তিন জেলায় বজ্রাঘাতে মৃত্যু ৭

রাজশাহীতে ৪

জেলা বার্তা পরিবেশক, রাজশাহী

রাজশাহীর চারঘাট উপজেলার চক কাপাশিয়া গ্রামে বজ্রপাতে চারজনের নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার বিকেলে ঝড়-বৃষ্টির সময় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, চক কাপাশিয়া গ্রামের আলেয়া বেগম (৫৫), মুক্ত খাতুন (৩৫), পরশ (১০) ও সোহান (১২)। চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সমিরা জানান, ঝড়-বৃষ্টির সময় তারা সবাই একটি বাগানে আম কুড়াচ্ছি। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে আলেয়া ও মুক্তা মারা যান। আহত অবস্থায় উদ্ধার করে করে চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহান ও পরশ। সরকারি নিয়ম অনুযায়ী নিহতদের দাফনের জন্য তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেয়া হবে।

স্বরূপকাঠিতে দম্পতি

প্রতিনিধি, পিরোজপুর

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার গুয়ারেখা ইউনিয়নের পূর্ব গুয়ারেখা গ্রামে বজ্রাঘাতে আবুল কালাম (৫৫) ও জাহানারা বেগম (৫০) নামে এক দম্পতির মৃত্যু হয়েছে। গত সোমবার বিকেলে ছাগল রাখার ঘরে পলিথিন টানাতে গিয়ে ওই দম্পতির মৃত্যু হয়। গুয়ারেখা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর বিষয়টি নিশ্চিত করেছেন। ইউপি চেয়ারম্যান জানান, প্রচ- ঝড়ের মধ্যে বজ্রাঘাতে আবুল কালাম (৫৫) ও তার স্ত্রী জাহানারা বেগম (৫০) গুরুতর আহত হন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে পিরোজপুর সদরের কলাখালী বাজারের পল্লী চিকিৎসক সজলের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বজ্রাঘাতে নিহত কৃষক দম্পতির চার সন্তান রয়েছে। আবুল কালাম ওই গ্রামের মৃত আ. কাদেরের ছেলে। দরিদ্র কৃষক পরিবারের চার সন্তানের জনক জননীর এক সঙ্গে মৃত্যু হওয়ায় এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

শিবচরে ১

প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

মাদারীপুরের শিবচরে একাধিক স্থানে বজ্রপাতের ঘটনা ঘটেছে। বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে ও ৩ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের দোতারা হাজী ইয়াছিন মোল্লাকান্দি গ্রামের রাকিব হাওলাদার (১৮) বাংলাবাজার থেকে বাড়ি ফিরছিল। এ সময় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথে সাথে প্রচ- বজ্রপাত নিপতিত হতে থাকে। রাকিব নিজ বাড়ি সংলগ্ন রাস্তায় আসলে এ সময় একটি বজ্রপাত তার ওপর নিপাতিত হয়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাকিব দোতারা হাজী ইয়াছিন মোল্লাকান্দি গ্রামের জহিরুদ্দিন হাওলাদারের ছেলে।

বুধবার, ০৯ জুন ২০২১ , ২৬ জ্যৈষ্ঠ ১৪২৮ ২৭ শাওয়াল ১৪৪২

তিন জেলায় বজ্রাঘাতে মৃত্যু ৭

রাজশাহীতে ৪

জেলা বার্তা পরিবেশক, রাজশাহী

রাজশাহীর চারঘাট উপজেলার চক কাপাশিয়া গ্রামে বজ্রপাতে চারজনের নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার বিকেলে ঝড়-বৃষ্টির সময় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, চক কাপাশিয়া গ্রামের আলেয়া বেগম (৫৫), মুক্ত খাতুন (৩৫), পরশ (১০) ও সোহান (১২)। চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সমিরা জানান, ঝড়-বৃষ্টির সময় তারা সবাই একটি বাগানে আম কুড়াচ্ছি। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে আলেয়া ও মুক্তা মারা যান। আহত অবস্থায় উদ্ধার করে করে চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহান ও পরশ। সরকারি নিয়ম অনুযায়ী নিহতদের দাফনের জন্য তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেয়া হবে।

স্বরূপকাঠিতে দম্পতি

প্রতিনিধি, পিরোজপুর

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার গুয়ারেখা ইউনিয়নের পূর্ব গুয়ারেখা গ্রামে বজ্রাঘাতে আবুল কালাম (৫৫) ও জাহানারা বেগম (৫০) নামে এক দম্পতির মৃত্যু হয়েছে। গত সোমবার বিকেলে ছাগল রাখার ঘরে পলিথিন টানাতে গিয়ে ওই দম্পতির মৃত্যু হয়। গুয়ারেখা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর বিষয়টি নিশ্চিত করেছেন। ইউপি চেয়ারম্যান জানান, প্রচ- ঝড়ের মধ্যে বজ্রাঘাতে আবুল কালাম (৫৫) ও তার স্ত্রী জাহানারা বেগম (৫০) গুরুতর আহত হন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে পিরোজপুর সদরের কলাখালী বাজারের পল্লী চিকিৎসক সজলের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বজ্রাঘাতে নিহত কৃষক দম্পতির চার সন্তান রয়েছে। আবুল কালাম ওই গ্রামের মৃত আ. কাদেরের ছেলে। দরিদ্র কৃষক পরিবারের চার সন্তানের জনক জননীর এক সঙ্গে মৃত্যু হওয়ায় এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

শিবচরে ১

প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

মাদারীপুরের শিবচরে একাধিক স্থানে বজ্রপাতের ঘটনা ঘটেছে। বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে ও ৩ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের দোতারা হাজী ইয়াছিন মোল্লাকান্দি গ্রামের রাকিব হাওলাদার (১৮) বাংলাবাজার থেকে বাড়ি ফিরছিল। এ সময় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথে সাথে প্রচ- বজ্রপাত নিপতিত হতে থাকে। রাকিব নিজ বাড়ি সংলগ্ন রাস্তায় আসলে এ সময় একটি বজ্রপাত তার ওপর নিপাতিত হয়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাকিব দোতারা হাজী ইয়াছিন মোল্লাকান্দি গ্রামের জহিরুদ্দিন হাওলাদারের ছেলে।