মাস্ক পরিহিত ছিনতাইকারী থেকে সাবধান

বাংলাদেশের ব্যস্ত রাস্তাগুলোতে ছিনতাইকারীদের আনাগোনা থাকে সবসময়। দিনের বেলা কিংবা সন্ধার পর নয়, যে কোন সময়েই তারা ছিনতাই করতে পারদর্শী। ছিচকে চোরেরা পথচারীদের অগোচরে এবং ছিনতাইকারীরা প্রকাশ্যেই তাদের উদ্দেশ্য সাধন করে থাকে। আর বর্তমান সময়ে করোনা মহামারির কারণে রাস্তাঘাটে চলাচলের সময় সবাই মাস্ক পরিহিত থাকার কারণে কে ছিনতাইকারী কিংবা কে সাধারণ পথচারী তা বোঝা মুশকিল। চলাফেরার সময় পকেটে অনেক টাকা না থাকলেও কম করে হলেও একটি স্মার্টফোন থাকে, আর চোর-ছিনতাইকারীদের প্রথম টার্গেট হয় পথচারীদের হাতে-পকেটে থাকা মোবাইল। অধিকাংশ ছিনতাইকারীরা পোশাকে ভদ্রলোক সেজে থাকে, ফলে কেউ মাস্ক পরিহিত অবস্থায় চুরি-ছিনতাইয়ের জন্য সুযোগ খুঁজছে কিনা, সেদিকে খেয়াল রাখা সম্ভব হয় না।

কভিড ১৯ মহামারি থেকে সহজে মুক্তি পাওয়া সম্ভব নয়।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, করোনা আরও বহু বছর ভোগাকে মানুষকে এবং মৌসুমি রোগের মতো হয়ে যাবে এক সময়। ফলে বাসার বাহিরে বের হলেই মাস্ক পরতে হবে। গত প্রায় দুই বছরের মতো নিয়মিত মাস্ক পরার কারণে মাস্ক পরা হয়ে গেছে এখন পোশাক পরার মতোই। এই অবস্থায় রাস্তাঘাটে চলাফেরাসহ অফিস-আদালতে অবস্থানের সময় মাস্ক পরিহিত অপরিচিত লোকদের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে থাকা চোর-ছিনতাইকারীদের কবল থেকে রেহাই পেতে সতর্ক থাকার বিকল্প নেই।

জোবায়ের আহমেদ

রবিবার, ০৬ জুন ২০২১ , ২৩ জ্যৈষ্ঠ ১৪২৮ ২৪ শাওয়াল ১৪৪২

মাস্ক পরিহিত ছিনতাইকারী থেকে সাবধান

বাংলাদেশের ব্যস্ত রাস্তাগুলোতে ছিনতাইকারীদের আনাগোনা থাকে সবসময়। দিনের বেলা কিংবা সন্ধার পর নয়, যে কোন সময়েই তারা ছিনতাই করতে পারদর্শী। ছিচকে চোরেরা পথচারীদের অগোচরে এবং ছিনতাইকারীরা প্রকাশ্যেই তাদের উদ্দেশ্য সাধন করে থাকে। আর বর্তমান সময়ে করোনা মহামারির কারণে রাস্তাঘাটে চলাচলের সময় সবাই মাস্ক পরিহিত থাকার কারণে কে ছিনতাইকারী কিংবা কে সাধারণ পথচারী তা বোঝা মুশকিল। চলাফেরার সময় পকেটে অনেক টাকা না থাকলেও কম করে হলেও একটি স্মার্টফোন থাকে, আর চোর-ছিনতাইকারীদের প্রথম টার্গেট হয় পথচারীদের হাতে-পকেটে থাকা মোবাইল। অধিকাংশ ছিনতাইকারীরা পোশাকে ভদ্রলোক সেজে থাকে, ফলে কেউ মাস্ক পরিহিত অবস্থায় চুরি-ছিনতাইয়ের জন্য সুযোগ খুঁজছে কিনা, সেদিকে খেয়াল রাখা সম্ভব হয় না।

কভিড ১৯ মহামারি থেকে সহজে মুক্তি পাওয়া সম্ভব নয়।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, করোনা আরও বহু বছর ভোগাকে মানুষকে এবং মৌসুমি রোগের মতো হয়ে যাবে এক সময়। ফলে বাসার বাহিরে বের হলেই মাস্ক পরতে হবে। গত প্রায় দুই বছরের মতো নিয়মিত মাস্ক পরার কারণে মাস্ক পরা হয়ে গেছে এখন পোশাক পরার মতোই। এই অবস্থায় রাস্তাঘাটে চলাফেরাসহ অফিস-আদালতে অবস্থানের সময় মাস্ক পরিহিত অপরিচিত লোকদের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে থাকা চোর-ছিনতাইকারীদের কবল থেকে রেহাই পেতে সতর্ক থাকার বিকল্প নেই।

জোবায়ের আহমেদ