নারায়ণগঞ্জে ইয়াবাসহ পুলিশের এএসআই গ্রেপ্তার

জেলার সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ডেমরা থানার এক সহকারী উপ-পুলিশ পরিদর্শকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গতকাল দুপুরে আসামিদের আদালতে পাঠিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত এএসআই হলেন শাহ মোহাম্মদ ইমাম উদ্দিন (৩২) ও সিদ্ধিরগঞ্জের বাঘমারা এলাকার মৃত জাফর আলীর ছেলে মাদক ব্যবসায়ী নাছির উদ্দিন (৩৫)।

এ ঘটনায় র‌্যাব-১০ সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। মামলার এজাহারে উল্লেখ করে, মাদকব্যবসায়ী নাসিরকে ইয়াবাসহ গ্রেপ্তারের পর তিনি স্বীকার করেন এএসআই ইমাম উদ্দিন ইয়াবা বিক্রি করার জন্য তাকে দিয়েছেন। এসব ইয়াবার মালিক এএসআই। পরে ২টি মোবাইল ফোন, ১টি মোটরসাইকেল ও নগদ ৭২০ টাকাসহ ইমাম উদ্দিনকে আটক করে র‌্যাব।

আসামিদের জিজ্ঞাসাবাদ থেকে জানা যায়, প্রায় ৪ মাস ধরে ইমাম উদ্দিন ইয়াবা বিক্রির কাজের সঙ্গে জড়িত। প্রতি ১০০ পিস ইয়াবা ১২ হাজার টাকার যত বেশি বিক্রি করবে সেটা নাছিরের। এ পর্যন্ত ২০-২৫ বার ইমাম উদ্দিনের দেয়া ইয়াবা বিক্রি করেছে বলে জানায় নাছির।

সোমবার, ৩১ মে ২০২১ , ১৭ জ্যৈষ্ঠ ১৪২৮ ১৮ শাওয়াল ১৪৪২

নারায়ণগঞ্জে ইয়াবাসহ পুলিশের এএসআই গ্রেপ্তার

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

জেলার সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ডেমরা থানার এক সহকারী উপ-পুলিশ পরিদর্শকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গতকাল দুপুরে আসামিদের আদালতে পাঠিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত এএসআই হলেন শাহ মোহাম্মদ ইমাম উদ্দিন (৩২) ও সিদ্ধিরগঞ্জের বাঘমারা এলাকার মৃত জাফর আলীর ছেলে মাদক ব্যবসায়ী নাছির উদ্দিন (৩৫)।

এ ঘটনায় র‌্যাব-১০ সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। মামলার এজাহারে উল্লেখ করে, মাদকব্যবসায়ী নাসিরকে ইয়াবাসহ গ্রেপ্তারের পর তিনি স্বীকার করেন এএসআই ইমাম উদ্দিন ইয়াবা বিক্রি করার জন্য তাকে দিয়েছেন। এসব ইয়াবার মালিক এএসআই। পরে ২টি মোবাইল ফোন, ১টি মোটরসাইকেল ও নগদ ৭২০ টাকাসহ ইমাম উদ্দিনকে আটক করে র‌্যাব।

আসামিদের জিজ্ঞাসাবাদ থেকে জানা যায়, প্রায় ৪ মাস ধরে ইমাম উদ্দিন ইয়াবা বিক্রির কাজের সঙ্গে জড়িত। প্রতি ১০০ পিস ইয়াবা ১২ হাজার টাকার যত বেশি বিক্রি করবে সেটা নাছিরের। এ পর্যন্ত ২০-২৫ বার ইমাম উদ্দিনের দেয়া ইয়াবা বিক্রি করেছে বলে জানায় নাছির।