বাজারে রিয়েলমি ৮ প্রো ইল্যুমিনেটিং ইয়েলো বাডস এয়ার ২ ও বাডস এয়ার ২ নিও

রিয়েলমি বাংলাদেশের বাজারে নিয়ে এলো নতুন ‘৮ প্রো ইল্যুমিনেটিং ইয়ালো’ এবং দুইটি টিডব্লিউএস ‘বাডস এয়ার ২’ এবং ‘বাডস এয়ার ২ নিও’। গত ২৪ মে এক অনলাইন অনুষ্ঠানে ব্র্যান্ডটি নতুন এ পণ্যগুলো উন্মোচন করে।

‘এনলাইটেন দ্য ইয়ুথ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রিয়েলমি তাদের পণ্য উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় জনপ্রিয় র?্যাপ সংগীতশিল্পী ব্ল্যাক জ্যাং এবং বর্তমান টেক ও প্রযুক্তি জগতের পরিচিত মুখ ‘স্যামজোন’- কে, যিনি সবার কাছে টেক রিভিউয়ার হিসেবে বহুল জনপ্রিয়। রিয়েলমি ৮ প্রো এর ইল্যুমিনেটিং ইয়ালো ডিজাইনটি সংযোজিত হয়ে সবার মাঝে নতুন করে আলোড়ন তৈরি করেছে। এই স্মার্টফোনের নতুন ডিজাইন ভ্যারিয়েন্টটি প্যানটোন ‘কালার অব দ্য ইয়ার ২০২১’ থেকে উদ্ভুদ্ধ হয়ে তৈরি করা। তরুণদের কথা মাথায় রেখে এই স্পেশাল এডিশনের দাম রিয়েলমি ৮ প্রো’র রেগুলার এডিশনের মতোই ২৭, ৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। লিমিটেড এডিশনের এই স্মার্টফোনটি কেনার জন্য ক্লিকঃ https://rebrand.ly/Buy_Now_realme8ProI।

পাশাপাশি, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন মোডসহ বাজারে এলো রিয়েলমির দুইটি টিডব্লিউএস। রিয়েলমি বাডস এয়ার ২ এর দাম ৪, ৯৯৯ টাকা এবং রিয়েলমি বাডস এয়ার ২ নিও এর মূল্য ৩, ৯৯৯ টাকা।

রিয়েলমি ৮ প্রো- ইল্যুমিনেটিং ইয়েলো নতুন সংস্করণটি সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে এর অনবদ্য ডিজাইনের জন্য। এর ইন্টিগ্রেশন অব ফ্লুরোসেন্ট প্রযুক্তি এবং আল্ট্রা মডার্ন প্রসেসের জন্য কিছুক্ষণের জন্য আলোতে রাখার পর অন্ধকারে রিয়েলমি ৮ প্রো- ইল্যুমিনেটিং ইয়েলোর ব্যাকশেল আলোর আভা ছড়ায়। এতে আছে ১০৮ মেগাপিক্সেল আল্ট্রা কোয়াড ক্যামেরা এবং ৫০ ওয়াট সুপারডার্ট চার্জার যেটি ৫০ শতাংশ চার্জ হতে সময় নেয় মাত্র ১৭ মিনিট। আরও আছে ৬.৪ ইঞ্চির (১৬.৩ সেমি) সুপার অ্যামোলড ফুল স্ক্রিন, আল্ট্রা ফাস্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্ন্যাপড্রাগন ৭২০জি পাওয়ারফুল প্রসেসর।

অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন, সুপার লো ল্যাটেন্সি, কথা বলার সময় ডুয়াল মাইক নয়েজ ক্যানসেলেশন, স্বয়ংক্রিয় কানেকশন, স্মার্ট ওয়্যার ডিটেকশন, ইন্টেলিজেন্ট টাচ কন্ট্রোল এবং ওয়াটার রেজিজট্যান্স ফিচার সম্বলিত রিয়েলমি বাডস এয়ার ২ ব্যবহারকারীর জীবনে নতুন মাত্রা যোগ করবে। একইসঙ্গে, রিয়েলমি বাডস এয়ার ২ নিও দিবে ২৮ ঘণ্টা প্লেব্যাক সুবিধা। ২৫ ডেসিবল পর্যন্ত নয়েজ ক্যানসেলেশন সুবিধাসহ এতে আছে কল করার সময় ডুয়াল মাইক নয়েজ ক্যানসেলেশন সুবিধা। আরো আছে বেইজ বুস্ট ড্রাইভার, স্বয়ংক্রিয় কানেকশন এবং ইন্টেলিজেন্ট টাচ কন্ট্রোল সুবিধা। সংবাদ বিজ্ঞপ্তি।

