আমেরিকা প্রবাসী নারীর অর্থায়নে রমেকে পানি বিশুদ্ধকরণ প্লান্ট চালু

অবশেষে দীর্ঘ দেড় মাস পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি রোগীদের চিকিৎসার জন্য ডায়লাসিস বিভাগটির পানি বিশুদ্ধকরণ প্লান্টটি বিকল হয়ে পড়ে থাকার পর আমেরিকা প্রবাসী এক নারীর অর্থায়নে সচল করার পর গত সোমবার বিকেল থেকে কিডনি রোগীদের ডায়ালাইসিস দেয়া শুরু হয়েছে। এ সংক্রান্ত খবরটি দৈনিক সংবাদে প্রকাশিত হবার পর অনলাইন ভার্সনে খবরটি দেখে আমেরিকা প্রবাসী নারী ৬ লাখ টাকা প্রদান করেন।

তবে স্বাস্থ্য অধিদপ্তর বিকল হয়ে যাওয়া পানি বিশুদ্ধকরণ প্লান্টটি দীর্ঘ দেড় মাসেও মেরামত করার ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করেনি।

এদিকে কিডনি রোগীরা ডায়লাইসিস করতে না পারায় গত দেড় মাসে ২৪ জন কিডনি রোগী বিনা চিকিৎসায় মারা গেছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। যারা মারা গেছেন তারা ডায়ালাইসিস বিভাগের তালিকাভুক্ত রোগী ছিল বলেও কর্তব্যরত নার্সসহ কর্মকর্তারা জানান।

কর্তব্যরত ডায়লাইসিস ইউনটের টেকনিশিয়ান মাসুদ জানান গত মাসের ৮ এপ্রিল থেকে ডায়লাইসিস ইউনিটটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। কারণ হিসেবে তিনি জানালেন ডায়ালাইসিসের প্রধান উপাদান হলো পিউরোফাইড পানি। যা মেশিনের সাহায্যে পরিশোধন করা হয়। সেই মেশিন দুটি পুরোপুরি বিকল হয়ে যায়। তিনি জানান এর আগেও কয়েকবার মেশিন দুটি বিকল হয়েছিল কোন রকমে মেরামত করা হয়। এবার ঢাকা থেকে আসা টেকনেশিয়ানরা জানিয়ে দিয়েছে এই মেশিন আর সচল করা সম্ভব নয়। নতুন মেশিন স্থাপন করতে হবে।

সরজমিন হাসপাতালের ডায়লাসিস বিভাগে গিয়ে দেখা গেছে কিডনি রোগীদের ডায়ালাইসিস চলছে। কর্তব্যরত টেকনিশিয়ান মাসুদ জানান আমেরিকা প্রবাসী এক বাংলাদেশী নাগরিকের আর্থিক সহায়তায় আবারও পানি শিশুদ্ধকরণ প্লান্টটি সচল করার পর রোগীদের ডায়লাইসিস করানো হচ্ছে। ওয়ার্ডে কর্তব্যরত নার্স আফলাতুন নেছা জানান, রোববার থেকে ৩০ জন কিডনি রোগীর ডায়ালাইসিস করানো হয়েছে। রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরন্নবীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, হাসপাতালের পরিচালক স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগই করেনি বলে মনে হয়। তার পরেও বিষয়টি জানার পর তার আমেরিকা প্রবাসী এক নারী পুরো টাকা দিতে রাজি হন এবং তার টাকা দিয়েই মেশিন সচল করা হয়েছে। এক প্রশ্নের উত্তরে তিনি জানান হাসপাতালে গরিব মানুষরাই আসে তাদের সেবা করা আমাদের নৈতিক দায়িত্ব ।

বৃহস্পতিবার, ২৭ মে ২০২১ , ১৩ জ্যৈষ্ঠ ১৪২৮ ১৪ শাওয়াল ১৪৪২

খবর প্রকাশের পর

আমেরিকা প্রবাসী নারীর অর্থায়নে রমেকে পানি বিশুদ্ধকরণ প্লান্ট চালু

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর

অবশেষে দীর্ঘ দেড় মাস পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি রোগীদের চিকিৎসার জন্য ডায়লাসিস বিভাগটির পানি বিশুদ্ধকরণ প্লান্টটি বিকল হয়ে পড়ে থাকার পর আমেরিকা প্রবাসী এক নারীর অর্থায়নে সচল করার পর গত সোমবার বিকেল থেকে কিডনি রোগীদের ডায়ালাইসিস দেয়া শুরু হয়েছে। এ সংক্রান্ত খবরটি দৈনিক সংবাদে প্রকাশিত হবার পর অনলাইন ভার্সনে খবরটি দেখে আমেরিকা প্রবাসী নারী ৬ লাখ টাকা প্রদান করেন।

তবে স্বাস্থ্য অধিদপ্তর বিকল হয়ে যাওয়া পানি বিশুদ্ধকরণ প্লান্টটি দীর্ঘ দেড় মাসেও মেরামত করার ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করেনি।

এদিকে কিডনি রোগীরা ডায়লাইসিস করতে না পারায় গত দেড় মাসে ২৪ জন কিডনি রোগী বিনা চিকিৎসায় মারা গেছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। যারা মারা গেছেন তারা ডায়ালাইসিস বিভাগের তালিকাভুক্ত রোগী ছিল বলেও কর্তব্যরত নার্সসহ কর্মকর্তারা জানান।

কর্তব্যরত ডায়লাইসিস ইউনটের টেকনিশিয়ান মাসুদ জানান গত মাসের ৮ এপ্রিল থেকে ডায়লাইসিস ইউনিটটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। কারণ হিসেবে তিনি জানালেন ডায়ালাইসিসের প্রধান উপাদান হলো পিউরোফাইড পানি। যা মেশিনের সাহায্যে পরিশোধন করা হয়। সেই মেশিন দুটি পুরোপুরি বিকল হয়ে যায়। তিনি জানান এর আগেও কয়েকবার মেশিন দুটি বিকল হয়েছিল কোন রকমে মেরামত করা হয়। এবার ঢাকা থেকে আসা টেকনেশিয়ানরা জানিয়ে দিয়েছে এই মেশিন আর সচল করা সম্ভব নয়। নতুন মেশিন স্থাপন করতে হবে।

সরজমিন হাসপাতালের ডায়লাসিস বিভাগে গিয়ে দেখা গেছে কিডনি রোগীদের ডায়ালাইসিস চলছে। কর্তব্যরত টেকনিশিয়ান মাসুদ জানান আমেরিকা প্রবাসী এক বাংলাদেশী নাগরিকের আর্থিক সহায়তায় আবারও পানি শিশুদ্ধকরণ প্লান্টটি সচল করার পর রোগীদের ডায়লাইসিস করানো হচ্ছে। ওয়ার্ডে কর্তব্যরত নার্স আফলাতুন নেছা জানান, রোববার থেকে ৩০ জন কিডনি রোগীর ডায়ালাইসিস করানো হয়েছে। রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরন্নবীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, হাসপাতালের পরিচালক স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগই করেনি বলে মনে হয়। তার পরেও বিষয়টি জানার পর তার আমেরিকা প্রবাসী এক নারী পুরো টাকা দিতে রাজি হন এবং তার টাকা দিয়েই মেশিন সচল করা হয়েছে। এক প্রশ্নের উত্তরে তিনি জানান হাসপাতালে গরিব মানুষরাই আসে তাদের সেবা করা আমাদের নৈতিক দায়িত্ব ।