সামাজিক যোগাযোগ মাধ্যমে অসামাজিক কাজ

সময়ের বিবর্তনে মানুষের যোগাযোগ, বিনোদন ও তথ্যপ্রাপ্তির প্রাণকেন্দ্র হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এরমধ্যে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে ফেসবুক। সহজলভ্য হওয়ায় সর্বস্তরের মানুষ এ মাধ্যমটি ব্যবহার করতে পারছেন। ব্যক্তিগত ভালো লাগা মন্দ লাগা প্রকাশ করার সুবিধা থেকে শুরু করে কর্মক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, বিনোদন জগত সবকিছুই এখানে হাতের নাগালে।

এসব সুবিধার পাশাপাশি ফেসবুকে নানারকম অসামাজিক কার্যকলাপও লক্ষ্য করা যায়। প্রতারণা, ইভটিজিং থেকে শুরু করে সব ধরনের অপরাধই এ মাধ্যমে সংঘটিত হচ্ছে। বিভিন্ন পত্রিকা কিংবা নিউজ চ্যানেলের মন্তব্যের ঘরে হাজার হাজার অশ্লীল ও হেনস্তামূলক মন্তব্যের ছড়াছড়ি দেখতে পাওয়া যায়। বিকৃত রুচির মন্তব্যকারীদের আক্রমণ থেকে তারকারাও রেহাই পাচ্ছেন না। ধর্ম ও ব্যক্তিগত জীবন নিয়ে নানাভাবে হেনস্তার শিকার হচ্ছেন তারা।

এটি অবশ্যই সামাজিক মাধ্যমগুলোর শিষ্টাচারবহির্ভূত কাজ। যথাযথ ব্যবস্থা না নেয়া হলে এ অসুস্থ মন্তব্যের সংক্রমণ ক্রমান্বয়ে বাড়তেই থাকবে। ডিজিটাল নিরাপত্তার কথা চিন্তা করে প্রশাসনকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে। অপকর্মকারীদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করা এখন সময়ের দাবি।

রহমান দেওয়ান

বুধবার, ২৬ মে ২০২১ , ১২ জ্যৈষ্ঠ ১৪২৮ ১৩ শাওয়াল ১৪৪২

সামাজিক যোগাযোগ মাধ্যমে অসামাজিক কাজ

সময়ের বিবর্তনে মানুষের যোগাযোগ, বিনোদন ও তথ্যপ্রাপ্তির প্রাণকেন্দ্র হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এরমধ্যে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে ফেসবুক। সহজলভ্য হওয়ায় সর্বস্তরের মানুষ এ মাধ্যমটি ব্যবহার করতে পারছেন। ব্যক্তিগত ভালো লাগা মন্দ লাগা প্রকাশ করার সুবিধা থেকে শুরু করে কর্মক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, বিনোদন জগত সবকিছুই এখানে হাতের নাগালে।

এসব সুবিধার পাশাপাশি ফেসবুকে নানারকম অসামাজিক কার্যকলাপও লক্ষ্য করা যায়। প্রতারণা, ইভটিজিং থেকে শুরু করে সব ধরনের অপরাধই এ মাধ্যমে সংঘটিত হচ্ছে। বিভিন্ন পত্রিকা কিংবা নিউজ চ্যানেলের মন্তব্যের ঘরে হাজার হাজার অশ্লীল ও হেনস্তামূলক মন্তব্যের ছড়াছড়ি দেখতে পাওয়া যায়। বিকৃত রুচির মন্তব্যকারীদের আক্রমণ থেকে তারকারাও রেহাই পাচ্ছেন না। ধর্ম ও ব্যক্তিগত জীবন নিয়ে নানাভাবে হেনস্তার শিকার হচ্ছেন তারা।

এটি অবশ্যই সামাজিক মাধ্যমগুলোর শিষ্টাচারবহির্ভূত কাজ। যথাযথ ব্যবস্থা না নেয়া হলে এ অসুস্থ মন্তব্যের সংক্রমণ ক্রমান্বয়ে বাড়তেই থাকবে। ডিজিটাল নিরাপত্তার কথা চিন্তা করে প্রশাসনকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে। অপকর্মকারীদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করা এখন সময়ের দাবি।

রহমান দেওয়ান