বিদেশগামী যাত্রীদের করোনা টেস্টে প্রতারণা

করোনা টেস্ট রিপোর্ট নিয়ে বিদেশগামী যাত্রীদের সঙ্গে প্রতারণা চলছে। একটি চক্র তাদের জিম্মি করে গত এক মাস ধরে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে। সম্প্রতি র‌্যাব-১ এর গোয়েন্দা দল রাজধানীর সায়েদাবাদ থেকে এ প্রতারক চক্রের সদস্য জসিম উদ্দিন ও মো. তারেককে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে প্রতারণার চাঞ্চল্যকর তথ্য।

র‌্যাব-১ অধিনায়ক লে. কর্নেল মো. আবদুল মোত্তাকিন সংবাদকে জানান, চক্রটি ডাক্তার সেজে এ প্রতারণা করছে। আসলে যাদের টেস্ট রিপোর্ট নেগেটিভ হয়েছে তারা প্রতারক চক্রের খপ্পরে পড়ে হয়রানির শিকার হচ্ছে।

র‌্যাব-১ অধিনায়কের কার্যালয় সূত্রে জানা গেছে, দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বিদেশগামী শত শত সাধারণ যাত্রীর করোনা টেস্ট আবশ্যিক। বিদেশগামী যাত্রীদের মধ্যে যাদের করোনা টেস্ট রিপোর্ট পজেটিভ হয় তারা বিদেশ যাত্রা করতে পারে না। বাংলাদেশ হতে মধ্যপ্রাচ্যে কর্মরত বিদেশগামী সাধারণ যাত্রীদের এই দুর্বলতার সুযোগ নিয়ে সংঘবদ্ধ প্রতারক চক্র বেশ কিছুদিন ধরে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে।

জানা গেছে, দেশের বিভিন্ন জেলায় বিদেশগামী যাত্রীদের করোনা টেস্টের জন্য স্যাম্পল নেয়া হয়। প্রতারক চক্র হাসপাতালে ঘুরে ঘুরে লাইনের পাশে দাঁড়িয়ে বিদেশগামী যাত্রীদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সংগ্রহ করে। পরবর্তীতে হাসপাতালের ডাক্তার (ভুয়া) পরিচয় দিয়ে তাদের টেস্টের রিপোর্টে করোনা পজেটিভ হয়েছে বলে মিথ্যা তথ্য জানায়। যদিও প্রকৃতপক্ষে তাদের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ। এর ফলে বিদেশগামী যাত্রীরা ভয় পেয়ে যান। তার আর বিদেশ যাওয়া হচ্ছে না বলে হুমকি দেয়। এরপর ওইসব যাত্রীদের রিপোর্ট নেগেটিভ করার আশ্বাস দিয়ে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা থেকে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নিত।

এ প্রতারক চক্র গত প্রায় এক মাস ধরে সাধারণ বিদেশগামী যাত্রীদের হয়রানি করে বহু টাকা হাতিয়ে নিয়েছে।

র‌্যাবের গোয়েন্দা দল দীর্ঘ অনুসন্ধান তদন্ত চালিয়ে চালিয়াত প্রতারক চক্রকে চিহ্নিত করে।

র‌্যাব-১ গোয়েন্দা দল প্রতারক চক্রের সদস্য জসিম উদ্দিন ও মো. তারেকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া ২৪ হাজার টাকা উদ্ধার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

র‌্যাব-১ অধিনায়ক লে. কর্নেল মো. আবদুল মোত্তাকিন সংবাদকে মুঠোফোনে জানান, পুরো ঘটনা প্রতারণা। এ ধরনের আরও চক্র রয়েছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

