জলাবদ্ধতা নিরসনে পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে তাপস

জলাবদ্ধতা নিরসনে কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ করা হচ্ছে উল্লেখ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘অপরিকল্পিতভাবে ঢাকা শহর গড়ে ওঠেছে। তাই বর্ষা মৌসুমে যে বৃষ্টি হয় তা ধারণ করার ক্ষমতা ঢাকা শহরের নেই। যে কারণে বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে জলাবদ্ধতা হতে থাকে। তাই ঢাকার জলাবদ্ধতা নিরসনে স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা অনুযায়ী কাজ করা হচ্ছে।’

গতকাল রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় শহীদ শেখ রাসেল পার্ক উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাদসিক প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান ও সচিব আকরামুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় ঢাদসিক মেয়র বলেন, ‘প্রাথমিক পর্যায়ে আমাদের স্বল্প মেয়াদি কাজ হলো, স্তুপ আকারে যে বর্জ্য ছিল সেগুলো পরিষ্কার করা। যাতে করে পানি নিষ্কাশন ও পানি প্রবাহের সুযোগটা হয়। মধ্যমেয়াদি আমরা কিছু কার্যক্রম নিয়েছি, সেটা হলো, যেখানে অবকাঠামো উন্নয়ন প্রয়োজন, নর্দমাগুলোকে সম্প্রসারণ করা প্রয়োজন, আধারের জায়গাটা সম্প্রসারণ করা প্রয়োজন, সেসব জায়গুলোতে অবকাঠানো উন্নয়ন করা।

image

ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় শহীদ শেখ রাসেল পার্ক উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন -সংবাদ

আরও খবর
আবাসিক গ্রাহকদের গ্যাস সংযোগ না দিলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা চট্টগ্রামে
বহুদলীয় গণতন্ত্র ছিল বিএনপির তামাশা কাদের
‘উন্নয়নের জন্য বিদেশি ঋণের প্রয়োজন হবে না’
বর্ষার আগেই যমুনায় ভাঙন
ইসির বিরুদ্ধে অভিযোগ তদন্তের দাবিতে সুজনের গণস্বাক্ষর অভিযান
জবানবন্দি গ্রুপের দুই সদস্যের
নোয়াখালী শহরে বাড়ছে করোনা, চরাঞ্চলে ডায়রিয়া
পশ্চিমবঙ্গে রাজনীতিতে পালাবদলের ইঙ্গিত
অর্থ পাচার : তালিকা প্রকাশ না পেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি
দেশে এখন দুই শত্রু করোনা ও আ’লীগ মির্জা ফখরুল

বৃহস্পতিবার, ১০ জুন ২০২১ , ২৭ জ্যৈষ্ঠ ১৪২৮ ২৮ শাওয়াল ১৪৪২

জলাবদ্ধতা নিরসনে পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে তাপস

নিজস্ব বার্তা পরিবেশক

image

ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় শহীদ শেখ রাসেল পার্ক উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন -সংবাদ

জলাবদ্ধতা নিরসনে কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ করা হচ্ছে উল্লেখ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘অপরিকল্পিতভাবে ঢাকা শহর গড়ে ওঠেছে। তাই বর্ষা মৌসুমে যে বৃষ্টি হয় তা ধারণ করার ক্ষমতা ঢাকা শহরের নেই। যে কারণে বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে জলাবদ্ধতা হতে থাকে। তাই ঢাকার জলাবদ্ধতা নিরসনে স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা অনুযায়ী কাজ করা হচ্ছে।’

গতকাল রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় শহীদ শেখ রাসেল পার্ক উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাদসিক প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান ও সচিব আকরামুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় ঢাদসিক মেয়র বলেন, ‘প্রাথমিক পর্যায়ে আমাদের স্বল্প মেয়াদি কাজ হলো, স্তুপ আকারে যে বর্জ্য ছিল সেগুলো পরিষ্কার করা। যাতে করে পানি নিষ্কাশন ও পানি প্রবাহের সুযোগটা হয়। মধ্যমেয়াদি আমরা কিছু কার্যক্রম নিয়েছি, সেটা হলো, যেখানে অবকাঠামো উন্নয়ন প্রয়োজন, নর্দমাগুলোকে সম্প্রসারণ করা প্রয়োজন, আধারের জায়গাটা সম্প্রসারণ করা প্রয়োজন, সেসব জায়গুলোতে অবকাঠানো উন্নয়ন করা।