আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ : দগ্ধ ৬

সাভারের আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে অগ্নি বিস্ফোরণে একই পরিবারের চার জনসহ ছয় ব্যক্তি আহত হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক ।

গতকাল বুধবার সকাল ৫টার দিকে আশুলিয়া পল্লীবিদ্যুৎ এলাকায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হুমায়ন কবিরের মালিকানাধীন বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটনা ঘটে । দগ্ধরা হলেন- হাকিম (৩২), তার স্ত্রী-আদুরী (২৬),আউয়াল(৩৫),তার স্ত্রী-রেনু(২৭) এবং তাদের মেয়ে আরফিয়া(১০) ও আফরোজা (৩০) ।

স্থানীয়রা জানান, সকালে হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরিত হয় হুমায়ন কবিরের মালিকানাধীন বাড়িতে। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে দেখতে পায় আগুনে একই পরিবারের চার জনসহ ছয় ব্যক্তি দগ্ধ হয়েছে। পরে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয় ।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিস্ফোরণে ছয় ব্যক্তি দগ্ধ হয়েছে। তাদের মধ্যে দুইজনকে আশঙ্কা জনক অবস্থায় শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে পাঠানো হয়েছে । সেই সঙ্গে বাকি চারজন স্থানীয় গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।

বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১ , ২০ জ্যৈষ্ঠ ১৪২৮ ২১ শাওয়াল ১৪৪২

আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ : দগ্ধ ৬

প্রতিনিধি, সাভার (ঢাকা)

সাভারের আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে অগ্নি বিস্ফোরণে একই পরিবারের চার জনসহ ছয় ব্যক্তি আহত হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক ।

গতকাল বুধবার সকাল ৫টার দিকে আশুলিয়া পল্লীবিদ্যুৎ এলাকায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হুমায়ন কবিরের মালিকানাধীন বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটনা ঘটে । দগ্ধরা হলেন- হাকিম (৩২), তার স্ত্রী-আদুরী (২৬),আউয়াল(৩৫),তার স্ত্রী-রেনু(২৭) এবং তাদের মেয়ে আরফিয়া(১০) ও আফরোজা (৩০) ।

স্থানীয়রা জানান, সকালে হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরিত হয় হুমায়ন কবিরের মালিকানাধীন বাড়িতে। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে দেখতে পায় আগুনে একই পরিবারের চার জনসহ ছয় ব্যক্তি দগ্ধ হয়েছে। পরে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয় ।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিস্ফোরণে ছয় ব্যক্তি দগ্ধ হয়েছে। তাদের মধ্যে দুইজনকে আশঙ্কা জনক অবস্থায় শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে পাঠানো হয়েছে । সেই সঙ্গে বাকি চারজন স্থানীয় গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।