উপনির্বাচন

ঢাকায় আগাখান, সিলেটে হাবিবুর, কুমিল্লায় হাসেম আ’লীগের প্রার্থী

জাতীয় সংসদের শূন্য হওয়া তিনটি আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হয়েছে। ঢাকা-১৪ আসনে মনোনয়ন পেয়েছে আগাখান মিন্টু, সিলেট-৩ আসনে হাবিবুর রহমান এবং কুমিল্লা-৫ আসনে মনোনয়ন পেয়েছেন আবুল হাসেম খান। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল দুপুরে গণভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত হয়।

সভায় সংসদীয় বোর্ডের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, ড. মো. আবদুর রাজ্জাক, লে. কর্নেল মুহাম্মদ ফারুক খান (অব.) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।

ঢাকা-১৪ আসনে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আগাখান মিন্টু শাহ আলী থানা আওয়ামী লীগের সভাপতি। সিলেটে-৩ আসনের মনোনীত হাবিবুর রহমান জেলা আওয়ামী লীগের সদস্য। আর কুমিল্লা-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল হাসেম খান বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি। ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুল হক, কুমিল্লা-৫ এ দলের সভাপতিম-লীর সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এবং সিলেট-৩ এ মাহমুদুস সামাদ চৌধুরীর মৃত্যুতে আসন ৩টি শূন্য হয়।

এসব আসনের প্রয়াত সংসদ সদস্যদের স্ত্রী বা আত্মীয় কাউকে প্রার্থী করা হয়নি।

আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এবং দলের সংসদীয় বোর্ডের সদস্য লে. কর্নেল মুহাম্মদ ফা?রুক খান (অব.) সংবাদকে বলেন, মনোনয়নের ক্ষেত্রে প্রার্থী পরিচ্ছন্ন ভাবমূর্তির কিনা, স্থানীয় নেতাকর্মীদের কাছে তার জনপ্রিয়তা, সামাজিক গ্রহণযোগ্যতা এসব বিষয় গুরুত্ব দেয়া হয়। এসব বিবেচনায় প্রয়াত সংসদ সদস্যদের পরিবারের কেউ যোগ্য হলে তাকেও মনোনয়ন দেয়া হয়।

আওয়মী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া জানান, আগামী ২৮ জুলাই অনুষ্ঠেয় সংসদীয় তিনটি আসনে উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেতে ৯৪ জন প্রার্থী আবেদন ফরম জমা দিয়েছিলেন। এর মধ্যে, ঢাকা-১৪ আসনে ৩৪ জন, কুমিল্লা-৫ আসনে ৩৫ জন এবং সিলেট-৩ আসনে ২৫ জন প্রার্থী ছিলেন। গতকাল সংসদীয় বোর্ডের সভায় তিনটি আসনের জন্য তিনজনকে দলের চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

তফসিল অনুযায়ী, একাদশ জাতীয় সংসদের সিলেট-৩, ঢাকা-১৪, কুমিল্লা-৫ আসনে ১৪ জুলাই ভোট হওয়ার কথা ছিল। ওইদিন জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী দিন হওয়ায় দলটির অনুরোধে এই তিনটি আসনে ভোটের তারিখ আগামী ২৮ জুলাই পুনর্নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণের তারিখ পরিবর্তন হলেও অন্য কার্যক্রম তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।

image
আরও খবর
এবারও হজে যেতে পারছেন না বাংলাদেশিরা
বিএনপি ক্ষমতা ফিরে পেতে ষড়যন্ত্র করছে : কাদের
বাংলাদেশের মোট বৈদেশিক দেনা ৬ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে
ভারি বৃষ্টির সম্ভাবনা এক সপ্তাহ
১২ দিনেও খুনি শনাক্ত করতে পারেনি পুলিশ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ বাতিলসহ ৫ দফা দাবিতে ছাত্র জোটের সমাবেশ
জিয়াই স্বাধীনতা যুদ্ধের প্রথম নায়ক, বললেন মির্জা ফখরুল
শ্রমিক-আনসার, পুলিশ সংঘর্ষ : আহত ২০
বিরোধীদের তোপের মুখে আসামের মুখ্যমন্ত্রী
মুমূর্ষু মাকে হাসপাতালে ভর্তি করতে এসে ফি বেশি নেয়ার প্রতিবাদ করায় শিক্ষার্থীর ওপর নির্যাতন
ট্রেন দুর্ঘটনা রোধে চার শিশুর ভূমিকার জন্য সংবর্ধনা

