খুলনায় ধর্ষণ : হোটেল মালিক গ্রেপ্তার

খুলনায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রেস্টুরেন্টের রাঁধুনিকে ধর্ষণের অভিযোগে হোটেল মালিক এনামুল খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার ডুমুরিয়া উপজেলা সদর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডুমুরিয়া থানার ওসি জানান, উপজেলার ডুমুরিয়া বাসস্ট্যান্ডে অবস্থিত ভাই ভাই হোটেলের মালিক এনামুল খান তার হোটেলে কর্মরত রাঁধুনি নারী কর্মচারীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন।

গত বছর ১৫ অক্টোবর এনামুল কোমল পানীয়র ভেতর নেশাজাতীয়দ্রব্য মিশিয়ে রাঁধুনিকে খাইয়ে অজ্ঞান করে ধর্ষণ করেন। পরবর্তীতে ওই নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক অব্যাহত রাখেন এনামুল। গত ২০ মার্চ ওই নারীকে আবারও ধর্ষণ করেন এনামুল। তখন ওই নারী তাকে বিয়ের কথা বললে এনামুল ছলচাতুরী শুরু করেন। একপর্যায়ে বিয়ে করতে অস্বীকৃতি জানান। ওসি বলেন, এ ঘটনায় সোমবার ভুক্তভোগী নারী হোটেল মালিক এনামুলকে আসামি করে ডুমুরিয়া থানায় মামলা করেন।

মামলার পর আসামি এনামুল খানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১ , ২০ জ্যৈষ্ঠ ১৪২৮ ২১ শাওয়াল ১৪৪২

খুলনায় ধর্ষণ : হোটেল মালিক গ্রেপ্তার

জেলা বার্তা পরিবেশক, খুলনা

খুলনায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রেস্টুরেন্টের রাঁধুনিকে ধর্ষণের অভিযোগে হোটেল মালিক এনামুল খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার ডুমুরিয়া উপজেলা সদর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডুমুরিয়া থানার ওসি জানান, উপজেলার ডুমুরিয়া বাসস্ট্যান্ডে অবস্থিত ভাই ভাই হোটেলের মালিক এনামুল খান তার হোটেলে কর্মরত রাঁধুনি নারী কর্মচারীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন।

গত বছর ১৫ অক্টোবর এনামুল কোমল পানীয়র ভেতর নেশাজাতীয়দ্রব্য মিশিয়ে রাঁধুনিকে খাইয়ে অজ্ঞান করে ধর্ষণ করেন। পরবর্তীতে ওই নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক অব্যাহত রাখেন এনামুল। গত ২০ মার্চ ওই নারীকে আবারও ধর্ষণ করেন এনামুল। তখন ওই নারী তাকে বিয়ের কথা বললে এনামুল ছলচাতুরী শুরু করেন। একপর্যায়ে বিয়ে করতে অস্বীকৃতি জানান। ওসি বলেন, এ ঘটনায় সোমবার ভুক্তভোগী নারী হোটেল মালিক এনামুলকে আসামি করে ডুমুরিয়া থানায় মামলা করেন।

মামলার পর আসামি এনামুল খানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।