চাঁপাইয়ে অস্ত্রসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে মো. সোহাগ নামে এক যুবককে অস্ত্রসহ আটক করেছে। গত সোমবার রাতে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ম্যাংগো মার্কেট এলাকায় তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২টি পিস্তল, ২টি ওয়ানশুটার গান, ৩টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি জেলার ভোলাহাট উপজেলার বড়গাছি ইউনিয়নের আন্দিপুর গ্রামের মো. আশরাফুল ইসলাম ছেলে। চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, র‌্যাব সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে ভোলাহাটের সীমান্তবর্তী এলাকার কতিপয় অবৈধ অস্ত্র ব্যবসায়ী পার্শ্ববর্তী দেশ ভারত হতে বিপুল পরিমাণ অস্ত্র চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতো।

এরই এক পর্যায়ে এ তথ্যের ভিত্তিতে গত সোমাবার রাত সোয়া ১০টায় র‌্যাব সদস্যরা সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ম্যাংগো মার্কেটের সামনে অভিযান চালিয়ে অস্ত্রসহ উক্ত যুবককে আটক করে। এ ব্যাপারে সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১ , ২০ জ্যৈষ্ঠ ১৪২৮ ২১ শাওয়াল ১৪৪২

চাঁপাইয়ে অস্ত্রসহ যুবক আটক

জেলা বার্তা পরিবেশক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে মো. সোহাগ নামে এক যুবককে অস্ত্রসহ আটক করেছে। গত সোমবার রাতে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ম্যাংগো মার্কেট এলাকায় তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২টি পিস্তল, ২টি ওয়ানশুটার গান, ৩টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি জেলার ভোলাহাট উপজেলার বড়গাছি ইউনিয়নের আন্দিপুর গ্রামের মো. আশরাফুল ইসলাম ছেলে। চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, র‌্যাব সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে ভোলাহাটের সীমান্তবর্তী এলাকার কতিপয় অবৈধ অস্ত্র ব্যবসায়ী পার্শ্ববর্তী দেশ ভারত হতে বিপুল পরিমাণ অস্ত্র চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতো।

এরই এক পর্যায়ে এ তথ্যের ভিত্তিতে গত সোমাবার রাত সোয়া ১০টায় র‌্যাব সদস্যরা সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ম্যাংগো মার্কেটের সামনে অভিযান চালিয়ে অস্ত্রসহ উক্ত যুবককে আটক করে। এ ব্যাপারে সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।