ভান্ডারিয়ায় বিদ্যুত স্পর্শে ছাত্রের মৃত্যু

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার আতরখালী গ্রামে রোববার দুপুরে বিদ্যুৎ স্পর্শে মো. রবিউল ইসলাম হাওলাদার (১৪) নামে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার ইকড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দিনমজুর মো. শহিদুল ইসলামের ছেলে। শিশুটি সিংহখালী স্কুল এ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীতে পড়ালেখা করত।

নিহতের মামা মো. সিদ্দিকুর রহমান জানান, করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় দিনমজুর বাবার সংসারের হাল ধরতে ইকড়ি বাজারের শরীফ ডেকরেটরে শ্রমিকের কাজ নেয় রবিউল। প্রতিদিনের ন্যায় রোববার দুপুরে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে ইকড়িন্ডআতরখালী সড়ক সংলগ্ন মিলন হাওলাদারের বাড়ির সামনে নির্মাণাধীন গার্ডার ব্রিজের কাছ থেকে যাওয়ার সময় শিশুটি বিদ্যুৎ স্পর্শে হয়ে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয় সূত্রে জানা যায় জিয়াউল এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ওই গার্ডার ব্রিজটির কাজ করছে। ব্রিজের কাজের জন্য শ্রমিকরা অবৈধভাবে বৈদ্যুতিক সংযোগ নেয় এবং বিদ্যুতের একটি তার মাটিতে পড়ে থাকলে সেখান থেকে শিশুটি বিদ্যুৎস্পর্শ হয় বলে স্থানীয়দের দাবি। খবর পেয়ে বিদ্যুৎ বিভাগ এবং থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মঙ্গলবার, ০১ জুন ২০২১ , ১৮ জ্যৈষ্ঠ ১৪২৮ ১৯ শাওয়াল ১৪৪২

ভান্ডারিয়ায় বিদ্যুত স্পর্শে ছাত্রের মৃত্যু

প্রতিনিধি, ভান্ডারিয়া (পিরোজপুর)

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার আতরখালী গ্রামে রোববার দুপুরে বিদ্যুৎ স্পর্শে মো. রবিউল ইসলাম হাওলাদার (১৪) নামে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার ইকড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দিনমজুর মো. শহিদুল ইসলামের ছেলে। শিশুটি সিংহখালী স্কুল এ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীতে পড়ালেখা করত।

নিহতের মামা মো. সিদ্দিকুর রহমান জানান, করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় দিনমজুর বাবার সংসারের হাল ধরতে ইকড়ি বাজারের শরীফ ডেকরেটরে শ্রমিকের কাজ নেয় রবিউল। প্রতিদিনের ন্যায় রোববার দুপুরে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে ইকড়িন্ডআতরখালী সড়ক সংলগ্ন মিলন হাওলাদারের বাড়ির সামনে নির্মাণাধীন গার্ডার ব্রিজের কাছ থেকে যাওয়ার সময় শিশুটি বিদ্যুৎ স্পর্শে হয়ে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয় সূত্রে জানা যায় জিয়াউল এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ওই গার্ডার ব্রিজটির কাজ করছে। ব্রিজের কাজের জন্য শ্রমিকরা অবৈধভাবে বৈদ্যুতিক সংযোগ নেয় এবং বিদ্যুতের একটি তার মাটিতে পড়ে থাকলে সেখান থেকে শিশুটি বিদ্যুৎস্পর্শ হয় বলে স্থানীয়দের দাবি। খবর পেয়ে বিদ্যুৎ বিভাগ এবং থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।