আটকের কয়েক ঘণ্টা পর মুক্ত আল-জাজিরার সাংবাদিক

পূর্ব জেরুজালেম থেকে গ্রেপ্তার আল-জাজিরার সাংবাদিক গিভারা বুদেইরিকে ছেড়ে দিয়েছে ইসরায়েল পুলিশ। এর আগে কয়েক ঘণ্টা তাকে আটকে রাখা হয়। আল-জাজিরা

পূর্ব জেরুজালেমের শেখ জারাহ এলাকায় দায়িত্ব পালনের সময় আটক করা হয় বুদেইরিকে। ফিলিস্তিনিদের চলমান বিক্ষোভের খবর সংগ্রহ করছিলেন তিনি।

আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়, বুদেইরিকে আটকের আগে লাঞ্ছিত করে পুলিশ। তার সহকর্মী আল-জাজিরার ক্যামেরাপারসন নাবিল মাজাউইয়ের সঙ্গে থাকা ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম ভেঙেও দেয় তারা। বুদেইরিকে গ্রেপ্তার দেখানো হলে তীব্র প্রতিক্রিয়া জানায় সংবাদমাধ্যমের স্বাধীনতাবিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা।

মুক্তি পাওয়ার পর বুদেইরি বলেন, ‘চারদিক থেকে আমাকে হঠাৎ ঘিরে ধরেছিল পুলিশ সদস্যরা। আমি জানি না কেন। তারা আমাকে লাথি মারতে মারতে দেয়ালে কোণঠাসা করে ফেলে। এরপর মারতে মারতে গাড়ির ভেতরে ঢোকায়। যে যেখান থেকে পারছিল, আমাকে লাথি মারছিল।’ ঘটনার সময় ফিলিস্তিনের ৫৪তম নাকসা দিবসের কর্মসূচি চলছিল। পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর ও গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের লক্ষ্যে ইসরায়েলের চালানো আগ্রাসনের বিরোধিতায় পালিত হয় দিনটি।

১৯৬৭ সাল থেকে প্রতিবছর ৫ জুন ‘নাকসা দিবস’ হিসেবে পালন করে আসছেন গৃহহীন ও অবরুদ্ধ হাজারো ফিলিস্তিনি।

সোমবার, ০৭ জুন ২০২১ , ২৪ জ্যৈষ্ঠ ১৪২৮ ২৫ শাওয়াল ১৪৪২

আটকের কয়েক ঘণ্টা পর মুক্ত আল-জাজিরার সাংবাদিক

পূর্ব জেরুজালেম থেকে গ্রেপ্তার আল-জাজিরার সাংবাদিক গিভারা বুদেইরিকে ছেড়ে দিয়েছে ইসরায়েল পুলিশ। এর আগে কয়েক ঘণ্টা তাকে আটকে রাখা হয়। আল-জাজিরা

পূর্ব জেরুজালেমের শেখ জারাহ এলাকায় দায়িত্ব পালনের সময় আটক করা হয় বুদেইরিকে। ফিলিস্তিনিদের চলমান বিক্ষোভের খবর সংগ্রহ করছিলেন তিনি।

আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়, বুদেইরিকে আটকের আগে লাঞ্ছিত করে পুলিশ। তার সহকর্মী আল-জাজিরার ক্যামেরাপারসন নাবিল মাজাউইয়ের সঙ্গে থাকা ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম ভেঙেও দেয় তারা। বুদেইরিকে গ্রেপ্তার দেখানো হলে তীব্র প্রতিক্রিয়া জানায় সংবাদমাধ্যমের স্বাধীনতাবিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা।

মুক্তি পাওয়ার পর বুদেইরি বলেন, ‘চারদিক থেকে আমাকে হঠাৎ ঘিরে ধরেছিল পুলিশ সদস্যরা। আমি জানি না কেন। তারা আমাকে লাথি মারতে মারতে দেয়ালে কোণঠাসা করে ফেলে। এরপর মারতে মারতে গাড়ির ভেতরে ঢোকায়। যে যেখান থেকে পারছিল, আমাকে লাথি মারছিল।’ ঘটনার সময় ফিলিস্তিনের ৫৪তম নাকসা দিবসের কর্মসূচি চলছিল। পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর ও গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের লক্ষ্যে ইসরায়েলের চালানো আগ্রাসনের বিরোধিতায় পালিত হয় দিনটি।

১৯৬৭ সাল থেকে প্রতিবছর ৫ জুন ‘নাকসা দিবস’ হিসেবে পালন করে আসছেন গৃহহীন ও অবরুদ্ধ হাজারো ফিলিস্তিনি।