গৃহকর্মীর চরিত্রে মম

গৃহকর্মীদের নিয়ে তৈরি হয়েছে আট পর্বের ধারাবাহিক ‘গৃহগল্প’। মাসুম রেজার রচনায় ও গৌতম কৈরী’র পরিচালনায় এ ধারাবাহিক নাটকে একজন গৃহকর্মীর ভুমিকায় অভিনয় করছেন মম। ধারাবাহিকটিতে গৃহকর্মীর জীবনের আনন্দ, বেদনা, সংগ্রামসহ না বলা অনেক কথা তুলে আনা হয়েছে। আগামী ১৫ জুন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে চ্যানেল আইতে ধারাবাহিকটির প্রথম পর্ব প্রচার হবে।

নাটকটিতে আরো অভিনয় করেছেন- অভিনেত্রী শর্মিলী আহমেদ, গুণী অভিনেতা মানস বন্দ্যোপাধ্যায়সহ অনেকে। সর্বশেষ তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন সেলিব্রেটি অভিনেত্রী মম। এই ছবির পর আর কোনো কাজ করেননি এই নায়িকা। নিজের মতো করেই সময় পার করছেন বলে জানান। মম গণমাধ্যমকে বলেন, অভিনয়ের বাইরে কাজ করার কোনো পরিকল্পনা নেই। কিন্তু করোনার কারণে আমি শুটিং করছি না। মমও নির্মাতাদের অনুরোধে দুই একটি কাজ করেছেন। অঞ্জন আইচের পরিচালনায় ‘আগামীকাল’ নামের একটি ছবিতে তিনি অভিনয় করেছিলেন দুই বছর আগে। সম্প্রতি ছবিটি সেন্সর পেয়েছে। এতে মম জুটি বেঁধেছেন জনপ্রিয় মডেল-অভিনেতা ইমনের সঙ্গে।

সোমবার, ১৪ জুন ২০২১ , ৩১ জ্যৈষ্ঠ ১৪২৮ ২ জিলকদ ১৪৪২

গৃহকর্মীর চরিত্রে মম

বিনোদন প্রতিবেদক |

image

গৃহকর্মীদের নিয়ে তৈরি হয়েছে আট পর্বের ধারাবাহিক ‘গৃহগল্প’। মাসুম রেজার রচনায় ও গৌতম কৈরী’র পরিচালনায় এ ধারাবাহিক নাটকে একজন গৃহকর্মীর ভুমিকায় অভিনয় করছেন মম। ধারাবাহিকটিতে গৃহকর্মীর জীবনের আনন্দ, বেদনা, সংগ্রামসহ না বলা অনেক কথা তুলে আনা হয়েছে। আগামী ১৫ জুন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে চ্যানেল আইতে ধারাবাহিকটির প্রথম পর্ব প্রচার হবে।

নাটকটিতে আরো অভিনয় করেছেন- অভিনেত্রী শর্মিলী আহমেদ, গুণী অভিনেতা মানস বন্দ্যোপাধ্যায়সহ অনেকে। সর্বশেষ তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন সেলিব্রেটি অভিনেত্রী মম। এই ছবির পর আর কোনো কাজ করেননি এই নায়িকা। নিজের মতো করেই সময় পার করছেন বলে জানান। মম গণমাধ্যমকে বলেন, অভিনয়ের বাইরে কাজ করার কোনো পরিকল্পনা নেই। কিন্তু করোনার কারণে আমি শুটিং করছি না। মমও নির্মাতাদের অনুরোধে দুই একটি কাজ করেছেন। অঞ্জন আইচের পরিচালনায় ‘আগামীকাল’ নামের একটি ছবিতে তিনি অভিনয় করেছিলেন দুই বছর আগে। সম্প্রতি ছবিটি সেন্সর পেয়েছে। এতে মম জুটি বেঁধেছেন জনপ্রিয় মডেল-অভিনেতা ইমনের সঙ্গে।