছাড়া মায়ানমারের মানবাধিকার সংগঠনগুলোও মার্কিন এই সাংবাদিকের মুক্তি দাবি করেছে।

উল্লেখ্য, গত কয়েক মাসের মধ্যে ৭০ জনের বেশি সাংবদিককে আটক করেছে মায়ানমারের জান্তা সরকার। এদের মধ্যে ৪৮ জন এখনও কারাগারেই আছেন। এছাড়া বিক্ষোভ ঠেকাতে তথ্য প্রবাহে নিয়ন্ত্রণ, ইন্টারনেট বন্ধ করা এবং পাঁচটি স্থানীয় সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিল করা হয়েছে। শুধু গণমাধ্যমের ওপর নয়, দেশটির সাধারণ মানুষ তথা অভ্যুত্থানবিরোধীদের ওপরও দমন-নিপিড়ন চালাচ্ছে সামরিক সরকার। অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত ৫ হাজার ৪০৮ জনকে আটক করা হয়েছে। এছাড়া ৮ শতাধিক মানুষকে হত্যার অভিযোগ রয়েছে জান্তা সরকারের বিরুদ্ধে। নিহতদের মধ্যে বহু শিশুও রয়েছে।

বুধবার, ২৬ মে ২০২১ , ১২ জ্যৈষ্ঠ ১৪২৮ ১৩ শাওয়াল ১৪৪২

মায়ানমার বিমানবন্দর থেকে মার্কিন সাংবাদিক আটক

মায়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ফ্রন্টিয়ার মায়ানমারের এক মার্কিন ব্যবস্থাপনা সম্পাদক ড্যানি ফেন্সটারকে আটক করেছে জান্তা সরকার। সংবাদমাধ্যমটি জানায়, ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ইয়াঙ্গুনের কুখ্যাত ইনসেইন কারাগারে পাঠানো হয়। এএফপি

ফ্রন্টিয়ার মায়ানমার জানিয়েছে, আমরা জানি না কেন ড্যানিকে আটক করা হয়েছে। সকাল থেকে আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। তাকে নিয়ে আমরা উদ্বিগ্ন এবং দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি। আমাদের অগ্রাধিকার হলো তিনি যে নিরাপদ আছেন তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সহযোগিতা করা। মায়ানমারের যুক্তরাষ্ট্র দূতাবাসের মন্তব্য জানতে চাইলে তারা জানায়, গোপনীয়তার বিবেচনায় আমরা বিস্তারিত জানাতে পারছি না। ড্যানি যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটভিত্তিক সাময়িকী মেট্রো ডেট্রয়টেও সাংবাদিক হিসেবে কাজ করেন।

৩৭ বছর বয়সী ড্যানি ফেন্সটার ফ্রন্টিয়ার মায়ানমারে প্রায় এক বছর ধরে কর্মরত আছেন। সংবাদমাধ্যমটির চিফ এডিটর থমাস কিন জানান, পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে ড্যানি বাড়ি যাচ্ছিলেন। ফ্রন্টিয়ার মায়ানমার ইংরেজি ও বার্মিজ দুই ভাষায় সংবাদ প্রকাশ করে। এটি মায়ানমার অন্যতম শীর্ষ স্বতন্ত্র সংবাদ মাধ্যম হিসেবে বেশ পরিচিত। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ড্যানি ফেন্সটারের গ্রেপ্তার সম্পর্কে অবগত আছে এবং বিষয়টির ওপর গভীর নজর রাখছে। এছাড়া মায়ানমারের মানবাধিকার সংগঠনগুলোও মার্কিন এই সাংবাদিকের মুক্তি দাবি করেছে।

উল্লেখ্য, গত কয়েক মাসের মধ্যে ৭০ জনের বেশি সাংবদিককে আটক করেছে মায়ানমারের জান্তা সরকার। এদের মধ্যে ৪৮ জন এখনও কারাগারেই আছেন। এছাড়া বিক্ষোভ ঠেকাতে তথ্য প্রবাহে নিয়ন্ত্রণ, ইন্টারনেট বন্ধ করা এবং পাঁচটি স্থানীয় সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিল করা হয়েছে। শুধু গণমাধ্যমের ওপর নয়, দেশটির সাধারণ মানুষ তথা অভ্যুত্থানবিরোধীদের ওপরও দমন-নিপিড়ন চালাচ্ছে সামরিক সরকার। অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত ৫ হাজার ৪০৮ জনকে আটক করা হয়েছে। এছাড়া ৮ শতাধিক মানুষকে হত্যার অভিযোগ রয়েছে জান্তা সরকারের বিরুদ্ধে। নিহতদের মধ্যে বহু শিশুও রয়েছে।