রূপগঞ্জে ইউপি চেয়ারম্যানের বাড়িতে সন্ত্রাসী হামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান মো. তোফায়েল আহমেদ আলমাছের মাছিমপুর গ্রামের বাড়িতে গত ২৮ মে শুক্রবার রাতে পৌনে ৮টায় বিএনপি সমর্থিতরা হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও ফাঁকা গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শতাধিক সন্ত্রাসী রাম দা, চাপাতি, শাবল, লোহার রড ও আগ্নেয়াস্ত্রসহ এ হামলা চালায়। হামলাকারীরা চেয়ারম্যানের বড় ভাই রোমান মিয়ার বসতঘর ভাংচুর করে ৩ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।

এক পর্যায়ে বাড়ির লোকজনের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা ফাঁকা গুলিবর্ষণ করতে করতে পালিয়ে যায়। এ সময় তারা চেয়ারম্যানের সমর্থক যুবলীগ নেতা দেলোয়ার হোসেন ও আশুমিয়ার বড়িতেও হামলা চালায়।

উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে পিতা-পুত্রহত্যা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিস্ফোরক, মারামারি, সন্ত্রাসী, নারী নির্যাতনসহ রূপগঞ্জ থানায় ২০-২২টি মামলা রয়েছে। সন্ত্রাসীরা এতই প্রভাবশালী যে অবাধে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ প্রতিবাদ করেও কোন ফল পাচ্ছে না।

এ ঘটনায় শুক্রবার রাতে চেয়ারম্যানের বাড়িতে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) এইচ এম জসীদউদ্দিনের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শুক্রবার রাত সাড়ে ১২টায় সন্ত্রাসীরা দলবদ্ধ হয়ে আবার হামলার চেষ্টা করলে পুলিশের এ প্রতিরোধে পিছু হটে।

ইউপি বাদী হয়ে এলাকার মোহাম্মদ আলী, রিয়াজ, সেলিম, সবুজ, সোলমান, রাজিবসহ ২৫ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার, ৩১ মে ২০২১ , ১৭ জ্যৈষ্ঠ ১৪২৮ ১৮ শাওয়াল ১৪৪২

রূপগঞ্জে ইউপি চেয়ারম্যানের বাড়িতে সন্ত্রাসী হামলা

প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান মো. তোফায়েল আহমেদ আলমাছের মাছিমপুর গ্রামের বাড়িতে গত ২৮ মে শুক্রবার রাতে পৌনে ৮টায় বিএনপি সমর্থিতরা হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও ফাঁকা গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শতাধিক সন্ত্রাসী রাম দা, চাপাতি, শাবল, লোহার রড ও আগ্নেয়াস্ত্রসহ এ হামলা চালায়। হামলাকারীরা চেয়ারম্যানের বড় ভাই রোমান মিয়ার বসতঘর ভাংচুর করে ৩ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।

এক পর্যায়ে বাড়ির লোকজনের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা ফাঁকা গুলিবর্ষণ করতে করতে পালিয়ে যায়। এ সময় তারা চেয়ারম্যানের সমর্থক যুবলীগ নেতা দেলোয়ার হোসেন ও আশুমিয়ার বড়িতেও হামলা চালায়।

উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে পিতা-পুত্রহত্যা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিস্ফোরক, মারামারি, সন্ত্রাসী, নারী নির্যাতনসহ রূপগঞ্জ থানায় ২০-২২টি মামলা রয়েছে। সন্ত্রাসীরা এতই প্রভাবশালী যে অবাধে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ প্রতিবাদ করেও কোন ফল পাচ্ছে না।

এ ঘটনায় শুক্রবার রাতে চেয়ারম্যানের বাড়িতে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) এইচ এম জসীদউদ্দিনের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শুক্রবার রাত সাড়ে ১২টায় সন্ত্রাসীরা দলবদ্ধ হয়ে আবার হামলার চেষ্টা করলে পুলিশের এ প্রতিরোধে পিছু হটে।

ইউপি বাদী হয়ে এলাকার মোহাম্মদ আলী, রিয়াজ, সেলিম, সবুজ, সোলমান, রাজিবসহ ২৫ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।