কাউন্টারে রেলের টিকিট বিক্রি শুরু

আজ থেকে ৯ জোড়া ট্রেন চলবে

কাউন্টারে বিক্রি শুরু হয়েছে রেলওয়ে টিকিট। স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে চালু হচ্ছে আরও ১৯ জোড়া আন্তঃনগর ট্রেন। এছাড়া বিভিন্ন স্থানের লোকাল যাত্রী পরিবহনের জন্য মেইল ও কমিউটার ট্রেন চলাচল করবে। পূর্বঘোষণা অনুযায়ী গতকাল এসব ট্রেনের অর্ধেক আসনের টিকিট কাউন্টারে বিক্রি করা হয়েছে বলে রেলওয়ে সূত্র জানায়।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ৫ এপ্রিল থেকে সারাদেশে বন্ধ ছিল ট্রেন যোগাযোগ। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে গত ২৪ মে থেকে চালু হয় ট্রেন সার্ভিস। তখন থেকেই অনলাইনে ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হতো। গতকাল থেকে কাউন্টারে টিকিট বিক্রি শুরু হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে প্রাথমিকভাবে সারাদেশে ২৮ জোড়া আন্তঃনগর ট্রেন, ৯টি মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন চলাচল করছে। আজ থেকে ঢাকা-ময়মনসিংহ-তারাকান্দা রুটের ‘অগ্নিবীণা এক্সপ্রেস’, ঢাকা-সিলেটের ‘জয়ন্তিকা/ উপবন এক্সপ্রেস’, চট্টগ্রাম-সিলেটের ‘পাহাড়িকা/ উদয়ন এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেন চলাচল করবে।

এছাড়া রাজশাহী-চিলাহাটির ‘বরেন্দ্র এক্সপ্রেস’, খুলনা-চিলাহাটির ‘সীমান্ত এক্সপ্রেস’, ঢাকা-কুড়িগ্রামের ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’, পঞ্চগড়-ঢাকার ‘পঞ্চগড় এক্সপ্রেস’ এবং পঞ্চগড়-রাজশাহীর ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ চলবে। ঢাকা/চট্টগ্রাম মেইল, সুরমা মেইল, তিতাস কমিউটার, দেওয়ানগঞ্জ কমিউটার, ময়মনসিংহ এক্সপ্রেস, মহুয়া কমিউটার, রাজবাড়ী এক্সপ্রেস, বিরল কমিউটার, বগুড়া কমিউটার এবং বোনারপাড়া-শান্তাহার কলেজ ট্রেন মোট ১০টি মেইল ও কমিউটার ট্রেনের চলাচল করবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

আরও খবর
ভারতে নাগরিকত্ব প্রশ্নে দীর্ঘমেয়াদি ভিসা, দ্বন্দ্বে আসাম সরকার
৬ দফার মাধ্যমেই বাঙালির স্বাধীনতা অর্জন হয়েছিল প্রধানমন্ত্রী
গণতন্ত্রে বিশ্বাস নেই বলে বিএনপি নির্বাচন বয়কট করেছে ওবায়দুল কাদের
ছয় দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি
প্রায় ১৪ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস
সংসদে বিরোধী দলের তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
করোনা টিকার মজুদ আছে এক লাখ ৫৬ হাজার
যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রে সংঘর্ষ, আহত ৩
১০০ কিশোর গ্যাং শনাক্ত করেছে র‌্যাব
চার্জশিট থেকে বাদপড়া দুই হত্যাকারীকে ধরল পিবিআই
বান্দরবানে পাহাড় ধসের আশঙ্কা, লক্ষাধিক মানুষকে সরে যেতে মাইকিং
সহযোগীসহ টিকটক-লাইকি দুই তরুণী আটক

মঙ্গলবার, ০৮ জুন ২০২১ , ২৫ জ্যৈষ্ঠ ১৪২৮ ২৬ শাওয়াল ১৪৪২

কাউন্টারে রেলের টিকিট বিক্রি শুরু

আজ থেকে ৯ জোড়া ট্রেন চলবে

নিজস্ব বার্তা পরিবেশক

কাউন্টারে বিক্রি শুরু হয়েছে রেলওয়ে টিকিট। স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে চালু হচ্ছে আরও ১৯ জোড়া আন্তঃনগর ট্রেন। এছাড়া বিভিন্ন স্থানের লোকাল যাত্রী পরিবহনের জন্য মেইল ও কমিউটার ট্রেন চলাচল করবে। পূর্বঘোষণা অনুযায়ী গতকাল এসব ট্রেনের অর্ধেক আসনের টিকিট কাউন্টারে বিক্রি করা হয়েছে বলে রেলওয়ে সূত্র জানায়।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ৫ এপ্রিল থেকে সারাদেশে বন্ধ ছিল ট্রেন যোগাযোগ। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে গত ২৪ মে থেকে চালু হয় ট্রেন সার্ভিস। তখন থেকেই অনলাইনে ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হতো। গতকাল থেকে কাউন্টারে টিকিট বিক্রি শুরু হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে প্রাথমিকভাবে সারাদেশে ২৮ জোড়া আন্তঃনগর ট্রেন, ৯টি মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন চলাচল করছে। আজ থেকে ঢাকা-ময়মনসিংহ-তারাকান্দা রুটের ‘অগ্নিবীণা এক্সপ্রেস’, ঢাকা-সিলেটের ‘জয়ন্তিকা/ উপবন এক্সপ্রেস’, চট্টগ্রাম-সিলেটের ‘পাহাড়িকা/ উদয়ন এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেন চলাচল করবে।

এছাড়া রাজশাহী-চিলাহাটির ‘বরেন্দ্র এক্সপ্রেস’, খুলনা-চিলাহাটির ‘সীমান্ত এক্সপ্রেস’, ঢাকা-কুড়িগ্রামের ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’, পঞ্চগড়-ঢাকার ‘পঞ্চগড় এক্সপ্রেস’ এবং পঞ্চগড়-রাজশাহীর ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ চলবে। ঢাকা/চট্টগ্রাম মেইল, সুরমা মেইল, তিতাস কমিউটার, দেওয়ানগঞ্জ কমিউটার, ময়মনসিংহ এক্সপ্রেস, মহুয়া কমিউটার, রাজবাড়ী এক্সপ্রেস, বিরল কমিউটার, বগুড়া কমিউটার এবং বোনারপাড়া-শান্তাহার কলেজ ট্রেন মোট ১০টি মেইল ও কমিউটার ট্রেনের চলাচল করবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।