বিদেশি নাগরিকদের টিকাদান গ্যাস্ট্রোলিভার হাসপাতালে

দেশে অবস্থানরত বিদেশি কূটনীতিক ও নাগরিকদের করোনা টিকাদান হচ্ছে ঢাকার মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে। গত ১০ ফেব্রুয়ারি থেকেই এই হাসপাতালের টিকাকেন্দ্রে বিদেশি নাগরিক ও কূটনীতিকরা টিকা নিচ্ছেন। তবে এ পর্যন্ত কতজন বিদেশি নাগরিক ও কূটনীতিক করোনার টিকা নিয়েছেন তার পরিসংখ্যান জানাতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ওই টিকাকেন্দ্রে প্রথম দিনেই ঢাকায় ডিপ্লোম্যাটিক কোরের ডিন ভ্যাটিক্যান সিটির রাষ্ট্রদূতের পাশাপাশি ভারত, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, তুরস্ক, ফ্রান্স, ইতালি, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের মিশন প্রধানসহ প্রায় ৩০ কূটনীতিক টিকা নেন। বিদেশি মিশনের বাইরে আন্তর্জাতিক সংস্থার দপ্তরে কর্মরত বিদেশিদের তালিকা সংগ্রহ করছে সরকার। তারাও এ হাসপাতাল থেকে টিকা নিতে পারবেন। এছাড়া বাংলাদেশে অবস্থানরত চীনের নাগরিকরাও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নিতে পারবেন।

জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের টিকাদান কর্মসূচির (ইপিআই) ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. তানভির হোসেন গতকাল সংবাদকে জানান, ঢাকায় অবস্থানরত সব বিদেশি নাগরিকই শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে টিকা নিতে পারবেন। বিদেশি নাগরিকদের টিকাদানের আর কোন কেন্দ্র নেই। তবে বাংলাদেশের যেসব নাগরিক বিদেশে থাকেন, তারা দেশে এলে অন্য কেন্দ্রে টিকা নিতে পারবেন বলেও জানান ইপিআই কর্মকর্তা।

শুক্রবার, ২৮ মে ২০২১ , ১৪ জ্যৈষ্ঠ ১৪২৮ ১৫ শাওয়াল ১৪৪২

বিদেশি নাগরিকদের টিকাদান গ্যাস্ট্রোলিভার হাসপাতালে

নিজস্ব বার্তা পরিবেশক

দেশে অবস্থানরত বিদেশি কূটনীতিক ও নাগরিকদের করোনা টিকাদান হচ্ছে ঢাকার মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে। গত ১০ ফেব্রুয়ারি থেকেই এই হাসপাতালের টিকাকেন্দ্রে বিদেশি নাগরিক ও কূটনীতিকরা টিকা নিচ্ছেন। তবে এ পর্যন্ত কতজন বিদেশি নাগরিক ও কূটনীতিক করোনার টিকা নিয়েছেন তার পরিসংখ্যান জানাতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ওই টিকাকেন্দ্রে প্রথম দিনেই ঢাকায় ডিপ্লোম্যাটিক কোরের ডিন ভ্যাটিক্যান সিটির রাষ্ট্রদূতের পাশাপাশি ভারত, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, তুরস্ক, ফ্রান্স, ইতালি, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের মিশন প্রধানসহ প্রায় ৩০ কূটনীতিক টিকা নেন। বিদেশি মিশনের বাইরে আন্তর্জাতিক সংস্থার দপ্তরে কর্মরত বিদেশিদের তালিকা সংগ্রহ করছে সরকার। তারাও এ হাসপাতাল থেকে টিকা নিতে পারবেন। এছাড়া বাংলাদেশে অবস্থানরত চীনের নাগরিকরাও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নিতে পারবেন।

জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের টিকাদান কর্মসূচির (ইপিআই) ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. তানভির হোসেন গতকাল সংবাদকে জানান, ঢাকায় অবস্থানরত সব বিদেশি নাগরিকই শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে টিকা নিতে পারবেন। বিদেশি নাগরিকদের টিকাদানের আর কোন কেন্দ্র নেই। তবে বাংলাদেশের যেসব নাগরিক বিদেশে থাকেন, তারা দেশে এলে অন্য কেন্দ্রে টিকা নিতে পারবেন বলেও জানান ইপিআই কর্মকর্তা।