উল্লেখ্য, আগে করোনা টেস্ট নিয়ে শীর্ষ প্রতারক সাহেদ প্রতারণা করে ধরা পড়ে।

বৃহস্পতিবার, ২৭ মে ২০২১ , ১৩ জ্যৈষ্ঠ ১৪২৮ ১৪ শাওয়াল ১৪৪২

বিদেশগামী যাত্রীদের করোনা টেস্টে প্রতারণা

বাকী বিল্লাহ

করোনা টেস্ট রিপোর্ট নিয়ে বিদেশগামী যাত্রীদের সঙ্গে প্রতারণা চলছে। একটি চক্র তাদের জিম্মি করে গত এক মাস ধরে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে। সম্প্রতি র‌্যাব-১ এর গোয়েন্দা দল রাজধানীর সায়েদাবাদ থেকে এ প্রতারক চক্রের সদস্য জসিম উদ্দিন ও মো. তারেককে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে প্রতারণার চাঞ্চল্যকর তথ্য।

র‌্যাব-১ অধিনায়ক লে. কর্নেল মো. আবদুল মোত্তাকিন সংবাদকে জানান, চক্রটি ডাক্তার সেজে এ প্রতারণা করছে। আসলে যাদের টেস্ট রিপোর্ট নেগেটিভ হয়েছে তারা প্রতারক চক্রের খপ্পরে পড়ে হয়রানির শিকার হচ্ছে।

র‌্যাব-১ অধিনায়কের কার্যালয় সূত্রে জানা গেছে, দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বিদেশগামী শত শত সাধারণ যাত্রীর করোনা টেস্ট আবশ্যিক। বিদেশগামী যাত্রীদের মধ্যে যাদের করোনা টেস্ট রিপোর্ট পজেটিভ হয় তারা বিদেশ যাত্রা করতে পারে না। বাংলাদেশ হতে মধ্যপ্রাচ্যে কর্মরত বিদেশগামী সাধারণ যাত্রীদের এই দুর্বলতার সুযোগ নিয়ে সংঘবদ্ধ প্রতারক চক্র বেশ কিছুদিন ধরে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে।

জানা গেছে, দেশের বিভিন্ন জেলায় বিদেশগামী যাত্রীদের করোনা টেস্টের জন্য স্যাম্পল নেয়া হয়। প্রতারক চক্র হাসপাতালে ঘুরে ঘুরে লাইনের পাশে দাঁড়িয়ে বিদেশগামী যাত্রীদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সংগ্রহ করে। পরবর্তীতে হাসপাতালের ডাক্তার (ভুয়া) পরিচয় দিয়ে তাদের টেস্টের রিপোর্টে করোনা পজেটিভ হয়েছে বলে মিথ্যা তথ্য জানায়। যদিও প্রকৃতপক্ষে তাদের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ। এর ফলে বিদেশগামী যাত্রীরা ভয় পেয়ে যান। তার আর বিদেশ যাওয়া হচ্ছে না বলে হুমকি দেয়। এরপর ওইসব যাত্রীদের রিপোর্ট নেগেটিভ করার আশ্বাস দিয়ে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা থেকে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নিত।

এ প্রতারক চক্র গত প্রায় এক মাস ধরে সাধারণ বিদেশগামী যাত্রীদের হয়রানি করে বহু টাকা হাতিয়ে নিয়েছে।

র‌্যাবের গোয়েন্দা দল দীর্ঘ অনুসন্ধান তদন্ত চালিয়ে চালিয়াত প্রতারক চক্রকে চিহ্নিত করে।

র‌্যাব-১ গোয়েন্দা দল প্রতারক চক্রের সদস্য জসিম উদ্দিন ও মো. তারেকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া ২৪ হাজার টাকা উদ্ধার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

র‌্যাব-১ অধিনায়ক লে. কর্নেল মো. আবদুল মোত্তাকিন সংবাদকে মুঠোফোনে জানান, পুরো ঘটনা প্রতারণা। এ ধরনের আরও চক্র রয়েছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

উল্লেখ্য, আগে করোনা টেস্ট নিয়ে শীর্ষ প্রতারক সাহেদ প্রতারণা করে ধরা পড়ে।