আজ কুমিল্লায় ধারণকৃত ‘ইত্যাদি’র পুনঃপ্রচার

আজ রাত দশটার ইংরেজি সংবাদের পর ইত্যাদি’র কুমিল্লায় ধারণকৃত পর্বটি প্রচারিত হবে। এই পর্বটি ২০০৯ সালের ১০ মে; অতীত ঐতিহ্যের গৌরবময় স্থান কুমিল্লার শালবন বৌদ্ধবিহারের সামনের উন্মুক্ত স্থানে বিশাল মঞ্চ তৈরি করে কয়েক হাজার দর্শক নিয়ে ধারণ করা হয়। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ। যথারীতি এবারও ‘ইত্যাদি’ স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

রবিবার, ০৬ জুন ২০২১ , ২৩ জ্যৈষ্ঠ ১৪২৮ ২৪ শাওয়াল ১৪৪২

আজ কুমিল্লায় ধারণকৃত ‘ইত্যাদি’র পুনঃপ্রচার

বিনোদন প্রতিবেদক |

image

আজ রাত দশটার ইংরেজি সংবাদের পর ইত্যাদি’র কুমিল্লায় ধারণকৃত পর্বটি প্রচারিত হবে। এই পর্বটি ২০০৯ সালের ১০ মে; অতীত ঐতিহ্যের গৌরবময় স্থান কুমিল্লার শালবন বৌদ্ধবিহারের সামনের উন্মুক্ত স্থানে বিশাল মঞ্চ তৈরি করে কয়েক হাজার দর্শক নিয়ে ধারণ করা হয়। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ। যথারীতি এবারও ‘ইত্যাদি’ স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।