বৃহস্পতিবার, ২৭ মে ২০২১ , ১৩ জ্যৈষ্ঠ ১৪২৮ ১৪ শাওয়াল ১৪৪২

বাজারে রিয়েলমি ৮ প্রো ইল্যুমিনেটিং ইয়েলো বাডস এয়ার ২ ও বাডস এয়ার ২ নিও

image

রিয়েলমি বাংলাদেশের বাজারে নিয়ে এলো নতুন ‘৮ প্রো ইল্যুমিনেটিং ইয়ালো’ এবং দুইটি টিডব্লিউএস ‘বাডস এয়ার ২’ এবং ‘বাডস এয়ার ২ নিও’। গত ২৪ মে এক অনলাইন অনুষ্ঠানে ব্র্যান্ডটি নতুন এ পণ্যগুলো উন্মোচন করে।

‘এনলাইটেন দ্য ইয়ুথ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রিয়েলমি তাদের পণ্য উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় জনপ্রিয় র?্যাপ সংগীতশিল্পী ব্ল্যাক জ্যাং এবং বর্তমান টেক ও প্রযুক্তি জগতের পরিচিত মুখ ‘স্যামজোন’- কে, যিনি সবার কাছে টেক রিভিউয়ার হিসেবে বহুল জনপ্রিয়। রিয়েলমি ৮ প্রো এর ইল্যুমিনেটিং ইয়ালো ডিজাইনটি সংযোজিত হয়ে সবার মাঝে নতুন করে আলোড়ন তৈরি করেছে। এই স্মার্টফোনের নতুন ডিজাইন ভ্যারিয়েন্টটি প্যানটোন ‘কালার অব দ্য ইয়ার ২০২১’ থেকে উদ্ভুদ্ধ হয়ে তৈরি করা। তরুণদের কথা মাথায় রেখে এই স্পেশাল এডিশনের দাম রিয়েলমি ৮ প্রো’র রেগুলার এডিশনের মতোই ২৭, ৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। লিমিটেড এডিশনের এই স্মার্টফোনটি কেনার জন্য ক্লিকঃ https://rebrand.ly/Buy_Now_realme8ProI।

পাশাপাশি, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন মোডসহ বাজারে এলো রিয়েলমির দুইটি টিডব্লিউএস। রিয়েলমি বাডস এয়ার ২ এর দাম ৪, ৯৯৯ টাকা এবং রিয়েলমি বাডস এয়ার ২ নিও এর মূল্য ৩, ৯৯৯ টাকা।

রিয়েলমি ৮ প্রো- ইল্যুমিনেটিং ইয়েলো নতুন সংস্করণটি সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে এর অনবদ্য ডিজাইনের জন্য। এর ইন্টিগ্রেশন অব ফ্লুরোসেন্ট প্রযুক্তি এবং আল্ট্রা মডার্ন প্রসেসের জন্য কিছুক্ষণের জন্য আলোতে রাখার পর অন্ধকারে রিয়েলমি ৮ প্রো- ইল্যুমিনেটিং ইয়েলোর ব্যাকশেল আলোর আভা ছড়ায়। এতে আছে ১০৮ মেগাপিক্সেল আল্ট্রা কোয়াড ক্যামেরা এবং ৫০ ওয়াট সুপারডার্ট চার্জার যেটি ৫০ শতাংশ চার্জ হতে সময় নেয় মাত্র ১৭ মিনিট। আরও আছে ৬.৪ ইঞ্চির (১৬.৩ সেমি) সুপার অ্যামোলড ফুল স্ক্রিন, আল্ট্রা ফাস্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্ন্যাপড্রাগন ৭২০জি পাওয়ারফুল প্রসেসর।

অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন, সুপার লো ল্যাটেন্সি, কথা বলার সময় ডুয়াল মাইক নয়েজ ক্যানসেলেশন, স্বয়ংক্রিয় কানেকশন, স্মার্ট ওয়্যার ডিটেকশন, ইন্টেলিজেন্ট টাচ কন্ট্রোল এবং ওয়াটার রেজিজট্যান্স ফিচার সম্বলিত রিয়েলমি বাডস এয়ার ২ ব্যবহারকারীর জীবনে নতুন মাত্রা যোগ করবে। একইসঙ্গে, রিয়েলমি বাডস এয়ার ২ নিও দিবে ২৮ ঘণ্টা প্লেব্যাক সুবিধা। ২৫ ডেসিবল পর্যন্ত নয়েজ ক্যানসেলেশন সুবিধাসহ এতে আছে কল করার সময় ডুয়াল মাইক নয়েজ ক্যানসেলেশন সুবিধা। আরো আছে বেইজ বুস্ট ড্রাইভার, স্বয়ংক্রিয় কানেকশন এবং ইন্টেলিজেন্ট টাচ কন্ট্রোল সুবিধা। সংবাদ বিজ্ঞপ্তি।