নদীতে জলোচ্ছ্বাস : বটিয়াঘাটায় বাঁধে হুমকি

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর প্রভাবে এবং নদ-নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন স্থানের পানি উন্নয়ন বোর্ডের রাস্তা ঝুঁকির মধ্যে পড়েছে। গত দু’দিন ধরে ঝড়ো হাওয়ার সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টিতে এবং নদীতে প্রবল ঢেউ উঠায় ঢেউয়ের আঘাতে বাঁধ ধসে পড়ছে। খুলনা চালনা সড়কের কিসমত ফুলতলার বরইতলায় রাস্তার অর্ধেকাংশ ইতোমধ্যে ধসে গেছে। গ্রামবাসীরা এলাকা রক্ষার স্বার্থে স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতে কাজ চালিয়ে যাচ্ছে। বটিয়াঘাটা বাজার চত্বরে গত দু’দিন ধরে জোয়ারের পানি উঠছে। বারআড়িয়া, বরণপাড়াসহ অন্যান্য স্থানে বাঁধ হুমকির সম্মূখীন হয়ে পড়েছে।

এ ব্যপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খুলনা-২ এর সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। অন্য দিকে জনগণ পারি উন্নয়ন বোর্ডের দিকে না তাকিয়ে বরইতলা ভাঙন রোধে কাজ চালিয়ে যাচ্ছেন। এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- ইউপি সদস্য বিপুল ইজারদার, আ’লীগ নেতা অধ্যাপক মনোরঞ্জন মন্ডল, আনসার ভিডিপির ইউনিয়র লিডার মৃন্ময় মন্ডল, সুভাস বৈরাগী, মৃনাল বিশ্বাস, প্রদ্যুৎ বৈরাগী, দীপংকর মন্ডল, শিমুল বিশ্বাস, সনৎ সিংহ রায়, রুপক বিশ্বাস, তন্ময় বিশ্বাস, সুকুমার বৈরাগী, সুকুমার মন্ডলসহ স্থানীয়রা।

বৃহস্পতিবার, ২৭ মে ২০২১ , ১৩ জ্যৈষ্ঠ ১৪২৮ ১৪ শাওয়াল ১৪৪২

নদীতে জলোচ্ছ্বাস : বটিয়াঘাটায় বাঁধে হুমকি

প্রতিনিধি, বটিয়াঘাটা (খুলনা)

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর প্রভাবে এবং নদ-নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন স্থানের পানি উন্নয়ন বোর্ডের রাস্তা ঝুঁকির মধ্যে পড়েছে। গত দু’দিন ধরে ঝড়ো হাওয়ার সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টিতে এবং নদীতে প্রবল ঢেউ উঠায় ঢেউয়ের আঘাতে বাঁধ ধসে পড়ছে। খুলনা চালনা সড়কের কিসমত ফুলতলার বরইতলায় রাস্তার অর্ধেকাংশ ইতোমধ্যে ধসে গেছে। গ্রামবাসীরা এলাকা রক্ষার স্বার্থে স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতে কাজ চালিয়ে যাচ্ছে। বটিয়াঘাটা বাজার চত্বরে গত দু’দিন ধরে জোয়ারের পানি উঠছে। বারআড়িয়া, বরণপাড়াসহ অন্যান্য স্থানে বাঁধ হুমকির সম্মূখীন হয়ে পড়েছে।

এ ব্যপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খুলনা-২ এর সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। অন্য দিকে জনগণ পারি উন্নয়ন বোর্ডের দিকে না তাকিয়ে বরইতলা ভাঙন রোধে কাজ চালিয়ে যাচ্ছেন। এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- ইউপি সদস্য বিপুল ইজারদার, আ’লীগ নেতা অধ্যাপক মনোরঞ্জন মন্ডল, আনসার ভিডিপির ইউনিয়র লিডার মৃন্ময় মন্ডল, সুভাস বৈরাগী, মৃনাল বিশ্বাস, প্রদ্যুৎ বৈরাগী, দীপংকর মন্ডল, শিমুল বিশ্বাস, সনৎ সিংহ রায়, রুপক বিশ্বাস, তন্ময় বিশ্বাস, সুকুমার বৈরাগী, সুকুমার মন্ডলসহ স্থানীয়রা।