কিশোরগঞ্জে পৃথক সংঘর্ষে দু’জন নিহত

কিশোরগঞ্জের বাজিতপুর ও তাড়াইলে পৃথক সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। বাজিতপুরের দিলালপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গোলাম কিবরিয়া নোবেল ও সাবেক চেয়ারম্যান মিসবাহ উদ্দিন শাফি আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী। তাদের পক্ষে ইতোমধ্যে এলাকায় প্রচারণা চলছে। এর জের ধরে গত সোমবার দুপুরে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলে মেসবাহ উদ্দিনের সমর্থক মুজিবুর রহমান (৬৫) প্রতিপক্ষের বল্লমের আঘাতে ঘটনাস্থলেই মারা গেছেন। তার স্ত্রী ফরিদা খাতুনসহ (৫৫) উভয় পক্ষে আরও অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে তাড়াইলের দিগদাইড় এলাকার ডুবাইল জলমহাল নিয়ে পূবপাড়ার সাদেক ভেন্ডারের লোকদের সঙ্গে সোমবার সন্ধ্যায় গ্রামবাসীর সংঘর্ষ হয়। এতে সাদেক ভেন্ডারের লোক মতি মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩৫) বল্লমের আঘাতে গুরুতর আহত হলে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসব ঘটনায় উভয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

বুধবার, ০৯ জুন ২০২১ , ২৬ জ্যৈষ্ঠ ১৪২৮ ২৭ শাওয়াল ১৪৪২

কিশোরগঞ্জে পৃথক সংঘর্ষে দু’জন নিহত

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের বাজিতপুর ও তাড়াইলে পৃথক সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। বাজিতপুরের দিলালপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গোলাম কিবরিয়া নোবেল ও সাবেক চেয়ারম্যান মিসবাহ উদ্দিন শাফি আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী। তাদের পক্ষে ইতোমধ্যে এলাকায় প্রচারণা চলছে। এর জের ধরে গত সোমবার দুপুরে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলে মেসবাহ উদ্দিনের সমর্থক মুজিবুর রহমান (৬৫) প্রতিপক্ষের বল্লমের আঘাতে ঘটনাস্থলেই মারা গেছেন। তার স্ত্রী ফরিদা খাতুনসহ (৫৫) উভয় পক্ষে আরও অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে তাড়াইলের দিগদাইড় এলাকার ডুবাইল জলমহাল নিয়ে পূবপাড়ার সাদেক ভেন্ডারের লোকদের সঙ্গে সোমবার সন্ধ্যায় গ্রামবাসীর সংঘর্ষ হয়। এতে সাদেক ভেন্ডারের লোক মতি মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩৫) বল্লমের আঘাতে গুরুতর আহত হলে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসব ঘটনায় উভয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।