রবিবার, ১৩ জুন ২০২১ , ৩০ জ্যৈষ্ঠ ১৪২৮ ৩১ রজব ১৪৪২

উপনির্বাচন

ঢাকায় আগাখান, সিলেটে হাবিবুর, কুমিল্লায় হাসেম আ’লীগের প্রার্থী

নিজস্ব বার্তা পরিবেশক

image

জাতীয় সংসদের শূন্য হওয়া তিনটি আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হয়েছে। ঢাকা-১৪ আসনে মনোনয়ন পেয়েছে আগাখান মিন্টু, সিলেট-৩ আসনে হাবিবুর রহমান এবং কুমিল্লা-৫ আসনে মনোনয়ন পেয়েছেন আবুল হাসেম খান। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল দুপুরে গণভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত হয়।

সভায় সংসদীয় বোর্ডের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, ড. মো. আবদুর রাজ্জাক, লে. কর্নেল মুহাম্মদ ফারুক খান (অব.) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।

ঢাকা-১৪ আসনে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আগাখান মিন্টু শাহ আলী থানা আওয়ামী লীগের সভাপতি। সিলেটে-৩ আসনের মনোনীত হাবিবুর রহমান জেলা আওয়ামী লীগের সদস্য। আর কুমিল্লা-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল হাসেম খান বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি। ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুল হক, কুমিল্লা-৫ এ দলের সভাপতিম-লীর সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এবং সিলেট-৩ এ মাহমুদুস সামাদ চৌধুরীর মৃত্যুতে আসন ৩টি শূন্য হয়।

এসব আসনের প্রয়াত সংসদ সদস্যদের স্ত্রী বা আত্মীয় কাউকে প্রার্থী করা হয়নি।

আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এবং দলের সংসদীয় বোর্ডের সদস্য লে. কর্নেল মুহাম্মদ ফা?রুক খান (অব.) সংবাদকে বলেন, মনোনয়নের ক্ষেত্রে প্রার্থী পরিচ্ছন্ন ভাবমূর্তির কিনা, স্থানীয় নেতাকর্মীদের কাছে তার জনপ্রিয়তা, সামাজিক গ্রহণযোগ্যতা এসব বিষয় গুরুত্ব দেয়া হয়। এসব বিবেচনায় প্রয়াত সংসদ সদস্যদের পরিবারের কেউ যোগ্য হলে তাকেও মনোনয়ন দেয়া হয়।

আওয়মী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া জানান, আগামী ২৮ জুলাই অনুষ্ঠেয় সংসদীয় তিনটি আসনে উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেতে ৯৪ জন প্রার্থী আবেদন ফরম জমা দিয়েছিলেন। এর মধ্যে, ঢাকা-১৪ আসনে ৩৪ জন, কুমিল্লা-৫ আসনে ৩৫ জন এবং সিলেট-৩ আসনে ২৫ জন প্রার্থী ছিলেন। গতকাল সংসদীয় বোর্ডের সভায় তিনটি আসনের জন্য তিনজনকে দলের চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

তফসিল অনুযায়ী, একাদশ জাতীয় সংসদের সিলেট-৩, ঢাকা-১৪, কুমিল্লা-৫ আসনে ১৪ জুলাই ভোট হওয়ার কথা ছিল। ওইদিন জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী দিন হওয়ায় দলটির অনুরোধে এই তিনটি আসনে ভোটের তারিখ আগামী ২৮ জুলাই পুনর্নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণের তারিখ পরিবর্তন হলেও অন্য কার্যক্রম তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।