করোনা নিয়ে শঙ্কায় দুই জেলার মানুষ

চট্টগ্রামে করোনা

রোগীর নমুনায় ‘আফ্রিকান ধরন’

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) কোভিড-১৯ শনাক্তকরণ ল্যাবে ভারত ফেরত করোনা রোগীর নমুনায় আফ্রিকান ভ্যারিয়েন্ট (ধরন) শনাক্ত হয়েছে। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সহযোগিতায় সিভাসু এ ল্যাব পরিচালনা করে আসছে। সম্প্রতি ওই আক্রান্ত ব্যক্তির নমুনা থেকে নভেল করোনাভাইরাসের পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচন করা হয়। এতে আফ্রিকান ধরনের উপস্থিতি দেখা যায়।

গত মঙ্গলবার সিভাসুর উপ-পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) খলিলুর রহমান এমন তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত ১৫ মে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম থেকে ভারত ফেরত ৬ জন বাংলাদেশী নাগরিকের করোনাভাইরাস টেস্টের নমুনা সিভাসুর কোভিড-১৯ শনাক্তকরণ ল্যাবে পাঠানো হয়। এরমধ্যে ৫ জনের কোভিড নেগেটিভ এবং ১ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়।

ব্রাহ্মণবাড়িয়ায় ভারত ফেরতদের নিয়ে শঙ্কা

জেলা বার্তা পরিবেশক, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে গত একমাসে দেশে ফিরেছেন ১০০৬ বাংলাদেশী। এরমধ্যে ২৩ জনের করোনা সংক্রমণ পাওয়া গেছে। তবে তারা ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা পরীক্ষা-নিরীক্ষা চলছে এখন। জেলায় করোনা সংক্রমণের হার নিম্নœমুখী হলেও ভারত থেকে দেশে ফেরত আসাদের নিয়ে দুশ্চিন্তা এখন স্থানীয় স্বাস্থ্য বিভাগের। প্রতিদিনই ৪০-৫০ জন করে দেশে ফিরছেন আখাউড়া স্থলবন্দর দিয়ে।

সিভিল সার্জন মো. একরাম উল্লাহ জানান, গত ২৬ শে এপ্রিল থেকে সোমবার পর্যন্ত দেশে ফিরেছেন ১ হাজার ৬ জন বাংলাদেশী। তারা ক্যান্সার, কিডনি ও হার্টের চিকিৎসাসহ আরও নানা রোগের চিকিৎসার প্রয়োজনে ভারত গিয়েছিলেন। এদের মধ্যে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে ৪৪ জনের করোনা পরীক্ষা করা হলে ১৩ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। গত সোমবার তাদের পরীক্ষার ফলাফল পাওয়া যায়। এর আগের পরীক্ষায় করোনা পজিটিভ হয় ১০ জনের।

বৃহস্পতিবার, ২৭ মে ২০২১ , ১৩ জ্যৈষ্ঠ ১৪২৮ ১৪ শাওয়াল ১৪৪২

করোনা নিয়ে শঙ্কায় দুই জেলার মানুষ

চট্টগ্রামে করোনা

রোগীর নমুনায় ‘আফ্রিকান ধরন’

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) কোভিড-১৯ শনাক্তকরণ ল্যাবে ভারত ফেরত করোনা রোগীর নমুনায় আফ্রিকান ভ্যারিয়েন্ট (ধরন) শনাক্ত হয়েছে। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সহযোগিতায় সিভাসু এ ল্যাব পরিচালনা করে আসছে। সম্প্রতি ওই আক্রান্ত ব্যক্তির নমুনা থেকে নভেল করোনাভাইরাসের পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচন করা হয়। এতে আফ্রিকান ধরনের উপস্থিতি দেখা যায়।

গত মঙ্গলবার সিভাসুর উপ-পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) খলিলুর রহমান এমন তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত ১৫ মে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম থেকে ভারত ফেরত ৬ জন বাংলাদেশী নাগরিকের করোনাভাইরাস টেস্টের নমুনা সিভাসুর কোভিড-১৯ শনাক্তকরণ ল্যাবে পাঠানো হয়। এরমধ্যে ৫ জনের কোভিড নেগেটিভ এবং ১ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়।

ব্রাহ্মণবাড়িয়ায় ভারত ফেরতদের নিয়ে শঙ্কা

জেলা বার্তা পরিবেশক, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে গত একমাসে দেশে ফিরেছেন ১০০৬ বাংলাদেশী। এরমধ্যে ২৩ জনের করোনা সংক্রমণ পাওয়া গেছে। তবে তারা ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা পরীক্ষা-নিরীক্ষা চলছে এখন। জেলায় করোনা সংক্রমণের হার নিম্নœমুখী হলেও ভারত থেকে দেশে ফেরত আসাদের নিয়ে দুশ্চিন্তা এখন স্থানীয় স্বাস্থ্য বিভাগের। প্রতিদিনই ৪০-৫০ জন করে দেশে ফিরছেন আখাউড়া স্থলবন্দর দিয়ে।

সিভিল সার্জন মো. একরাম উল্লাহ জানান, গত ২৬ শে এপ্রিল থেকে সোমবার পর্যন্ত দেশে ফিরেছেন ১ হাজার ৬ জন বাংলাদেশী। তারা ক্যান্সার, কিডনি ও হার্টের চিকিৎসাসহ আরও নানা রোগের চিকিৎসার প্রয়োজনে ভারত গিয়েছিলেন। এদের মধ্যে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে ৪৪ জনের করোনা পরীক্ষা করা হলে ১৩ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। গত সোমবার তাদের পরীক্ষার ফলাফল পাওয়া যায়। এর আগের পরীক্ষায় করোনা পজিটিভ হয় ১০ জনের।