করোনার পরীক্ষায় প্রতারণা প্রসঙ্গে

বিদেশগামী যাত্রীদের নভেল করোনাভাইরাসের নমুনা পরীক্ষার রিপোর্ট বদলে দেয়ার কথা বলে প্রতারণার অভিযোগে গত মঙ্গলবার রাজধানীর সায়েদাবাদ থেকে দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বিদেশগামী যেসব যাত্রীর করোনার নমুনা পরীক্ষার ফল পজিটিভ হয় তাদেরই সাধারণত টার্গেট করে প্রতারক চক্র। নিজেদের সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রের চিকিৎসক দাবি করে প্রতারক চক্র ফোনে বিদেশগামী যাত্রীদের করোনা টেস্টের রিপোর্ট বদলে দেয়ার কথা বলে। তারপর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন অঙ্কের অর্থ হাতিয়ে নিত। এ নিয়ে সংবাদ-এ গত বৃহস্পতিবার বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

চলমান বৈশ্বিক মহামারী কভিড-১৯-এর কারণে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের সব দেশে যেতেই নভেল করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করাতে হয়। নমুনা পরীক্ষার ফল পজিটিভ হলে বিদেশে যাওয়া সম্ভব হয় না। দেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে প্রতিদিনই বিদেশগামী শত শত সাধারণ যাত্রী করোনার নমুনা পরীক্ষা করাচ্ছেন। তাদের সবাই একটি নেগেটিভ রিপোর্ট আর সনদের আশায় অধীর আগ্রহে অপেক্ষা করেন। রিপোর্ট নেগেটিভ হলে বিদেশ যেতে বাধা থাকে না। রিপোর্ট পজিটিভ হলে অনেকে বিদেশ যাওয়ার আকাক্সক্ষায় যে কোন উপায়ে একটি নেগেটিভ রিপোর্ট আর সনদ নেয়ার পথে পা বাড়ান। আর এই সুযোগটিই নেয় অসাধু চক্র। তাদের অসাধু পথ অবলম্বন করতে একটি চক্র প্রলুব্ধও করে। প্রতারকদের প্রলোভনে যেন বিভ্রান্ত না হয় সেজন্য বিদেশগামী যাত্রীদের সচেতন করতে হবে।

দুই প্রতারককে চিহ্নিত ও গ্রেপ্তার করে র‌্যাব একটি ভালো কাজ করেছে। এতে বিদেশগামী যাত্রীরা অনাকাক্সিক্ষত হয়রানি ও আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাবে। আমরা আশা করব, গ্রেপ্তার হওয়া প্রতারকদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। এ ধরনের প্রতারণার সঙ্গে সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রের কেউ যুক্ত আছে কিনা সেটা খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এর আগে রাজধানীতে জেকেজি ও রিজেন্ট নামক দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে করোনার টেস্ট নিয়ে জালিয়াতির গুরুতর অভিযোগ উঠেছিল। সেই অভিযোগে উক্ত দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থাও নেয়া হয়েছে। করোনার টেস্ট নিয়ে যেন কোন জালিয়াতি না হয় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে।

শনিবার, ২৯ মে ২০২১ , ১৫ জ্যৈষ্ঠ ১৪২৮ ১৬ শাওয়াল ১৪৪২

করোনার পরীক্ষায় প্রতারণা প্রসঙ্গে

বিদেশগামী যাত্রীদের নভেল করোনাভাইরাসের নমুনা পরীক্ষার রিপোর্ট বদলে দেয়ার কথা বলে প্রতারণার অভিযোগে গত মঙ্গলবার রাজধানীর সায়েদাবাদ থেকে দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বিদেশগামী যেসব যাত্রীর করোনার নমুনা পরীক্ষার ফল পজিটিভ হয় তাদেরই সাধারণত টার্গেট করে প্রতারক চক্র। নিজেদের সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রের চিকিৎসক দাবি করে প্রতারক চক্র ফোনে বিদেশগামী যাত্রীদের করোনা টেস্টের রিপোর্ট বদলে দেয়ার কথা বলে। তারপর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন অঙ্কের অর্থ হাতিয়ে নিত। এ নিয়ে সংবাদ-এ গত বৃহস্পতিবার বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

চলমান বৈশ্বিক মহামারী কভিড-১৯-এর কারণে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের সব দেশে যেতেই নভেল করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করাতে হয়। নমুনা পরীক্ষার ফল পজিটিভ হলে বিদেশে যাওয়া সম্ভব হয় না। দেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে প্রতিদিনই বিদেশগামী শত শত সাধারণ যাত্রী করোনার নমুনা পরীক্ষা করাচ্ছেন। তাদের সবাই একটি নেগেটিভ রিপোর্ট আর সনদের আশায় অধীর আগ্রহে অপেক্ষা করেন। রিপোর্ট নেগেটিভ হলে বিদেশ যেতে বাধা থাকে না। রিপোর্ট পজিটিভ হলে অনেকে বিদেশ যাওয়ার আকাক্সক্ষায় যে কোন উপায়ে একটি নেগেটিভ রিপোর্ট আর সনদ নেয়ার পথে পা বাড়ান। আর এই সুযোগটিই নেয় অসাধু চক্র। তাদের অসাধু পথ অবলম্বন করতে একটি চক্র প্রলুব্ধও করে। প্রতারকদের প্রলোভনে যেন বিভ্রান্ত না হয় সেজন্য বিদেশগামী যাত্রীদের সচেতন করতে হবে।

দুই প্রতারককে চিহ্নিত ও গ্রেপ্তার করে র‌্যাব একটি ভালো কাজ করেছে। এতে বিদেশগামী যাত্রীরা অনাকাক্সিক্ষত হয়রানি ও আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাবে। আমরা আশা করব, গ্রেপ্তার হওয়া প্রতারকদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। এ ধরনের প্রতারণার সঙ্গে সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রের কেউ যুক্ত আছে কিনা সেটা খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এর আগে রাজধানীতে জেকেজি ও রিজেন্ট নামক দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে করোনার টেস্ট নিয়ে জালিয়াতির গুরুতর অভিযোগ উঠেছিল। সেই অভিযোগে উক্ত দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থাও নেয়া হয়েছে। করোনার টেস্ট নিয়ে যেন কোন জালিয়াতি না হয় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে।